ইংরেজী ভাষা যারা সঠিকভাবে আয়ত্ব করতে চান তাদের আসলে বেশি বেশি ইংরেজী চর্চা ছাড়া কোনো উপায় নেই। তবে শুধু আবোল-তাবোলভাবে চর্চা করলেই হবে না বরং সঠিক নিয়ম মেনে চর্চা করতে হবে।
আজ এই পোস্টের মাধ্যমে এমন কিছু বিষয় তুলে ধরা হবে যা আপনার ইংরেজী শেখার ইচ্ছাকে আরো সহজ করে তুলবে। প্রতিটি ফর্মূলা মনোযোগ দিয়ে পড়ুন এবং আয়ত্ব করার চেষ্টা করুন।
Formula 01. বাংলা ভাষায় যে সব কাক্যে ক্রিয়া থাকে না, সে সব বাক্য ইংরেজি করার সময় am/is/are ব্যবহার করতে হয়। এগুলো মূলত বাক্যের main verb হিসেবে ব্যবহৃত হয়।
আমি একজন বালক —- I am a boy.
পৃথিবী গোলাকার —- The earth is round.
তারা সাহসী – They are brave.
Formula #02
বাংলা প্রশ্নবোধক বাক্যে ক্রিয়া না থাকলে ঐ বাক্যের ইংরেজি করার সময় বাক্যটি am/is/are দিয়ে শুরু করতে হবে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন দিতে হবে।
আমি কি একজন ছাত্র? —- Am I a student?
পৃথিবী কি গোলাকার? —- Is the earth round?
তারা কি সাহসী? —- Are they brave?
Formula #03
বাংলা বাক্যে নই/নও/নয় কথা থাকলে তার ইংরেজি করার সময় am/is/are-এর পরে not ব্যবহার করতে হয়।
আমি মিথ্যাবাদী নই। —- I am not a liar.
ধনীরা সব সময় সুখি নয়। —- The rich are not always happy.
Formula #04
বাংলা ক্রিয়াহীন বাক্যে যদি কোন অবস্থা অতীতকাল হতে বর্তমান কাল পর্যন্ত বিস্তৃত বুঝায়, তাহলে ইংরেজি করার সময় have been/has been বসে।
সে দুই দিন যাবত অসুস্থ। —- He has been ill for two days.
তারা রোববার হতে অনুপস্থিত। —- They have been absent since Sunday last.
দু’ঘণ্টা যাবত প্রবল বৃষ্টি হচ্ছে। —- It has been raining heavily for two hours.
Note: Singular Subject-এর পরে ‘has’ এবং Plural Subject-এর পরে ‘have’ বসে।
Formula #05
অতীতকাল হতে বর্তমান কাল পর্যন্ত ঐ ক্রিয়াহীন বাক্যগুলোকে যদি প্রশ্নবোধক হয়, তাহলে ইংরেজি করার সময় বাক্যের মধ্যে অবস্থিত has/have শব্দগুলো বাক্যের প্রথমে বসিয়ে দিতে হয় এবং বাক্যের শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন দিতে হয়।
সে কি দুই দিন যাবত অসুস্থ? —- Has he been ill for two days?
তারা কি রোববার হতে অনুপস্থিত? —- Have they been absent since Sunday last?
Formula #06
অতীতকাল হতে বর্তমান কাল পর্যন্ত বিস্তৃত ঐ ক্রিয়াহীন বাংলা বাক্যগুলো যদি ‘না বোধক’ হয়, তাহলে ইংরেজি করার সময় Have not been/Has not been বসে।
তারা তিন মাস যাবত অসুস্থ নয়। —- They have not been ill for three months.
সকাল হতে বৃষ্টি হচ্ছে না। —- It has not been raining since morning.
Formula #07
বাংলা ভাষায় সংখ্যাবাচক Noun-এর পূর্বে একক সংখ্যা (একটি, একখানা, একজন ইত্যাদি) ব্যবহার করলেও চলে, না করলেও চলে। কিন্তু ইংরেজিতে A/An অবশ্যই ব্যবহার করতে হয়।
ঢাকা (একটি) পুরাতন শহর। —- Dhaka is an old city.
সে (একজন) ভালো ছেলে। — He is a good boy.
Formula #08
ইংরেজি ভাষায় Adjective (Noun-এর দোষ-গুণ-অবস্থা)-এর পূর্বে A/An বসে না। কিন্তু Adjective-এর পরে Noun থাকলে একবচন বুঝাবার জন্য A/An বসে।
সে সুন্দরী। — She is beautiful.
সে সুন্দরী বালিকা। — She is a beautifulgirl.
এটাখুব শক্ত। — It is very hard.
একা খুব শক্ত কাজ। —- It is a very hard work.
Formula #09
ইংরেজি ভাষায় Adjective-এর পূর্বে The ব্যবহার করলে সেটা Noun হয়ে যায় এবং বহুবচন বুঝায়।
অন্ধরা দেখতে পায় না। —- The blind can not see.
জ্ঞানীরা বেশি কথা বলে না। —- The wise do not talk more.
Formula #10
জাতি বুঝাতে Singular Common Noun-এর পূর্বে The বসে।
The cat. The rose. The cow. The Bangladesh
Note: Man অর্থে মানব জাতি এবং Woman অর্থে নারী জাতি বুঝালেও তার পূর্বে কোন Article (A/An/The) বসে না।
Formula #11
ব্যক্তি বা বস্তু যা আগে বলা হয়েছে, তা নির্দেশ করার জন্য The বসে।
I have read a book. —– The book is interesting.
