জনপ্রিয় নায়ক শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। নতুন সিনেমা তৈরীর জন্য কলকাতায় যাবেন শাকিব খান। তবে কলকাতায় তিনি যাচ্ছেন প্রায় ৫ বছর পর।
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দ বাজারের প্রতিবেদন অনুযায়ী, এ বছরের আগষ্ট মাসেই শাকিব খান কলকাতায় যাচ্ছেন নতুন সিনেমা নির্মাণের জন্য।
শাকিব খান বলেছেন যে, তার নিজের প্রযোজনা সংস্থা ‘এসকে মুভিজ’ থেকে আরও একটি নতুন সিনেমা দর্শকদের উপহার দিতে চান তিনি।
আর সেই জন্য কলকাতায় গিয়ে নতুন সিনেমা নিয়ে বিভিন্ন বিষয়ে অনেকের সাথে মিটিং করবেন তিনি। ছবির নাম, কাহিনী-সংলাপ এবং আরও অন্যান্য বিষয় নিয়েই সেখানে আলোচনা হবে।
সেই নতুন সিনেমার জন্য কাকে নায়িকা করা হবে সে বিষয়টিও এখনও স্পষ্ট হয়নি। তবে এটুকু জানা গেছে যে, ওপার বাংলারই কেউ নতুন সিনেমার নায়িকা’র জায়গাটুকু দখল করবেন। আর পর্দায় হিরো হিসেবে তো শাকিব খানই থাকবেন।
ইতিপূর্বে ‘এসকে মুভিজ’ প্রযোজিত মুভি ‘চালবাজ’, ‘ভাইজান এলোরে’ সিনেমাগুলোতে ঢালিউডের জনপ্রিয় নায়িকাদের সঙ্গে পর্দা কাঁপাতে দেখা গেছে শাকিব খানকে। এবারও এর ব্যতিক্রম হবে না। ভালো সিনেমার মাধ্যমে দর্শকদের সবচেয়ে ভালো কিছু উপহার দিতে চান তিনি।
শাকিব খান সম্পর্কে অন্যান্য কিছু তথ্য:
শাকিব খান হলেন বাংলাদেশ এর ঢালিউড এর একজন নামকরা এবং সবচেয়ে বেশী পারিশ্রমিক পাওয়া অভিনেতা। গণমাধ্যমে তাকে বাংলাদেশের কিং খানও বলা হয়।
তিনি বাংলাদেশ এর ঢাকা, নারায়নগঞ্জে জন্মগ্রহণ করেন। ওনার বাবা ছিলেন একজন সরকারি কর্মচারী এবং মা ছিলেন গৃহিণী। সরকারি কাজের জন্যে শাকিব খানের পরিবারকে এক শহর থেকে অন্য শহরে যেতে হতো।
ছোটো বেলা থেকেই পড়াশোনাতে খুবই ভালো ছিলেন তিনি। শাকিব খান এর মাধ্যমিক (SSC) এবং HSC এর রেজাল্ট দেখলে বুঝতে পারবেন যে পড়াশোনাতে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন এই বাংলাদেশি তারকা।
তিনি পড়াশোনার পাশাপাশি নাচ শেখার প্রতি খুবই আকৃষ্ট ছিলেন। তিনি তৎকালীন একজন চলচ্চিত্র কোরিওগ্রাফার আজিজ রেজার এর থেকে নাচের কোর্স করেন।
এছাড়াও তার শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবন, বিতর্ক এই সমস্ত ছাড়াও আরো অনেক তথ্যের বিবরণ পাবেন তার জীবনী আর্টিকেলে যা উইকিডিয়ায় একটু সার্চ করলেই পেয়ে যাবেন।
আরও পড়ুন: ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত সফল সিনেমাগুলো আপনি কি দেখেছেন?