সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পুনঃনির্মাণ কোনাবাড়ি, গাজীপুর” শীর্ষক প্রকল্পের আওতায় পিআইইউ এর জন্য শুন্যপদ পূরণের নিমিত্তে সরকারি বিধি মোতাবেক সাকুল্য বেতনে (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী) শুধু প্রকল্পের মেয়াদকালীন (জুন ২০২২) সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯৩০০ টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)
পদের সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
১. স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
২. কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত।
৩. কোন সরকারি / প্রকল্পে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসাবে কাজ করার ন্যূনতম ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৪. বাংলা ও ইংরেজী টাইপে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ টাইপ করার গতি থাকতে হবে এবং Operators Aptitude টেস্টে উত্তীর্ণ হতে হবে।
৫. প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
আবেদনকারীকে আগামী ২৭/০৪/২২ তারিখ অফিস সময়ের মধ্যে প্রকল্প পরিচালক, দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পুনঃনির্মাণ কোনাবাড়ী, গাজীপুর প্রকল্প, সমাজসেবা অধিদপ্তর, কক্ষ নং ৮০৯, ৮ম তলা, ই-৮বি-১, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় ডাক/কুরিয়ার যোগে পৌছতে হবে। নির্ধারিত তারিখের পর কোন আবেদন পত্র গ্রহণ করা হবে না।
সাদা কাগজে লিখিত আবেদনপত্র নিম্নলিখিত বিবরণ ও কাগজ-পত্রাদিসহ উল্লিখিত ঠিকানায় পৌছাতে হবে:
ক. নাম
খ. পিতা/স্বামীর নাম
গ. মাতার নাম
ঘ. স্থায়ী ঠিকানা
ঙ. বর্তমান ঠিকানা ও মোবাইল নম্বর
চ. জন্ম তারিখ
ছ. ২৮/০২/২০২২ খ্রি. তারিখে বয়স
জ. শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র
ঝ. জাতীয় পরিচয়পত্র
ঞ. চারিত্রিক সনদপত্র
ট. নাগরিকত্ব সনদপত্র
ঠ. অভিজ্ঞতার সনদপত্র
ড. কোটার প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ প্রতিষ্ঠান/কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র
ঢ. সদ্য তোলা ০৩ কপি পাসপোর্ট সাইজের ছবি
ছবি ও সকল সনদপত্রের ছায়ালিপি ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে এবং খামের উপর নিজ জেলা ও পদের নাম উল্লেখ করতে হবে।
৬. ৩১/০৩/২০২২ খ্রি. তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৭. সরকারি বা আধা-সরকারি সংস্থায় চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত করতে হবে।
৮. নিয়োগের ক্ষেত্রে সরকার নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হবে। প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। মুক্তিযোদ্ধা কোটায় আবেদনের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্রের কপি ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আবেদন পত্রের সাথে সংযুক্ত করে দিতে হবে।
৯. সমাপ্ত প্রকল্পের জনবল অন্য প্রকল্পে নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারীকৃত ১৯ সেপ্টেম্বর ২০০৪ তারিখের সম/সওব্য/টিম-১(২)/১১/২০০৩-১৬৫ নং স্মারক অনুসারে প্রবেশ পদে নিয়োগের বয়সসীমা শিথিলযোগ্য।
১০. বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
১১. চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের মূল অনুমতি পত্র প্রদর্শন করতে হবে। আবেদন পত্রের সাথে প্রার্থীর নাম ও ঠিকানা উল্লেখপূর্বক ০৬ (ছয়) টাকা মূল্যমানের অব্যবহৃত অব্যবহৃত ডাকটিকেটযুক্ত একটি ফেরত খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
১২. আবেদনপত্রের সাথে সকল প্রার্থীকে প্রকল পরিচালক, দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পুনঃনির্মাণ কোনাবাড়ী, গাজীপুর শীর্ষক প্রকল্প বরাবর সোনালী ব্যাংকের যেকোন শাখা থেকে সোনীলী ব্যাংক লিমিটেড, আগারগাঁও শাখা, ঢাকা এর অনুকূলে ২০০ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট/পে অর্ডার সংযুক্ত করতে হবে।
প্রাথমিক বাছাইয়ের পরে কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র উপযুক্ত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে। নিয়োগ পরীক্ষায় (লিখিত, ব্যবহারিক ও মৌখিক) অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১৩. এই বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ ইন্টারভিউ কার্ড ইস্যু কিংবা বর্ণিত পদ পূরণে বাধ্য নয়।
১৪. অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ ও নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেখেই বাতিল বলে গণ্য হবে।
১৫. আবেদনপত্র গ্রহণ, বাছাই, কিংবা অনিবার্য কারণবশত নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার পূর্ণ এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।
বিনীত,
উম্মুল খায়ের সিদ্দিকা
(প্রকল্প পরিচালক)
দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পুনঃনির্মাণ কোনাবাড়ী, গাজীপুর প্রকল্প
ইমেইল- ummul.siddiqua@gmail.com
নিচে বিজ্ঞপ্তিটি ইমেজ আকারে দেয়া হলো। আপনি চাইলে সেটি জুম করে পড়তে পারেন কিংবা ডাউনলোড করে নিতে পারেন।
উৎস: অনলাইন
আবেদনের শেষ তারিখ: ২৭/০৪/২০২২ ইং
আরও পড়ুন: হেল্থকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২।
সমাজসেবা অধিদপ্তর এর আরো সকল চাকরির বিজ্ঞপ্তি দেখতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখুন। বিজ্ঞপ্তিটি অন্যদের সাথে শেয়ার করুন।