Formula #12
শ্রেণী বা সম্প্রদায় বুঝাতে The বসে।
The rich are not always happy.
Formula #13
নদী, সাগর, উপসাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, পর্বতশ্রেণী এবং জাহাজের নামের পূর্ব The বসে।
The Padma, The Bay of Bengal. The Indian Ocean.
Formula #14
ধর্মগ্রন্থ বা পত্রিকা, বিমান, রেল প্রভৃতির নামের পূর্বে The বসে।
The Holy Quran. The Ittefaq.
Formula #15
সূর্য, চাঁদ, তারা, পৃথিবী, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ইত্যাদির পূর্বে The বসে।
The earth. The moon, The sun. The east. The west.
Formula #16
Adjective-এর Comparative এবং Superlative Degree-এর পূর্বে The বসে।
The earlier, The better, The best boy.
Formula #17
বর্ণনামূলক ও অর্থপূর্ণ দেশ বা স্থান, প্রসিদ্ধ প্রতিষ্ঠান, প্রাসাদ, ঐতিহাসিক ঘটনা বা বস্তুর নামের পূর্বে The বসে।
The Sundarbans, The USA. The Tajmahal, The High Court.
Formula #18
তারিখ ও ক্রমিক সংখ্যার পূর্বে The বসে।
Reza is the first boy in the class, He will come on the 15th February.
Formula #19
কতোগুলো রোগের নামের পূর্বে The বসে।
The cancer.
Formula #20
যে সকল Noun দ্বারা বৃত্তি বা পেশা বুঝায় তাদের পূর্বে The বসে।
He joined the Bar.
Formula #21
বকোন কিছুর বিশেষ কোন অংশকে বুঝাতে Adjective-এর পূর্বে The বসে।
He likes the part of an egg.
Formula #22
Noun-এর পূর্বে All/Both/Half প্রভৃতি থাকে, তবে তাদের পরে এবং Noun-এর পূর্বে The বসে।
He spent all the money.
He ate half the bread.
Formula #23
কারো কিছু আছে বুঝালে ‘আছে’ ক্রিয়ার ইংরেজি Have/Has বসে। এটি মূলত বাক্যে main verb হিসেবে ব্যবহৃত হয় এবং এর পরে অবশই Noun বসে।
আমার একটি কলম আছে। —- I have a pen.
গরুর দুইটি শিং আছে। —- The cow has two horns.
Formula #24
কারো কিছু আছে কি বুঝালে ‘আছে কি’ কথার ইংরেজি দুইভাবে করা যায়।
তার ছাতা আছে কি? —- Has he an umbrella?/Does he have an umbrella?
তোমার কি একটি বই আছে? —-Have you a book?/Do you have a book?
Formula #25
কারো কিছু নাই বুঝালে ‘নাই’ কথার ইংরেজি দুইভাবে করা যায়।
আমার বই নাই। —- I have no book./I don’t have any book.
তার কোন অহংকার নেই। —- She has no pride./She does not have any pride.
Note: 3rd person singular number হলে verb-এর শেষে s/es যোগ হয়।
Formula #26
নির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তু বা প্রাণী কোথাও আছে বুঝালে ‘আছে’ ক্রিয়ার ইংরেজি Am/Is/Are বসে।
সে বাড়িতে আছে। —- He is in the house.
তারা বিপদে আছে। —- They are in danger.
Formula #27
নির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তু বা প্রাণী আছে কি বুঝালে ‘আছে কি’ কথার ইংরেজি করতে বাক্যের ঐ Am/Is/Are বাক্যের প্রথমে বসে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন দেওয়া হয়।
সে বাড়িতে আছে কি? —- Is he in the house?
তারা বিপদে আছে কি? —- Are they in danger?
Formula #28
কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা প্রাণী আছে বুঝালে ‘আছে’ কথার ইংরেজি There is/There are হয়।
মাঠে দু’টি গরু আছে। —- There are two cows in the field.
পঞ্চগড়ে একটি জাদুঘর আছে। —- There is a museum in Panchagarh.
Formula #29
অনির্দিষ্ট কেহ বা কিছু ‘আছে কি’ বুঝালে তার ইংরেজি করার সময় Is/Are শব্দগুলো There-এর আগে বসে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়।
এই গ্রামে কোন আইনজীবি আছে কি? —- Is there any lawyer in this village?
তোমার পকেটে তিনটি কমল আছে কি? —- Are there three pens in your pocket?
Note: কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু নাই বুঝালে ‘নাই’ কথার ইংরেজি There is no বসে। যেমন: আমাদের গ্রামে কোন ডাক্তার নাই। —- There is no doctor in our village.
Formula #30
অতীত সময় হতে কেউ কোথাও আছে বুঝালে ‘আছে’ ক্রিয়ার ইংরেজি Have been/Has been বসে।
আমি গত রোববার হতে এখানে আছি। —- I have been here since Sunday last.
স্নেহা দুই ঘণ্টা যাবত স্কুলে আছে। —- Sneha has been in the school for two hours.
আরও পড়ুন: মাংস কম খেলে কি হয় আর বেশি খেলে কি হয় জেনে নিন