আসসালামু আলাইকুম। আশা করছি, সবাই ভালো আছেন। দেখতে দেখতে আমরা ২০২২ সালকে পার করে চলে এসেছি। যখন এই পোস্ট আমি লিখছি তখন সবেমাত্র ২০২৩ সাল শুরু হলো। এখনও আতশবাজি ফুটছে চারপাশে।
যাই হোক, করতোয়ার পক্ষ থেকে আমাদের সকল শুভাকাঙ্খী এবং সাবস্ক্রাইবারদের জানাই নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরটি সবার জীবনে সব দিক থেকে কেবল কল্যাণ বয়ে আনবে – এই আশাই করছি।
২০২২ সালে আমরা অনেক ট্রাজেডি চোখে দেখেছি। নিজেরা সেসবের সাথে লড়াই করেছি। সবচেয়ে বড় ট্রাজেডি ছিল করোনা ভাইরাস। বর্তমানে আমরা করোনা ভাইরাস হতে অনেকটা মুক্ত আছি বলা চলে।
আশা করছি, ২০২৩ সালটা ২০২২ এর মতো যাবে না। আগের তুলনায় সময়টা অবশ্যই ভালো যাবে। অতীতের সব ব্যথা বেদনা ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করতে হবে। হেরে গেলে চলবে না। আমরা তো মানুষ। আমরা পিছিয়ে পড়ার পাত্র নই। যেখানেই ভয় সেখানেই আমরা জয় করবো ইনশাআল্লাহ।
আমরা বিগত বছরটিতে যেসব ভুল করেছি সেগুলো মাথায় রেখে নতুন বছরে চলতে হবে। ঐ ভুলগুলো যেন আর না হয়। নতুন বছরের প্রতি মায়াটাও যেন বেশি থাকে। কারণ, নতুন মানেই কোন কিছুর যেন শুরু। তাই শুরুটা শেষ পর্যন্ত যেন ভালো যায় সবসময় সে চেষ্টাই করবেন।
গত বছর করতোয়া কর্তৃপক্ষ আপনাদের বিভিন্ন তথ্য উপহার দিয়েছে। তন্মধ্যে সবচেয়ে বেশি তথ্য হলো স্বাস্থ্য সেবা বিষয়ক। তবে এবার আমরা শুধু স্বাস্থ্য সেবার মধ্যে সীমাবদ্ধ না থেকে আরও অন্যান্য বিষয়কে গুরুত্ব দেব। কারণ, জাতীয় ও রাজনৈতিক খবর, বিনোদন, ধর্ম, খেলাধুলা, তথ্যপ্রযুক্তি, চাকরির খবরসহ আরও নানাবিধ বিষয়সমূহও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়।
তাই আমরা অনুরোধ করবো, নতুন বছরটিতে আপনারা বেশি বেশি করতোয়ায় চোখ রাখবেন। করতোয়ার বিভিন্ন তথ্যসমূহ সবার মাঝে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে শেয়ার করবেন। নতুন বছরে আপনাদের কাছে এটিই আমাদের চাওয়া।
সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন। ২০২২ সালে যেমন সুখ আর দুঃখের সংমিশ্রনে সময়টা পার করে এসেছি ঠিক এরকমভাবে ২০২৩ সালটাও যাবে। তবে নিজের প্রতি ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন নিজেরা ইচ্ছে করে কোন ভুল করে জীবনে দুঃখ ডেকে নিয়ে না আসি।
আর সবসময় সাবধানে চলাফেরা করবেন। কারণ, একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না। তাই সবসময় খুবই সাবধানে চলাফেরা করবেন। নতুন বছরে নতুন কোনো শত্রু যেন আপনার তৈরী না হয় সেদিকটায় মনোযোগ দেবেন।
আপনিও যেন কারও শত্রুতে পরিণত না হোন সেটাও বিবেচনায় রাখবেন। মানবিক কাজের প্রতি উদার হওয়ার আহবান জানাচ্ছি। কারণ, আমরা কেউ-ই চিরস্থায়ী নই। আমরা মৃত্যুর পরে আমাদের সম্পদ আর উপভোগ করতে পারি না। তাই কাউকে একটু সহযোগিতা করা মোটেও অন্যায় কিছু নয় বরং উত্তম চরিত্রের লক্ষণগুলোর মধ্যে এটি একটি হয়তো।
যাই হোক, অনেক কথা বললাম। পরিশেষে বলতে চাই, ২০২৩ সালটা আমাদের জীবনের জন্য যেন কল্যাণকর হয়। আমরা যেন নিজের খারাপ চরিত্রকে ভালো করতে পারি। নিয়মিত যেন সালাত আদায় করতে পারি। সুখে দুঃখে সবার পাশে যেন থাকতে পারি। আর ২০২২ সালে যেমন করতোয়ার সাথে ছিলেন তেমনি ২০২৩ সালের পুরো সময়টা জুড়ে পাশে থাকবেন এই কামনাই করছি।
লিখেছেন: মো. আজগর আলী (করতোয়ার সম্পাদক ও প্রকাশক)