রোনালদোর নাম সবাই শুনেছেন। সবাই তাকে চেনেও। কিন্তু এই মূহুর্তে তার অবস্থার কথা জানলে অনেকেই আতকে উঠবেন।
বর্তমানে তিনি ক্লাবহীন অর্থাৎ তেমন কোনো ক্লাবের সাথে যুক্ত নেই। কাতার বিশ্বকাপে খেলেছেন অথচ এই মূহুর্তে ক্লাবহীন এমন খেলোয়াড় বর্তমানে তিনিই কেবল। সবার মধ্যে সমালোচনার ঝড় উঠেছে বিশেষ করে তার ভক্তদের মধ্যে।
তবে পড়তে থাকুন। খুশীর খবরও রয়েছে। বিশ্বকাপের আগে তিনি একটি বিস্ফোরক মন্তব্য করেন একটি সাক্ষাতকারে যেখানে ম্যানচেষ্টার ইউনাইটেডের বিষয়টি উঠে আসে। আর এই বিষয়টির জের ধরেই পারস্পরিক সম্মতিতে আলাদা হয়ে যেতে হয়েছে রোনালদোকে।
তবে বিশ্বকাপ হয়েছে কিন্তু রোনালদো বেশিদিন মাঠের বাইরে থাকবেন না। কারণ, সৌদি আরবের একটি ক্লাব আড়াই বছরের জন্য তাকে কিনে নিয়েছে। এ বছরের শুরুর দিকেই তিনি আল-নাসেরে নামক ক্লাবটিতে যোগ দেবেন। আর এই পুরো বিষয়টি জানিয়েছে একজন স্প্যানিশ মার্কার।
এই ক্লাবের পক্ষ থেকে রোনালদোকে প্রতি বছর পারিশ্রমিক হিসেবে দেয়া হবে প্রায় ২০০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি টাকায় যা ২ হাজার ২ শত কোটির মতো। আর সত্যিই এরকম হলে রোনালদো বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ফুটবলার বনে যাবেন।
পিএসজি থেকে লিওনেল মেসি বর্তমানে প্রতি মৌসুমে ৭৫ মিলিয়ন ইউরো অর্জন করেছেন। অন্যদিকে, নেইমার মেসির চেয়ে ৫ মিলিয়ন কম। কিন্তু সৌদি ক্লাবের সঙ্গে রোনালদোর চুক্তি স্বার্থক হলে মেসি কিংবা নেইমার কেউ-ই ধারে কাছে থাকবেন না। এমনকি ফুটবল ছাড়াও ক্রীড়াঙ্গন ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেট হবেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।
রোনালদোর কোচ হিসেবে থাকবেন রুদি গার্সিয়া। চলমান এই বছরেই দায়িত্ব পেয়েছেন সাবেক ফরাসি মিডফিল্ডার। এছাড়া রোনালদো সতীর্থ হিসেবে পাবেন স্প্যানিশ সেন্টার ব্যাক আলভারো গনসালেসকে।
চলতি মৌসুম যখন থেকে শুরু হয়েছিল তখন থেকেই ফর্মের সাথে তেমন কোনো সখ্যতা নেই রোনালদোর। ১৬টি ম্যাচে মাত্র ৩টি গোল করেছেন। এছাড়াও বেশ কয়েকটি ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে নামানো হয়েছে তাকে। এই বিষয়টি তিনি মেনে নিতে পারেননি। বিশ্বকাপ ফুটবলের কারণে ক্লাব ফুটবলে বেশ বিরতি পড়ে। আর তখনই তিনি পিয়ের্স মরগ্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনাইটেড কোচ এরিক টেন হাগকে বিশ্বাসঘাতক হিসেবে অভিহিত করেন।
আরও পড়ুন: বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে পুরো স্কোয়াড খেলে রেকর্ড করলো ব্রাজিল