সমাজকল্যাণ মন্ত্রণালয় (MSW)-এ শূন্য পদে নিয়োগের নিমিত্ত নিম্নবর্ণিত জেলাসমূহের প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://msw.teletalk.com.bd) আবেদনপত্র পূরণ করার জন্য বলা হচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। সরকার কর্তৃক প্রদত্ত নির্ধারিত ফরমের মাধ্যমে (যেটা অনলাইনে আছে) অনলাইনে আবেদন করার জন্য বলা হলো।
১. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড- ১৩
পদ সংখ্যা: ০৪ টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে।
২. পদের নাম: ক্যাশিয়ার, গ্রেড- ১৪
পদ সংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। কম্পিউটারে Word Processing সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড- ১৬
পদ সংখ্যা: ০২ টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
সব জেলার লোক আবেদন করতে পারবে না। তাই আপনার জেলা লিস্টে আছে কিনা তা অনুগ্রহ করে মূল বিজ্ঞপ্তিতে দেখে নিন।
শর্তাবলী:
১. নিয়োগের জন্য আবেদনকারী সাধারণ প্রার্থীদের বয়স ৮ই সেপ্টেম্বর, ২০২২ খ্রি. তারিখে ১৮ থেকে ৩০ বছর এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাগণের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
২. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান/সর্বশেষ প্রজ্ঞাপন/প্রযোজ্য সকল প্রকার কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে।
৩. আবেদনকারীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজ-পত্রগুলো সঙ্গে আনতে হবে। যথা-
ক) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) সনদের সত্যায়িত কপি।
খ) জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত কপি।
গ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
ঘ) ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র।
৩. কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো শর্ত সংযোজন, সংশোধন এবং পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন। কর্তৃপক্ষ অনিবার্য কারণ বশতঃ নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে স্থগিত/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
আরও কিছু শর্তাবলী রয়েছে। বিশেষ করে কবে থেকে আবেদন শুরু হবে অনলাইনে এবং কবে শেষ হবে, আবেদন ফি জমা দেয়ার নিয়মসহ ইত্যাদি। অনুগ্রহ করে এই সকল তথ্য নিচে দেয়া বিজ্ঞপ্তিতে দেখুন।
বিজ্ঞপ্তিটি নিচে ইমেজ আকারে উল্লেখ করা হলো। আপনি চাইলে জুম করে পড়তে পারেন কিংবা ডাউনলোড করে নিতে পারেন।
উৎস: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট
আবেদন শুরু হওয়ার তারিখ: ২০ সেপ্টেম্বর, ২০২২ খ্রি.
আবেদন শেষ হওয়ার তারিখ: ১৯শে অক্টোবর, ২০২২ খ্রি.
অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন
আরও পড়ুন: ৪৩ পদে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (KDA) -তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।