ভারতীয় নারী দলের অধিনায়ক হলেন হারমানপ্রীত কৌর। সম্প্রতি তিনি বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে এক অস্বাভাবিক অখেলোয়াড়োচিত আচরণ করেছেন।
এই শেষ ওয়ানডেটি হচ্ছিল বাংলাদেশের মিরপুরে। আর এই ঘটনার পর থেকেই সবার মনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে, কি শাস্তি পেতে যাচ্ছেন হারমানপ্রীত কৌর!
কিন্তু শেষ পর্যন্ত জানা গেছে, আচরণবিধি ভাঙনের জন্য হারমানপ্রীত কৌর আপাতত দুই ম্যাচ নিষিদ্ধ হতে যাচ্ছেন। এটা তার জন্য আসলেই একটা বড় শাস্তি।
জানা গেছে, ২২ জুলাই ২০২৩ ইং তারিখে যে দুটি ম্যাচ হয়েছে সেখানে তিনি দুটি আচরণবিধি লঙ্ঘণ করেছেন। প্রথমে আউট হওয়ার সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ক্ষুব্ধ হয়ে নিজেই নিজের ব্যাট দিয়ে স্ট্যাম্প ভাঙেন এবং আম্পায়ারকে কিছু একটা বলে চলে যান।
খেলা শেষ হলে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে হারমানপ্রীত কৌর আম্পায়ারকে “প্যাথেটিক” হিসেবে অভিহিত করেন। আবার তিনি বলেছেন, অদূর ভবিষ্যতে বাংলাদেশে খেলতে আসলে বাজে আম্পায়ারিং সহ্য করে নিতে হবে। কিন্তু এই কথাটি আচরণবিধির লেভেল ২ পর্যায়ের অপরাধ হিসেবে বিবেচিত।
ইতিপূর্বে কোন নারী ক্রিকেটারই লেভেল ২ পর্যায়ের কোন অপরাধ করেনি। ম্যাচ শেষে বাংলাদেশের নারী ক্রিকেট দলের সাথেও তিনি অসৌজন্যমূলক আচরণ করেছেন।
আপাতত স্ট্যাম্প ভাঙা ও আম্পায়ারিং এর সমালোচনা করায় হারমানপ্রীত কৌর’কে মোট ম্যাচ ফি’র ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এর সঙ্গে তিনি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন মোট ৪টি।
অন্যদিকে, ৫০ শতাংশ জরিমানা ও ৩টি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে ব্যাট দিয়ে রাগ করে স্ট্যাম্প ভাঙায়। আর বাকি ২৫ শতাংশ জরিমানা ও ১টি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে আম্পায়ারিং এর সমালোচনা করার কারনে।
আইসিসির আচরণবিধি অনুযায়ী, ২৪ মাস সময়ের মধ্যে কোন খেলোয়ার যদি ৪টি ডিমেরিট পয়েন্ট পায় তাহলে দুটি নিষেধাজ্ঞা পয়েন্ট তার সাথে যোগ হবে।
এর ফলে পরবর্তী একটি টেষ্ট কিংবা দুটি ওয়ানডে কিংবা দুটি টি-টুয়েন্টি ম্যাচে নিষিদ্ধ তালিকায় থাকবেন তিনি। অর্থাৎ সহজ কথায় এ বছরের সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের দুটি ম্যাচে নিয়মিত অধিনায়ক হারমানপ্রীতকে ছাড়াই খেলতে হবে ভারতীয়দের।
হারমানপ্রীত কৌর যে অসৌজন্যমূলক আচরণ করেছেন তাতে তিনি নিজেই হয়তো অনেকটা অনুতপ্ত হয়েছেন। কিন্তু যে শাস্তি তিনি পেয়েছেন তা থেকে ফিরে আসার আপাতত আর কোন পথ নেই।
আরও পড়ুন: রেফারি হেবা সাদিয়ার (নবম মহিলা বিশ্বকাপ ফুটবল) জীবন যুদ্ধ