যৌনশক্তি অপচয় করা খুব খারাপ বিষয়। যৌবনের শুরুতেই অনেকেই সহ্য করতে না পেরে খারাপ পথে পা বাড়ায়।
নিজের যৌনশক্তি বিভিন্নভাবে অপচয় করে। যখন সংসার জীবনে পা রাখে তখন বুঝতে পারে আসলে কি ক্ষতি করেছে নিজের।
ডা. উইলিয়াম বোরিক এমন একজন হোমিওপ্যাথি চিকিৎসক যিনি তার জীবনে এরকম অসংখ্য রোগীর চিকিৎসা করেছেন এবং তাদের সুস্থ্য করে তুলেছেন।
আজ আমরা যৌনশক্তির অপচয় করে যারা বর্তমানে স্ত্রীর কাছে লজ্জিত কিংবা ধ্বজভঙ্গ সমস্যার মতো সমস্যায় ভুগছেন তাদের জন্য চিকিৎসা নিয়ে আলোচনা করবো। তো আর কথা নয় – সরাসরি যাচ্ছি মূল আলোচনায়।
যৌনশক্তি বৃদ্ধিতে ডা. উইলিয়াম বোরিক এর হোমিওপ্যাথি মর্মবানী:
অরাম মেট: বালকদের অণ্ডগুলোর শীর্ণতায় অরাম মেট ২০০ থেকে উচ্চশক্তি ব্যবহার করা যায়। অণ্ডকোষের বেদনা সহ ফোলা থাকলে অরাম মেট ২০০ ব্যবহার করা যায়।
অরাম মেট: দুর্দমনীয় দুর্গন্ধযুক্ত কান পাকা রোগে অরাম মেট বিশেষ উপকার দেয়।
অস্টিলাগো মেইডিস: চুল পড়া নিবারণের জন্য অস্টিলাগো মেইডিস- এর বিশেষ সুখ্যাতি আছে।
আবার সকল বয়সের ব্যক্তিদের হস্তমৈথুনের অদমনীয় আকাঙ্ক্ষা প্রতিহত করতে অস্টিলাগো মেইডিস একটি বিশ্বাসযোগ্য ওষুধ। এটি হস্তমৈথুনের দুর্নিবার আকাঙ্ক্ষার সাথে ক্ষরণও নিয়ন্ত্রণ করে।
আর্টিমিসিয়া ভালগারিস: যাদের ঋতুস্রাব অনিয়মিত ও আদ্য ঋতুর সময় মৃগী বা অজ্ঞান হয় এমন লক্ষণে আক্রান্ত হলে আর্টিমিসিয়া ভালগারিস অধিক উপযোগী।
আর্নিকা মন্ট: ঘর্ষণ ও কাটা যায়গায় এবং গরম করে আর্নিকা মন্ট মাদার টিংচার কখনই যেন লাগানো না হয়। বুকের হাড়ের ব্যথায় আর্নিকা মন্ট ৩০, এক ঘন্টা পর পর সেবনে ভালো ফলাফল দর্শে।
আর্নিকা মন্ট: এখনকার রোগ লক্ষণের কারণ বলে যদি আগের কোনো আঘাত লাগাকে নির্ণয় করা হয় এবং তা যতই পুরানো হো না কেন আর্নিকা মন্ট তাতে বিশেষভাবে উপযোগী।
আর্নিকা মন্ট: শোক, সন্তাপ বা হঠাৎ করে ধন-সম্পত্তি নষ্ট হওয়ার সংবাদ ইত্যাদি কারণে যে মানসিক আঘাতের সৃষ্টি হয় তাতে আর্নিকা মন্ট ওষুধ উপযোগী।
আলফালফা: ধাতুদৌর্বল্য, কোষ্ঠকাঠিন্য, অগ্নিমান্দ্য, উদারময়, স্নায়বিকতা, অনিদ্রা ইত্যাদি রোগের উৎকৃষ্ঠ টনিক হলো আলফালফা। এর মূলরিষ্ট ১০/১৫ ফোঁটা জলের সাথে দিনে ২/৩ বার সেবন করতে হবে।
ইউরেনিয়াম নাইট্রিকাম: দিন-রাত প্রচুর প্রস্রাব হয়, যার মধ্যে রাতেই তুলনামুলক ভাবে বেশি প্রস্রাব হয়, প্রস্রাবের বেগ ধারণ করতে পারে না, প্রবল পিপাসা পায়, খিটখিটে মেজাজ, দিন দিন শুকিয়ে যেতে থাকে ইত্যাদি লক্ষণে ইউরেনিয়াম নাইট্রিকাম ৩এক্স ১ গ্রেন মাত্রায় দিনে ৩ বার সেবনে ভালো ফল দর্শে।
ইচিনেশিয়া: সর্বপ্রকার রক্ত দুষ্টিজনিত লক্ষণ প্রতিকারে ইচিনেশিয়া মূলারিষ্ট প্রয়োগ করা যেতে পারে।
ইচিনেশিয়া: মানবদেহে যেকোন প্রকার দুষ্ট জীবাণু নষ্ট করার জন্য ইচিনেশিয়া মূলারিষ্ট বাহ্য ও আভ্যন্তরীণ প্রয়োগ বিধেয়।
ইনসুলিন: রক্তে সুগারের মাত্রা স্বাভাবিক রাখে এবং প্রস্রাবের সাথে শর্করা বের হয়ে যাওয়া প্রতিরোধে ইনসুলিন ভালো কাজ করে।
ইনসুলিন: বহুমুত্র রোগীর দেহে চর্মরোগ হলে ইনসুলিন ৩০ শক্তি দিনে ৩ বার সেবনে ভালো ফল দেয়।
ইলাটেরিয়াম: ম্যালেরিয়া চাপা পড়ার ফলে উদ্ভূত মানসিক রোগে ইলাটেরিয়াম বিশেষ উপকার দর্শায়।
ইলাটেরিয়াম: জ্বর চাপা পড়ে আমবাতে ইলাটেরিয়াম ৩০ শক্তি ৩ ঘন্টা অন্তর প্রয়োগ করা হলো ভালো ফলাফল পাওয়া যায়।
একালিফা ইন্ডিকা: যক্ষা রোগের প্রারম্ভিক অবস্থাতে একালিফা ইন্ডিকা ব্যবহার করা যায়।
একোনাইট: শরীরে কাঁটা দিয়ে উঠা বা লোম খাড়া হয়ে উঠায় একোনাইট ৩০ শক্তি ভালো ফল দেয়।
একোনাইট: জিহবার আগায় এবং গলায় ঝিনঝিন করলে একোনাইটি খুব ভালো ফল দেয়।
এগনাস ক্যাস্টাস: যৌনশক্তির অপব্যবহার হেতু অকাল বার্ধক্য প্রতিরোধে এগনাস ক্যাস্টাস মূলারিষ্ট বা ৬ শক্তি খুব ভালো কাজ করে।
পরিশেষে বলা যায়, সাধারন পাঠক যারা আছেন তারা নিজেই নিজের চিকিৎসা করতে যাবেন না। ভুল ওষুধ প্রয়োগে আপনার যৌনশক্তি চিরতরে নষ্ট হয়ে যেতে পারে।
আপনি যদি সত্যিই একজন যৌনশক্তির অপব্যয়কারী হন তবে সময়ক্ষেপন না করে আপনার নিকটস্থ অভিজ্ঞ হোমিও চিকিৎসকের শরণাপন্ন হন।
আরও পড়ুন: হস্তমৈথুন এর ক্ষতি এবং এ থেকে বাঁচার উপায় জানুন।