বর্তমানে যৌন সমস্যা একটি মারাত্মক সমস্যা। দিন দিন এই রোগীর হার বেড়ে যাচ্ছে। এই সমস্ত রোগীদের চিকিৎসা নিয়ে আছে অনেক জটিলতা।
দেশের আনাচে কানাচে গড়ে উঠেছে বিভিন্ন চমকপ্রদ চিকিৎসা প্রতিষ্ঠান। অনেকেই এসব রঙ-বেরঙের প্রতিষ্ঠানের চিকিৎসা নিয়ে হচ্ছে প্রতারিত।
আমাদের কাছে অনেক রোগীরা আসে। তাদের কথা শুনে মনে হচ্ছে অনেকেই এ রোগ নিয়ে মহা টেনশনে আছেন। অনেকেই এ সমস্যা নিয়ে বিচলিত। কোথায় গেলে ভাল চিকিৎসা পাবে তা কেউ বুঝতে পারছেন না।
আসলে যৌন সমস্যা কোন সমস্যাই নয়। একটু বুঝে চললে আর জীবনটাকে নিয়মের ভিতর আনলে এ রোগ কোন রোগই নয়।
তবে জীবন চলার পথে কিছু সমস্যা থাকে। আমরা নিজেরাই কিছু সমস্যা নিজেদের শরীরে সৃষ্টি করি। যার ফলে আমরা হতাশায় ভুগি আর মনে করি হয়তো এ রোগের কোন চিকিৎসা নাই।
কিন্তু এখনও যদি আমরা জীবনটাকে সুন্দর করে সাজাতে পারি আর সমস্যার কারনে ভাল ও অভিজ্ঞ হোমিও চিকিৎসকের শরণাপন্ন হই আল্লাহর রহমতে আমরা একটি সুন্দর সুখী নীড় তৈরী করতে পারব।
আজকাল রাস্তাঘাটে চলাফেরা করলে দেখি বাহারি রঙের বাহারি সব চিকিৎসার পোস্টার বা সাইনবোর্ড। এগুলোর বেশিরভাগই আসলে ভুয়া যেখানে গেলে শুধু প্রতারিত হবেন আর অর্থ নষ্ট করবেন।
বিশেষ করে যৌন সমস্যা নিয়ে অনেক পোস্টার দেখা যায় যে তারা সাত দিনের ভিতর সব ঠিক করে দিবে। চ্যালেঞ্জ, গ্যারান্টি, বিফলে মূল্য ফেরত, জীবনের শেষ চিকিৎসা ইত্যাদি ইত্যাদি।
আসলে মুল কথা হল, আমাদের দেশে বেশীর ভাগ পুরুষরা এ সমস্যায় ভুগছে। মেয়েদের ভিতর এ সমস্যা আছে তবে খুব কম।
আমরা চিকিৎসা করার সময় দেখি মেয়েদের সংখ্যা অনেক কম। এক হিসেবে সেক্স সমস্যাটা কিছুই না। তবে বিশেষ কিছু কারনে সমস্যা হয়ে থাকে। মূলত যে সব কারনে সমস্যা হয়ে থাকে সেগুলো হচ্ছে:
১. মানসিক দুঃচিন্তা, মানসিক হতাশা, মানসিক ভীতি;
২. অতিরিক্ত হস্তমৈথুন;
৩. সময়মত বিবাহ না করা;
৪. যৌনশক্তি বাড়ানোর নামে ওয়ানটাইম মেডিসিন সেবন করা;
৫. অতিরিক্ত ধূমপান করা;
৬. নেশার জিনিস সেবন করা;
৭. স্বামী-স্ত্রী’র মাঝে বহুদিন সম্পর্ক ছিন্ন থাকা;
৮. দীর্ঘদিন যাবত কঠিন আমাশয় ও গ্যাস্ট্রিক রোগে ভোগা;
৯. সঙ্গ দোষ অর্থাৎ খারাপ বন্ধুদের কারনে খারাপ কাজে সম্পৃক্ত হওয়া, পর্ণ মুভি দেখা এবং এ জাতীয় চিন্তা করা;
১০. অতিরিক্ত স্বপ্নদোষ হওয়া;
১১. ডায়াবেটিস হবার কারনে;
১২. মোটা হবার কারনে;
১৩. যারা কায়িক পরিশ্রম কম করে মানে অলস যারা;
১৪. প্রেম করে বিয়ের আগেই অবাধ মেলামেশা করা;
