সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর এর মাধ্যমে ইউনিসেফ বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত সিএসপিবি প্রকল্প, ফেইজ-২ (মেয়াদকাল ডিসেম্বর ২০২৪ পর্যন্ত) এর নিম্নলিখিত পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে (যার মেয়াদকাল উন্নয়ন সহযোগী হতে তহবিলের প্রাপ্যতা ও নিয়োগপ্রাপ্তদের Performance এর আলোকে নির্ধারণযোগ্য) বাংলাদেশী নাগরিকগণের নিকট হতে নিম্নলিখিত শর্তে অনলাইনে (Online) cspb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
১. পদের নাম: সাইকো-সোশ্যাল কাউন্সিলর
বেতন: মাসিক বেতন (সাকুল্যে) ৩৫,০০০ টাকা (পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র)
পদ সংখ্যা: ২১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সাইকোলজি/ক্লিনিক্যাল সাইকোলজি বিষয়ে স্নাতকোত্তর অথবা ৪ (চার) বৎসর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রী। এক্ষেত্রে সাইকো-সোশ্যাল কাউন্সিলিং বা শিশু সুরক্ষা বিষয়ক কাজে অন্যূন ০৩ (তিন) বছরের বাস্তব কর্ম-অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে।
খ) বাংলা ও ইংরেজী ভাষায় যোগাযোগ, উপস্থাপন ও প্রতিবেদন লেখায় দক্ষতা থাকতে হবে।
গ) MS Office & Internet Browsing এ দক্ষতা থাকতে হবে।
২. পদের নাম: শিশু সুরক্ষা সমাজকর্মী
বেতন: মাসিক বেতন (সাকুল্যে) ২৫০০০ টাকা (পঁচিশ হাজার টাকা মাত্র)
পদ সংখ্যা: ২৮৭টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী। তবে সমাজকর্ম বা সমাজবিজ্ঞান বা সমাজকল্যাণ এবং সমাজবিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রীধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
খ) শিশু অধিকার সনদ, শিশু আইন ও কমিউনিটি ভিত্তিক শিশু সুরক্ষা বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচ্য হবে।
গ) বাংলা ও ইংরেজী ভাষায় যোগাযোগ, উপস্থাপনা ও প্রতিবেদন লেখায় দক্ষতা থাকতে হবে।
ঘ) MS Office & Internet Browsing জ্ঞান থাকতে হবে।
শর্তাবলী:
১. প্রার্থীর বয়স ৩০/০৯/২০২২ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর (এসএসসি সনদ অনুযায়ী)।
২. নির্ধারিত সময়ের পর কোন আবেদন এবং অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন সফ্টওয়্যার কর্তৃক গৃহীত হবে না।
৩. সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৪. চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যেকোন অঞ্চলে কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে।
৫. পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যাদি যথাসময়ে ই-মেইল, এসএমএস এবং সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইট www.dss.gov.bd এর মাধ্যমে জানানো হবে।
৬. শুধু প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষায় আমন্ত্রণ জানানো হবে এবং যে কোন ধরণের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য হবে।
আরও কিছু শর্তাবলী রয়েছে। সেগুলো অনুগ্রহ করে নিচে উল্লেখ করা মূল বিজ্ঞপ্তিতে দেখুন। মূল বিজ্ঞপ্তিতে যাবতীয় তথ্য খুব সুন্দরভাবে দেয়া আছে।
বিজ্ঞপ্তিটি ইমেজ আকারে নিচে উল্লেখ করা হলো। আপনি চাইলে জুম করে পড়তে পারেন কিংবা ডাউনলোড করে নিতে পারেন।
উৎস: সমাজসেবা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট
আবেদন করার শুরুর তারিখ: ২ অক্টোবর, ২০২২ খ্রি.
আবেদন শেষ হওয়ার তারিখ: ২৩ অক্টোবর, ২০২২ খ্রি.
[button color=”red” size=”medium” link=”http://cspb.teletalk.com.bd/” icon=”” target=”true”]অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন[/button]
আরও পড়ুন: ঊষা বাংলাদেশ নামক এনজিওতে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।