বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রংপুর নগরীতে বিএনপির গণসমাবেশ চলছে।
আজ (২৯ অক্টোবর, ২০২২) দুপুর ১২টার দিকে রংপুর কালেক্টরেট মাঠে সমাবেশ শুরু হয়। মাঠ পূর্ণ হওয়ার সাথে সাথে ভিড় আশেপাশের রাস্তাগুলিতে ছড়িয়ে পড়ে অনুষ্ঠানস্থল থেকে প্রায় ৩০০ মিটার দূর পর্যন্ত।
স্থানীয়দের মতে, এক লাখেরও বেশি বিএনপি নেতা সমাবেশে যোগ দেন। স্থানীয় সকল বিএনপি নেতা সেখানে তাদের জনবল সহ যোগদান করেছেন। সমাবেশ আরম্ভের অনেক আগেই এতো মানুষের আগমণ সেখানে গণজোয়ারের মতো পরিবেশ তৈরী করছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
দুপুর ১২টা থেকে শুরু হওয়া সমাবেশে রংপুর মহানগরসহ বিভিন্ন জেলার নেতারা বক্তব্য দেন। বিএনপির নেতাকর্মীরা সকাল থেকেই রংপুর নগরীতে সমাবেশস্থলে জড়ো হয়ে দাবির পক্ষে স্লোগান দিচ্ছেন।
আরও পড়ুন: বিএনপি: ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে সরকার।