১৫. পরিবারের উদাসীনতা;
১৬. ধর্মীয় অনুশাসন না মেনে চলা;
মূলত এসব কর্মকান্ড সহ আরও সমস্যা আছে। তবে এ সমস্যাগুলো আমরা চিকিৎসা করার সময় রোগীদের মাঝে দেখি। যে সমস্যা থেকেই Impotence হোকনা কেন হোমিওপ্যাথিই দিতে পারে এর সমাধান। চিকিৎসা আমরা রোগের নয় রোগীর করে থাকি। সেদিক থেকে অনেক মেডিসিন আছে। যেমন-
1. Acid Phos
2. Agnus Cast
3. Ashwagandha
4. Caladium Segu
5. Damiapalant
6. Ginseng
7. Muira Puama
8. Nupher Luteum
9. Salis Nig
10. Selenium
11. Trriubulas Terri
12. Titanium
13. Yohimbinum
উপরের এই মেডিসিনগুলো ছাড়াও আরও অসংখ্য মেডিসিন আছে হোমিওপ্যাথিতে। লক্ষণের সাথে মিল রেখে হোমিও নিয়মনীতি অনুযায়ী চিকিৎসা করলে আল্লাহর রহমতে পুরো সুস্থতা সম্ভব।
তবে এ সমস্যা হতে মুক্তি পাবার আগে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে তা হলো- অবশ্যই একজন রেজিস্টার্ড প্রাপ্ত অভিজ্ঞ ডাক্তার কাছে যেতে হবে।
যে মেডিসিন খাবেন তা অরিজিনাল হতে হবে (এখন জার্মান ওইলমার শোয়েব কোম্পানির মেডিসিন নিঃসন্দেহে খুব ভালো)।
একজন ভাল ডাক্তার আপনার সমস্ত কথা শুনে মেডিসিন লিখে দিল কিন্তু আপনি ওরিজিনাল মেডিসিন পেলেন না তাহলে কিন্তু লাভ কিছুই হলনা।
সেই জন্য সব দিক খেয়াল রেখে চিকিৎসা নিন ভালো থাকবেন। হোমিওপ্যাথি চিকিৎসা কখনই অস্থায়ী নয়। এ চিকিৎসার পুরো কোর্স কমপ্লিট করলে স্থায়ী সমাধান অবশ্যই সম্ভব।
সবশেষে একটি কথা না বললেই নয়, যে সমস্ত ভাইয়েরা বাজারে প্রচলিত যেসব ওয়ানটাইম সেক্সুয়াল মেডিসিন সেবন করেন সেগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।
এ বিষয়ে অনেকেই অনেক কথা বলতে পারে কিন্তু বাস্তবতা ভিন্ন। এসব মেডিসিন ক্ষতি ছাড়া কোন উপকার করতে পারে না। তাই আমরা সচেতন থাকব।
ওয়ানটাইম মেডিসিনগুলো দিয়ে আপনি কিছুদিন ভালো থাকতে পারবেন। কিন্তু এমন একটা সময় আসবে যখন আপনি আর ওয়ানটাইম মেডিসিন ছাড়া মিশতেই পারবেন না।
তখন একদিকে আপনার অর্থের অপচয় হবে এবং অন্যদিকে শরীরে নানারকম ব্যাধি বাসা বাঁধতে শুরু করবে। বয়স হওয়ার আগেই আপনি যৌন ক্ষমতা হারিয়ে ফেলবেন।
কিন্তু ওসবের ধারে কাছে না গিয়ে যদি সঠিক ডাক্তারের কাছে গিয়ে সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারেন তাহলে আপনার কোন সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন – সুস্থ থাকুন।
আরও পড়ুন: হোমিওপ্যাথি ঔষধ খাওয়ার নিয়ম – ভুল হলে ক্ষতি হবে তাই সাবধান