বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ময়মনসিংহের নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত ১৩টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরকারি নিয়োগের নিমিত্ত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে। উল্লেখিথ পদের আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী নিম্নে উল্লেখ করা হলো:
১. পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা, গ্রেড – ৯
পদ সংখ্যা: ১২টি (কৃষি ১১টি এবং ইলেকট্রনিক্স ০১টি), রাজস্ব এবং স্থায়ী
বয়স: ৩০ বছর
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
ক. কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বা কৃষি প্রকৌশল বা কৃষি অর্থনীতি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা ফলিত পদার্থবিজ্ঞানে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
খ. শিক্ষা জীবনের সকল স্তরে অন্যূন দ্বিতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের সিজিপিএ থাকতে হবে।
২. পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা, গ্রেড – ৯
পদ সংখ্যা: ০১টি
বয়স: ৩০ বছর
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
ক. কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞানে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
খ. শিক্ষা জীবনের সকল স্তরে অন্যূন দ্বিতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের সিজিপিএ থাকতে হবে।
নিয়োগের জন্য কিছু শর্তাবলী:
ক. আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
খ. প্রার্থীগণকে অনলাইনে (http://bina.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলাসহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে উল্লেখ আছে বা লিখিত আছে অনলাইনে আবেদন করার সময় ফরমের মধ্যে হুবহু সেইভাবে উল্লেখ করতে হবে।
গ. মুদ্রিত বা হাতে লেখা কোন প্রকার আবেদন বা কাগজ-পত্র ডাকযোগে বা অন্য কোন উপায়ে প্রেরণ করা হলে তা কোনভাবেই গ্রহণযোগ্য হবে না।
ঘ. বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়সসীমা ০১.০৮.২০২২ তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধাদের পুত্র, কণ্যা/শারিরীক প্রতিবন্ধী আবেদনকারীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
ঙ. সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করাতে হবে।
চ. একজন আবেদনকারী শুধুমাত্র একটি ক্যাটাগরির পদে আবেদন করতে পারবেন।
ছ. শূন্য পদ না থাকায় কৃষি প্রকৌশল ও কৃষি অর্থনীতি বিষয়ে ডিগ্রীধারীদের আবেদন করার প্রয়োজন নেই।
বিজ্ঞপ্তিতে আরও কিছু জরুরী তথ্য রয়েছে যেমন- কিভাবে অনলাইনে আবেদন করতে হবে, কত টাকা জমা দিতে হবে, মোবাইলে কিভাবে এসএমএস পাঠাতে হবে ইত্যাদি।
এসব তথ্য এখানে আর উল্লেখ করা হলো না। যেহেতু তথ্যগুলো বিজ্ঞপ্তিতে খুব সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে সুতরাং এখানে ডাবল করে আবার উল্লেখ না করলেও হয়তো চলে। অনুগ্রহ করে বিজ্ঞপ্তিটি ভালো মতো পড়ুন।
নিচে বিজ্ঞপ্তিটি উল্লেখ করা হলো। আপনি চাইলে জুম করে পড়তে পারেন কিংবা ডাউনলোড করে নিতে পারেন।
উৎস: অনলাইন
আবেদন ফি: ১১২ টাকা
আবেদন শুরু হওয়ার তারিখ: ২২ আগষ্ট, ২০২২ খ্রি.
আবেদন শেষ হওয়ার তারিখ: ২১ সেপ্টেম্বর, ২০২২ খ্রি.
অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন |
আরও পড়ুন: শক্তি ফাউন্ডেশন নামক এনজিওতে ৩৯৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি।