রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (MRA) হতে সনদপ্রাপ্ত (সনদ নম্বর- ০০৩৪৯-০১৩৭৫-০০১৬৭)।
বর্তমানে সমগ্র বাংলাদেশে সংস্থার বিভিন্ন কর্ম এলাকায় কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
১. পদের নাম: ম্যানেজার (অডিট), পদ সংখ্যা: ২০টি
শিক্ষাগত যোগ্যতা: সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে এ্যাকাউন্টিং বা ফিন্যান্স-এ মাস্টার্স বা এম.বি.এ ডিগ্রীধারী, তবে CA কোর্স সম্পন্নকারীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা: জাতীয় পর্যায়ের ক্ষুদ্রঋণ সংস্থায় সংশ্লিষ্ট বিভাগে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা এবং বর্তমানে কর্মরত থাকতে হবে।
এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ ৩৭ বছর। অভিজ্ঞ প্রার্থীদের বয়সসীমা শিথিলযোগ্য।
২. পদের নাম: জোনাল ম্যানেজার, পদ সংখ্যা: ২০টি
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাশ।
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা: ঋণ কার্যক্রমে জোন ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর।
৩. পদের নাম: এরিয়া ম্যানেজার, পদ সংখ্যা: ৫০টি
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাশ।
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা: ঋণ কার্যক্রমে এরিয়া ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
৪. পদের নাম: শাখা ব্যবস্থাপক, পদ সংখ্যা: ৩০০টি
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাশ।
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা: ঋণ কার্যক্রমে এরিয়া ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
৫. পদের নাম: সহকারী শাখা ব্যবস্থাপক (হিসাব), পদ সংখ্যা: ৩০০টি
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাশ, তবে বাণিজ্যে স্নাতক ধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা: ঋণ কার্যক্রমের হিসাব ব্যবস্থাপনায় ২ বছরের অভিজ্ঞতা। MIS ও FIS প্রতিবেদন প্রস্তুত করণে পারদর্শি হতে হবে।
এমএস অফিস পরিচালনায় দক্ষ হতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
৬. পদের নাম: ক্রেডিট অফিসার, পদ সংখ্যা: ১০০০টি
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাশ।
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা: ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
৭. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, পদ সংখ্যা: অনির্ধারিত
শিক্ষাগত যোগ্যতা: এমএসএস পাশ।
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা: ব্যবস্থাপক হিসেবে প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে কমপক্ষে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে।
আবেদন যেভাবে করবেন:
ক্রেডিট অফিসার পদের জন্য সংস্থার বিভিন্ন কর্ম এলাকার ঢাকা, ফেনী, সিলেট, বগুড়া ও খুলনা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনকারী যে কেন্দ্রের অধীনে পরীক্ষা দিতে ইচ্ছুক/আগ্রহী তাকে খামের উপর অবশ্যই পরীক্ষা কেন্দ্র উল্লেখ করতে হবে। আর অন্যান্য পদের পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে।
শুধুমাত্র আগ্রহী ও যোগ্য প্রার্থীদেরকে আগামী ২০/০৮/২০২২ খ্রি. তারিখের মধ্যে পরিচালক, রিসোর্স ইন্ট্রিগেশন সেন্টার (রিক) বরাবর দরখাস্ত (যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বরসহ পূর্ণ জীবন-বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করে) সংস্থার “মানব সম্পদ বিভাগ, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), বাড়ী ৮৮/এ/ক, সড়ক ৭/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯” এই ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
উল্লেখ্য, জীবন-বৃত্তান্তে ক্ষুদ্র ঋণ কর্মসূচীতে অভিজ্ঞতা বিস্তারিত তথ্য থাকতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইট https://www.ric-bd.org/news-career এ পাওয়া যাবে।
আর খামের উপর অবশ্যই পদের নাম ও কেন্দ্রের নাম লিখতে হবে। কারও সাথে কোন প্রকার আর্থিক লেনদেন করা যাবে না।
আরো কিছু শর্তাবলী রয়েছে। সেগুলো অনুগ্রহ করে বিজ্ঞপ্তি থেকে দেখে নিন। তারপর যদি ভালো লাগে তবে দ্রুত আবেদন করুন।
বিজ্ঞপ্তিটি নিচে উল্লেখ করা হলো। আপনি চাইলে এটি জুম করে পড়তে পারেন কিংবা ডাউনলোড করেও নিতে পারেন।
উৎস: দৈনিক ইত্তেফাক ও প্রথম আলো
আবেদন পাঠানোর শেষ তারিখ: ২০ আগষ্ট, ২০২২ খ্রি.
আরও পড়ুন: বসুন্ধরা গ্রুপে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২২।