চিত্রনায়ক শাকিবখান ও চিত্রনায়িকা বুবলিকে নিয়ে আলোচনা সমালোচনা সব জায়গায় এখন। কারণ, তাদের প্রেম, বাচ্চা এবং বর্তমান অবস্থা নিয়ে।
শাকিবখান ও বুবলি কয়েক বছর আগে আমেরিকায় গিয়ে বিয়ে করেছিলেন। ২ বছরের মাথায় তাদের এক ছেলে সন্তান হয়। সেই সন্তানের নাম হলো শেহজাদ খান বীর।
কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, এই পুরো ব্যাপারটি তারা গোপণ করে রেখেছিলো। কারণ, সবাই জানতো- শাকিব খান তো অপু বিশ্বাসকে বিয়ে করেছেন। এমনকি এখানেও তাদের এক ছেলে সন্তান রয়েছে।
শাকিব বুবলির এমন কার্যকলাপ ফাঁস হওয়ার পর সবার মধ্যে প্রশ্ন উঠেছিলে যে, শাকিব বুবলির সম্পর্ক আদৌ কি আছে নাকি তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে? এটা নিয়ে চলছিল চরম গুঞ্জন।
সেই গুঞ্জনই সত্য হলো বলে সব পত্রিকায় খবর বেরিয়েছে। জানা গেছে, ৮ মাস আগেই তাদের বিচ্ছেদ হয়েছে।
শাকিব খান ও বুবলির একাধিক ঘনিষ্ঠ সূত্র এক গণমাধ্যমকে জানিয়েছে, আগামীতে যেকোনো দিন শাকিব-বুবলি তাদের বিবাহ বিচ্ছেদের বিষয়টি নিয়ে জনসমক্ষে আসতে পারেন।
সম্প্রতি বুবলি তার ফেসবুকে জানান, তার ও শাকিব খানের বিয়ের তারিখ ছিল ২০১৮ সালের ২০ জুলাই। আর ২০২০ সালের ২১ মার্চ সন্তান শেহজাদের জন্ম হয়েছে।
এই দুই তারকার ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, ২০২১ সাল থেকেই শাকিব খান ও বুবলির মধ্যে বিবাদ শুরু হয়।
সেই বছর ১৮ ফেব্রুয়ারি ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার সাইনিং অনুষ্ঠানে দুজন মুখোমুখি হলেও কেউ কারও সঙ্গে কথা পর্যন্ত বলেননি। তবে সিনেমার শুটিং চালিয়ে গেছেন।
সূত্র আরও জানিয়েছে, শাকিব খান যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় বুবলি ২০২১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে গেলে দুজনের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করে।
তবে বুবলি বাংলাদেশে ফিরে আসার পর তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দূরত্ব বাড়তেই থাকে। এই দূরত্ব-বিবাদের কারণেই তাদের বিচ্ছেদ হয়েছে। এর আগে, শাকিবের খান ও অপু বিশ্বাসের বিচ্ছেদ হয় ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি।
শাকিব খান ও বুবলিকে নিয়ে মূলত মানুষ এখন ট্রল করছে। নানা ধরণের মন্তব্য করছে। তাদের দুজনেরই উচিত, মানুষের ভালোবাসার স্থানটাতে ফিরে আসা। মানুষকে ভালো ভালো মুভি উপহার দেয়া।
তাহলে মানুষ তাদের এই বেদনাজড়িত ও গোপনীয়তার বেড়াজালের স্মৃতিগুলোকে ভুলে যাবে এবং নতুন করে তাদের মন থেকে গ্রহণ করবে।
আরও পড়ুন: চিত্রনায়িকা বুবলি তাহলে শাকিব খানের দ্বিতীয় স্ত্রী – যা জানা গেল শেষমেশ।