আমরা সবাই ভালো একটি মোবাইল ফোন ব্যবহার করতে চাই। কিন্তু অনেকেই না জানার কারণে ভালো একটি ফোন কিনতে পারি না। সত্যিকার অর্থে কম দামেও ভালো ফোন পাওয়া যায়।
বাজারে অনেক কোম্পানীর বিভিন্ন ধরণের মোবাইল ফোন পাওয়া যায়। সব কোম্পানীর সব মোবাইল ফোন কিন্তু গুণগত মানে ভালো হয় না।
কিন্তু সব ফোন আবার খারাপও হয় না। কিছু মোবাইল সত্যিকার অর্থেই খুব ভালো হয়। আমরা বিভিন্ন দিক থেকে বিবেচনা করে আজ আপনাদের জন্য কয়েকটি মোবাইল ফোনের কথা তুলে ধরবো যেগুলো আপনি ৫ হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকার মধ্যে কিনতে পারবেন।
তো আর কথা নয় – সরাসরি যাচ্ছি মূল আলোচনায়। তবে মনে রাখবেন, এখানে উল্লেখিত মোবাইল ফোনগুলো সব আপডেট মোবাইল ফোন। এগুলো সম্প্রতি বাজারে আসছে। ছোট মার্কেটগুলোতে আপনি নাও পেতে পারেন।
১. Symphony Z42
আমরা যে কয়েকটি ফোন নিয়ে আজ আপনাদের সামনে কথা বলবো তার মধ্যে প্রথমেই রয়েছে সিম্ফনি’র একটি ফোন যার মডেল হচ্ছে Z42. এবার চলুন – এই মোবাইল ফোনটির ফিচার জেনে নিই।
অফিসিয়ালি এই ফোনটির দাম মাত্র ৯৯৯০ টাকা। এপ্রিল ২০২২ এ লাঞ্চ হয়েছে এটা। নেটওয়ার্ক হিসেবে 2G, 3G & 4G রয়েছে। ডুয়েল ন্যানো সিম ব্যবহার করা যাবে অর্থাৎ ছোট সিম কার্ড ব্যবহার করতে হবে।
ওয়াই-ফাই হট স্পট, ব্লুটুথ এবং জিপিএস রয়েছে। ইউএসবি 2.0 ব্যবহার করা হয়েছে। ওটিজি ব্যবহার করতে পারবেন। ইউএসবি টাইপ-সি নাই। মোবাইল এর বডি হলো মিনিমাল নচ স্টাইল।
ফোনটির ওজন মাত্র ২০২ গ্রাম। ডিসপ্লে ৬.৫২ ইঞ্চি। আইপিএস টাচ স্ক্রীন ব্যবহার করা হয়েছে। ফিচার হিসেবে মাল্টি টাচ রয়েছে।
পেছনের ক্যামেরা হিসেবে তিনটি ক্যামেরা রয়েছে যেগুলোর রেজুলেশন যথাক্রমে ১৩+০.৮+০.৮। ফুল এইচডিতে রেকর্ডিং করা যাবে।
সামনের ক্যামেরা বা সেলফি ক্যামেরা হলো ৮ মেগাপিক্সেল। এটাও ফুল এইচডি মানের। ব্যাটারী খুব ভালো মানের অর্থাৎ লিথিয়াম পলিমার ৫০০০ মিলি অ্যাম্পিয়ার।
অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ১১। চিপসেট হিসেবে আছে মিডিয়া টেক হেলিও A20 (12nm). র্যাম রয়েছে ৩ জিবি যেটা সত্যিই খুব ভালো একটি ব্যাপার।
আপনার মোবাইলে ফোনের র্যাম যতো বেশি হবে আপনার ফোন ততো বেশি ভালো চলবে। আপনি গুগল প্লে স্টোর থেকে ততো বেশি অ্যাপ ব্যবহার করতে পারবেন। প্রসেসর হলো কুয়াড কোর ১.৮ গিগা হার্জ।
রম অর্থাৎ মেমোরী হলো ৩২ জিবি। এখনকার দিনে কেউ গান লোড করে না। সরাসরি ইন্টারনেট থেকেই সব দেখে। তাই রম হিসেবে যা আছে অর্থাৎ ৩২ জিবি এটা আসলে যথেষ্ট। মোবাইল ফোনটির পিছনে আছে ফিঙ্গারপ্রিন্ট।
পরিশেষে বলা যায়, ৯৯৯০ টাকার মধ্যে আপনি এই মোবাইল ফোনটি নির্দ্বিধায় নিতে পারেন। সিম্ফনি মোবাইল ফোন গুণগত মানে যথেষ্ট ভালো। আর এই ফোনটি সেদিক থেকে একদম সেরা। আপনি নিশ্চিন্তে এই মোবাইল ফোনটি কিনতে পারেন।
২. Samsung Galaxy A03 Core
আমাদের তালিকায় থাকা দ্বিতীয় যে মোবাইল ফোনটি রয়েছে সেটি হলো স্যামসাং কোম্পানীর। মোবাইলটির মডেল হলো Samsung A03 Core. তো চলুন – মোবাইল ফোনটির ফিচার জেনে নিই।
