সৌদি আরবে হজ করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর হজ পালনে ৫ নারীসহ ১৬ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
হজ ব্যবস্থাপনা সংক্রান্ত ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। সর্বশেষ নিহত ব্যক্তির নাম মোঃ ফয়েজুর রহমান (৫০)।
স্থানীয় সময় বুধবার ফয়েজুর রহমান মারা যান। তার পাসপোর্ট নম্বর BY ০৫৪৭৮৮৯। তিনি সিলেটের শাহপরান থানার বাসিন্দা।
গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। চাঁদ দেখার ভিত্তিতে ৮ জুলাই (৯ জিলহজ অনুযায়ী) হজ অনুষ্ঠিত হয়।
এ বছর মোট ৬০ হাজার ১৩৯ জন বাংলাদেশি হজ করতে সৌদি আরবে গেছেন। বৃহস্পতিবার থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হচ্ছে।
আরও পড়ুন: তাপপ্রবাহ কমবে কবে থেকে জানাল আবহাওয়া অফিস