চিত্রনায়িকা মৌসুমী এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। কয়েকদিন আগে জায়েদ খান এর সাথে মৌসুমীর স্বামী অমর সানির বাক-বিতণ্ডা হয়। বাক-বিতণ্ডার মূলে রহস্য হয়ে আছেন অবশ্য মৌসুমী।
অমর সানি অভিযোগ করেছেন যে, জায়েদ খান বেশ কিছুদিন ধরে মৌসুমীকে বিরক্ত করছিলেন। আর তাই শেষমেষ ডিপজলের ছেলের বিয়েতে গিয়ে এক পর্যায়ে অমর সানি জায়েদ খানকে কষে চড় মারেন।
পরিস্থিতি সে মুহূর্তে উত্তপ্ত হয়ে গিয়েছিল। কারণ, জায়েদ খান অমর সানিকে গুলি করে দেয়ার হুমকি দিয়েছিল। অন্য দিকে, ঐ সময় মৌসুমী জায়েদ খান এর পক্ষ নিয়ে কথা বলছিলেন।
কিন্তু কয়েকদিনের মাথায় চিত্রনায়িকা মৌসুমী নিজের ভুল বুঝতে পারেন। নিজের পরিবারের ব্যাপারে তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। এক অডিও বার্তায় এমনই তথ্য জানিয়েছেন তিনি।
বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায়, চিত্রনায়িকা মৌসুমী গত ১৩ জুন অমর সানির বিপক্ষে অবস্থান নিয়ে এমন কথা বলেছিলেন। তিনি মূলত জায়েদ খান এর পক্ষ নিয়ে কথা বলেছিলেন।
তারপর কিছুদিন পরে সানি-মৌসুমীর একমাত্র পুত্র ফারদিন গণমাধ্যমের সাথে কথা বলেন। তিনি তার বাবার দেয়া অভিযোগ সত্য বলে স্বীকার করেন। জায়েদ খান বেশ কিছুদিন ধরেই তার মাকে নানাভাবে হয়রানি করে আসছিলেন। এছাড়া সানি-মৌসুমীর ব্যবসার মধ্যেও ঝামেলা করেন জায়েদ খান।
তবে সব সমস্যার অবসান ঘটিয়ে সানি-মৌসুমী আবার এক হয়েছেন। সবাই মনে করেছিল, সানি-মৌসুমীর ২৭ বছরের সংসার হয়তো ভেঙে যাবে। কিন্তু তা বর্তমানে ভুল প্রমাণিত হয়েছে। ১৬ জুন রাতে সানি তার ফেইসবুকে একটি ছবি পোস্ট করেন। সেখানে সানি-মৌসুমীসহ পরিবারের সবাইকে একসাথে খাবার খেতে দেখা যায়।
ফেইসবুকে দেয়া ছবির ক্যাপশনে লেখা ছিলো – “সবাই ভালো থাকবেন। দোয়া করবেন আমাদের জন্য”। ছবিটি ফেইসবুকে পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হয়ে যায়। আর এতে করে সানি-মৌসুমীর সকল ভক্তরা নানাভাবে তাদের দুজনকে অভিনন্দন জানান।
প্রসঙ্গত, যেদিন অমর সানির সাথে জায়েদ খানের এমন ঘটনা ঘটে সেদিন অমর সানি শিল্পী সমিতিতে অভিযোগও করেছিলেন। অভিযোগে তিনি গুলি করে মেরে ফেলার হুমকি, মৌসুমীকে বিরক্ত করাসহ সব বিষয় তুলে ধরেন।
কিন্তু জায়েদ খান সব কিছু অস্বীকার করেন। ওদিকে, ঐ সময় মৌসুমী নিজেও জায়েদ খান এর পক্ষ নিয়েছিলেন।
যাইহোক, সবশেষে আবারও সানি-মৌসুমী এক হয়েছেন। ভক্তদের মনের মধ্যে আনন্দের সঞ্চার হচ্ছে। সবাই আশা করছে, সব বাঁধা পেরিয়ে সানি-মৌসুমী যেন বাকি জীবনটা এক সাথে কাটাতে পারে।
আরও পড়ুন: মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি – ভারতকে মুসলিম বিশ্বের হুঁশিয়ারি।