স্যামসাং বিশ্বের মধ্যে সেরা একটি মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান বিভিন্ন ধরণের মোবাইল ফোন তৈরী করে থাকে। সাধারন মানুষ থেকে শুরু করে অসাধারন ব্যক্তিবর্গও এই প্রতিষ্ঠানের মোবাইল ফোন ব্যবহার করে।
আজ আমরা স্যামসাং এর একটি ফাইভ জি নেটওয়ার্ক সম্বলিত একটি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে আলোচনা করবো। ফোনটি মাত্র ২৯ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। তো, মূল আলোচনায় আসা যাক।
মোবাইল ফোনটির মডেল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি। এটি প্রথম রিলিজ হয়েছে ১৬ মার্চ, ২০২২ তারিখে। দুটি কালারে ফোনটি পাওয়া যাবে। সেগুলো হলো- একুয়া ব্লু এবং ফরেস্ট গ্রীন।
কানেকটিভিটি হিসেবে রয়েছে টুজি, থ্রিজি, ফোরজি এবং ফাইভজি। ফোনটিতে ডুয়েল ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে।
ডব্লিউ ল্যান সুবিধা হিসেবে ডুয়েল ব্যান্ড, ওয়াই-ফাই ডিরেক্ট এবং ওয়াই-ফাই হটস্পট রয়েছে। এগুলো প্রতিটিই খুবই শক্তিশালী নেটওয়ার্ক হিসেবে কাজ করে। ব্লুটুথ ব্যবহার করা যাবে।
জিপিএস হিসেবে রয়েছে এ-জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, বিডিএস এবং কিউজেডএসএস। এফএম রেডিও আছে এবং রেকর্ডিং-ও করা যাবে।
ইউএসবি টাইপ ২.০ এবং টাইপ-সি রয়েছে। ওটিজিও রয়েছে। এনএফসি রয়েছে। বডি’র স্টাইল হিসেবে মিনিমাল নচ ব্যবহার করা হয়েছে। মোবাইলের ফ্রন্ট সাইডে গরিলা গ্লাস-৫ ব্যবহার করা হয়েছে এবং প্লাস্টিক বডি রয়েছে।
দুঃখজনক হলেও সত্যি যে, ওয়াটার রেসিস্ট্যান্স ক্ষমতা ফোনটির নেই। বডি’র ডিমেনশন রয়েছে ১৬৫.৫x৭৭x৮.৪ মিলিমিটার এবং ওজন হচ্ছে ১৯৮ গ্রাম।
ডিসপ্লে হিসেবে রয়েছে ৬.৬ ইঞ্চি। রেজুলেশন হিসেবে রয়েছে ফুল এইচডি। ঘনত্ব রয়েছে ৪০০ পিপিআই। টেকনোলজি হিসেবে রয়েছে টিএফটি এলসিডি টাচস্ক্রীন।
পূর্বেই বলা হয়েছে যে, প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫। ফিচার্স হিসেবে রয়েছে ১২০হার্জ রিফ্রেশ রেট।
সামনের ক্যামেরা হিসেবে রয়েছে ট্রিপল ক্যামেরা অর্থাৎ ৫+৮+২ মেগাপিক্সেল। ক্যামেরার ফিচার্স হিসেবে রয়েছে পিডিএএফ, এলইডি ফ্লাস, আল্ট্রাওয়াইড, ম্যাক্রো, এইচডিআর এবং আরও অনেক কিছু।
ভিডিও রেকর্ডিং হিসেবে রয়েছে আল্ট্রা এইচডি ফোর-কে (২১৬০পিক্সেল)। সামনের ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে ৮ মেগাপিক্সেল। ভিডিও রেকর্ডিং হিসেবে রয়েছে ফুল এইচডি (১০৮০ পিক্সেল)।
ফোনটিতে ব্যাটারী হিসেবে রয়েছে লিথিয়াম পলিমার ৫০০০ মিলি অ্যাম্পিয়ার (নন-রিমোভাবল)। ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে যার ক্ষমতা হচ্ছে ২৫ ওয়াট।
পারফরম্যান্স হিসেবে রয়েছে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১২ (ওয়ান ইউআই ৪.১)। যে চিপসেট ব্যবহার করা হয়েছে তা হলো কোয়ালকম স্নাপড্রাগন ৭৫০জি ৫জি (৮ ন্যানোমিটার)।
র্যাম হিসেবে রয়েছে ৬ জিবি। প্রসেসর হিসেবে রয়েছে অক্টা কোর যেটা ২.২ গিগাহার্জ। ফোনটির জিপিইউ হিসেবে রয়েছে অ্যাডরেনো ৬১৯।
ফোনটিতে রম হিসেবে রয়েছে ১২৮ জিবি (ইউএফএস ২.২)। মাইক্রোএসডি স্লট হিসেবে রয়েছে ডেডিকেটেড স্লট। সাউন্ড হিসেবে রয়েছে ৩.৫ মিমি জ্যাক। ফিচার্স হিসেবে রয়েছে লাউড স্পীকার।
সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে যেটা ব্যবহার করা খুবই সহজ। ফেইস আনলক রয়েছে। সেন্সরস হিসেবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট, অ্যাক্সেলেরোমিটার, গ্রাইয়োস্কোপ, প্রক্সিমিটি এবং ই-কম্পাস। মোবাইল ফোনটি স্যামসাং বাংলাদেশ কর্তৃক প্রস্তুতকৃত হয়েছে। ইন্টারনেটে বিভিন্ন সুত্রে ১০ এর মধ্যে ৮ স্কোর রয়েছে।
আরও পড়ুন: মাঙ্কিপক্স কতোটা ভয়াবহ এবং ভারতে কয়জন মারা গেল?