যৌন রোগে আমরা অনেকেই ভুগে থাকি। এটিকে আমরা গোপন রোগ হিসেবে অভিহিত করি। কিন্তু গোপন রোগকে গোপন করে রাখলে ক্ষতির পরিমাণটা আরো বেড়ে যায়।
তাই আপনি যদি কোন যৌন রোগে ভুগে থাকেন তবে দয়া করে বসে থাকবেন না। ভালো কোন হোমিওপ্যাথি ডাক্তার এর কাছে গিয়ে সব কিছু খুলে বলুন। যার তার কাছে যাবেন না।
তারপর যদি আপনি ডাক্তার এর পরামর্শ নিয়ে ঠিকভাবে ঔষধ সেবন করেন তবে ইনশাআল্লাহ সুস্থ্য হওয়ার সম্ভাবনা ৯৯%। যেখানে ২ মিনিট সুখ দিতে পারেন না সেখানে অনায়াসে ৩০ মিনিট দিতে পারবেন।
এখানে যৌন রোগে ব্যবহৃত কিছু ওষুধের নাম উল্লেখ করা হলো। কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধগুলো সেবন একেবারেই নিষিদ্ধ। তাই যৌন রোগে যেকোন ঔষধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। তো আর কথা নয় – সরাসরি যাচ্ছি মূল আলোচনায়।
১. যৌনশক্তি বৃদ্ধির জন্য Origanum, Acidum picricum, kali Bromatum, Nux Vomica, Calcarea Carbonica, Lycopodium অথবা Diamina (শক্তি Q,৩,৬) প্রতিদিন দশ ফোটা করে দুইবার হিসাবে কয়েক মাস খেতে পারেন। মাঝে মাঝে দুয়েক সপ্তাহ গ্যাপ দিয়ে নিবেন।
২. যারা যৌনমিলনে কোন আনন্দ পান না বা যৌনমিলনের পর বীর্য নির্গত হয় না, তারা Caladium, calcarea Carbonica অথবা selenium (শক্তি কিউ, ৩,৬,১২,৩০) খান প্রতিদিন তিনবেলা করে এক মাস।
৩. পুরুষাঙ্গ বড় করার জন্য Staphisagria (অতীতে যৌন অনাচার), Lycopodium (যাদের পেটে গ্যাস হয়) অথবা Argentum Nitricum (মিষ্টি খাবার বেশী পছন্দ করে) [শক্তি ২০০] সপ্তাহে একমাত্রা করে কয়েক মাস খান।
৪. মহিলাদের মাত্রাতিরিক্ত যৌন উত্তেজনা দমনের জন্য Platina, baryta Muriaticum অথবা Salix Nigra (শক্তি কিউ, ৩,৬,১২,৩০) প্রতিদিন দশ ফোটা করে দুই বেলা করে ১৫ দিন খান।
৫. পুরুষদের অতিরিক্ত যৌন উত্তেজনা দমনের জন্য Salix Nigra অথবা baryta Muriaticum (শক্তি ২০০) দুই বেলা করে ১৫ দিন খান।
৬. অবিবাহিত মেয়েদের অতিরিক্ত যৌন উত্তেজনা দমনের জন্য Platina (শক্তি ৩০,২০০) দুই বেলা করে কিছুদিন খেয়ে পরে শক্তি বাড়িয়ে খেতে পারেন।
৭. যৌনকর্ম আর ব্যায়াম একই ফল দিয়ে থাকে। যারা বিয়ে করতে পারছেন না অথবা স্বামী-স্ত্রীর কাছ দূরে আছেন, তারা ব্যায়াম করুন। এতে যৌন উত্তেজনার হাত থেকে রেহাই পেয়ে যাবেন। হ্যাঁ, এমনভাবে ব্যায়াম করুন যাতে আধা লিটার ঘাম বের হয় ।
৮. মহিলাদের যৌন মিলনে বিতৃষ্ণা দূর করতে Ignatia করে দুইবেলা করে পনের দিন খান অথবা Lycopodium (শক্তি কিউ,৩,৬, ১২,৩০) পাঁচ ফোটা করে দিনে ২ বার সেবন করুন।
৯. যে-সব নারীরা পুরুষদের আলিঙ্গন করলেই বীর্যপাত হয়ে যায় (সহবাস ছাড়াই) অর্থাৎ অল্পতেই তাদের তৃপ্তি ঘটে যায় এবং পরে আর সঙ্গমে আগ্রহ থাকে না, তাদের জন্য উৎকৃষ্ট ঔষধ হলো Natrum Carbonicum. এই কারণে যদি তাদের সন্তানাদি না হয় অর্থাৎ বন্ধ্যাত্ব দেখা দেয় তবে নেট্রাম কার্বে সেই বন্ধ্যাত্বও সেরে যাবে।
১০. বিয়ের প্রথম কিছুদিন মেয়েদের প্রস্রাব সম্পর্কিত অথবা যৌনাঙ্গ সম্পর্কিত কোন সমস্যা হলে নিশ্চিন্তে Staphisagria নামক ঔষধটি খেতে পারেন। কারণ স্টেফিসেগ্রিয়া একই সাথে যৌনাঙ্গ সম্পর্কিত রোগে এবং আঘাতজনিত রোগে সমান কাযর্কর।
পরিশেষে বলা যায়, যৌন রোগে ব্যবহৃত হয় এমন ঔষধ হোমিওপ্যাথিতে আরও অনেক আছে। তবে সব ঔষধ সমান কার্যকর নয়।
আর উপরে যে ঔষধগুলোর কথা বলা হয়েছে এগুলো ১০০% কার্যকর। কিন্তু লক্ষণের সাথে মিল রেখে এই ঔষধগুলো সেবন করতে হবে। নইলে উপকারের চেয়ে ক্ষতিই হবে বেশি।
নিজে নিজে ভুল করে অথবা ভুল নিয়মে ঔষধ সেবন করলে যৌন শক্তি চিরতরে হারিয়েও ফেলতে পারেন। তাই দয়া করে ঔষধ সেবনের পূর্বে অবশ্যই নিকটস্থ অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন: ডায়াবেটিস মাত্র ১১ দিনেই নির্মূল করার সেরা উপায়।