যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস লিমিটেড একটি মানসম্পন্ন গ্রুপ অব কোম্পানী। কোম্পানীটি নির্ধারিত কিছু পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিটি ইন্টারনেটের বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে। বিশেষ করে বিডিজবস.কম এবং অন্যান্য পত্রিকায় (অনলাইন/অফলাইন) প্রকাশিত হয়েছে।
পুরো বিজ্ঞপ্তিটি ইংরেজীতে লিখা। তাই হয়তো আপনাদের মধ্যে যারা ভালো ইংরেজী জানেন না তাদের জন্য বুঝতে অসুবিধা হতে পারে।
আমরা যতোটা সম্ভব সেটাকে বাংলায় ট্রান্সলেট করে লিখার চেষ্টা করবো। তো চলুন বিজ্ঞপ্তি সম্পর্কে বাংলায় বিস্তারিত জেনে নিই।
১. পদের নাম: এএসএম (ডিলার অপারেশন)
পদ সংখ্যা: অনির্ধারিত
চাকরির দায়িত্বসমূহ:
ক. ক্যাটেগরী অনুযায়ী মাসের প্রাথমিক এবং দ্বিতীয় সেলস টার্গেট পূরণ করতে হবে।
খ. বিভিন্ন সিই মার্কেটে নতুন নতুন পার্টনার ডেভেলপ করতে হবে।
গ. পটেনশিয়াল এবং গ্যাপ মার্কেটগুলোতে ডিলার নেটওয়ার্ক শক্তিশালী করতে হবে।
ঘ. কোম্পানীর পলিসি অনুযায়ী ক্রেডিট কালেকশন করতে হবে।
ঙ. ফিল্ড ফোর্স যারা আছে তাদের ঠিকভাবে তদারকি করতে হবে।
উপরোক্ত বিষয়গুলো ছাড়াও আরও কিছু দায়িত্ব রয়েছে। সেগুলো অনুগ্রহ করে মূল বিজ্ঞপ্তিতে দেখুন।
চাকরির ধরন: ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ব্যাচেলর ডিগ্রি হলেই চলবে। স্নাতকোত্তর হলে আরও ভালো।
অভিজ্ঞতা: ট্রেড চ্যানেলে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও, ডিলার ডেভেলপমেন্ট, ডিলার সেলস, শোরুম সেলস এবং মার্কেটিং এ অভিজ্ঞতা থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা: কেবলমাত্র পুরুষরা চাকরির জন্য আবেদন করতে পারবেন। যারা ইলেকট্রনিক্স প্রোডাক্ট বিক্রিতে পারদর্শী তাদের জন্য অগ্রাধিকার। চাপ নিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
আরও কিছু কথা বলা দরকার। সেটা হলো, এই বিজ্ঞপ্তিতে মোট তিনটি পেজ আছে। অর্থাৎ তিন পেজে তিনটি পদে চাকরির জন্য বলা হয়েছে। এখানে শুধু প্রথম বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হয়েছে। বাকি দুটি অনুগ্রহ করে নিজেরাই বুঝে নিন।
বিজ্ঞপ্তিগুলো নিচে উল্লেখ করা হলো। আপনি চাইলে জুম করে পড়তে পারেন কিংবা ডাউনলোড করে নিতে পারেন।
উৎস: অনলাইন পত্রিকা
আবেদন করার শেষ তারিখ: ২৪শে অক্টোবর, ২০২২ খ্রি.
[button color=”red” size=”medium” link=”https://tinyurl.com/26yftdnh” icon=”” target=”true”]অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন[/button]
আরও পড়ুন: প্রাণ গ্রুপ-এ ড্রাইভার পদে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।