মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
১. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (১৩ তম গ্রেড)
পদের সংখ্যা: ৩টি
বয়স: অনুর্ধ্ব ৩০ বছর, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
ক. কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রী;
খ. সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজীতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ;
গ. কম্পিউটার টাইপিং এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজীতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ।
ঘ. কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং
ঙ. কম্পিউটারে Word Processing সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
২. পদের নাম: ক্যাশিয়ার (১৪ তম গ্রেড)
পদের সংখ্যা: ০১টি
বয়স: অনুর্ধ্ব ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
ক. কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রী;
খ. কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং
গ. কম্পিউটারে Word Processing সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৩. পদের নাম: ক্যাশ সরকার (১৭ তম গ্রেড)
পদের সংখ্যা: ০১টি
বয়স: অনুর্ধ্ব ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
ক. কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
খ. কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে এবং
গ. কম্পিউটারে Word Processing সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৪. পদের নাম: অফিস সহায়ক (২০ তম গ্রেড)
পদের সংখ্যা: ১৪টি
বয়স: ১৮ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
ক. কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদন করার ক্ষেত্রে প্রধান প্রধান কিছু শর্তাবলী জেনে রাখুন:
১. আগামী ৩১/০৩/২০২২ খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির ৩ নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারিরীক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
২. সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহৃ দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
৩. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
৪. লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
অনলাইনে আবেদন পত্র পূরণ করার জন্য নিচের “আবেদন করুন” বাটনে ক্লিক করুন।
অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন |
চাকরি সংক্রান্ত আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যা বিজ্ঞপ্তিতে বর্ণিত আছে। সেগুলো আর এখানে পূণরায় উল্লেখ করা হলো না। অনুগ্রহ করে ঐ সমস্ত তথ্য নিচে দেয়া বিজ্ঞপ্তিতে দেখুন।
চাকরির বিজ্ঞপ্তিটি নিচে ইমেজ আকারে দেয়া হলো। আপনি চাইলে জুম করে পড়তে পারেন কিংবা ডাউনলোড করে নিতে পারেন।
সূত্র: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট
আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৩১/০৩/২০২২ খ্রি. সকাল ১০.০০ টা।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৫/০৫/২০২২ খ্রি. বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত।
আরও পড়ুন: অনার্স ৩য় বর্ষ ২০১৯ সালের বিশেষ পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি।
করতোয়া সবসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর এই চাকরির মতো আপডেট সব সার্কুলার প্রকাশ করার চেষ্টা করে। করতোয়ার সাথেই থাকুন এবং সময় ও তথ্যের সাথে আপডেট থাকুন।