ফোনটি প্রথম রিলিজ হয়েছে ডিসেম্বর ২০২১ সালে। ব্লাক এবং ব্লু কালারে এটা পাওয়া যায়। নেটওয়ার্ক হিসেবে আছে সর্বোচ্চ ফোর জি।
সিম্ফনির মতো এটিতেও ডুয়েল ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে। ওয়াই-ফাই ডিরেক্ট এবং ওয়াই-ফাই হটস্পট রয়েছে। ব্লুটুথ রয়েছে।
ইউএসবি ২.০ ব্যবহার করা হয়েছে এবং ওটিজি রয়েছে। ইউএসবি টাইপ-সি এই ফোনটিতে নেই। ইউএসবি টাইপ-সি আসলে তেমন কোনো ফ্যাক্ট নয়।
মিনিমাল নচ স্টাইল ব্যবহার করা হয়েছে। ফোনটির ওজন প্রায় ২১১ গ্রাম। ফোনটির ডিসপ্লে সাইজ হলো ৬.৫ ইঞ্চি। পিএলএস টিএফটি টাচ স্ক্রীন ব্যবহার করা হয়েছে। এতে ফোন হাত থেকে পড়ে গেলেও এত সহজে ডিসপ্লে নষ্ট হবে না।
পিছনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল। সেলফি ক্যামেরা হলো ৫ মেগাপিক্সেল। যেহেতু স্যামসাং একটি ব্রান্ড কোম্পানী তাই ক্যামেরার যে মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে তা যথেষ্ট।
ব্যাটারী হিসেবে লিথিয়াম পলিমার ৫০০০ মিলি অ্যাম্পিয়ার (নন-রিমোভাবল) রয়েছে। একবার চার্জ দিলে আপনি অনেক সময় ধরে ফোনটি চালাতে পারবেন।
অপারেটিং সিস্টেম হিসাবে রয়েছে অ্যান্ড্রয়েড ১১ (গো ইডিশন)। র্যাম হিসেবে রয়েছে ২ জিবি আর রম (মেমোরী কার্ড) হিসেবে আছে ৩২ জিবি।
মোবাইল ফোনটিতে ফিঙ্গারপ্রিণ্ট নাই। কিন্তু ফেইস আনলক রয়েছে। সুতরাং ফিঙ্গারপ্রিন্ট না থাকলেও সমস্যা নেই। দুইটি সেন্সর রয়েছে। সেগুলো হলো- Accelerometer & Proximity.
৩. Itel A23 Pro
আমরা ৩য় যে মোবাইল ফোনটির কথা বলবো সেটি হলো Itel A23 Pro. ফোনটির অফিসিয়াল দাম হলো ৫২৯০ টাকা। দামে সস্তা ভেবে মানে খারাপ ভাববেন না। মোবাইল ফোনটি যথেষ্ট মান সম্মত। যারা অল্প টাকায় ভালো একটি মোবাইল ফোন কিনতে চান তাদের জন্য এই ফোনটি প্রথম পছন্দ হওয়া উচিত।
বাজারে এটি মাত্র ২টি কালারে পাওয়া যাবে। সেগুলো হলো- ব্লু এবং গ্রীন। নেটওয়ার্ক হিসেবে আছে সর্বোচ্চ ফোর জি। ডুয়েল ন্যানো সিম ব্যবহার করা যাবে।
Wlan, Bluetooth & GPS রয়েছে। ইউএসবি ২.০ ব্যবহার করা হয়েছে। ওটিজি ব্যবহার করা যাবে না। তবে সাপোর্ট করার সম্ভাবনা রয়েছে। মোবাইল ফোনটির বডি স্টাইল স্টান্ডার্ড।
প্লাস্টিক বডি এবং গ্লাস ফ্রন্ট ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে সাইজ হলো ৫ ইঞ্চি। টিএন টেকনোলজি ব্যবহার করা হয়েছে। ফিচার হিসেবে মাল্টি টাচ ব্যবহার করা হয়েছে।
পিছনের ক্যামেরা ২ মেগা পিক্সেল এবং সেলফি বা সামনের ক্যামেরা ০.৩ মেগাপিক্সেল। এলইডি ফ্লাস রয়েছে। ব্যাটারী হিসেবে লিথিয়াম আইওন ২৪০০ মিলি অ্যাম্পিয়ার ব্যবহার করা হয়েছে। ব্যাটারীট রিমোভ করা যাবে।
অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১০ (গো ইডিশন)। চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসক এসছি-৯৮৩২ই (২৮ ন্যানো মিটার)।
র্যাম হিসেবে আছে ১ জিবি। আর প্রসেসর হিসেবে রয়েছে কোয়াড কোর ১.৪ গিগা হার্জ। রম বা স্টোরেজ হিসেবে আছে ৮ জিবি। মেমোরী হিসেবে আপনি ৩২ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট না থাকলেও ফেইস আনলোক রয়েছে।
পরিশেষে বলা যায়, উপরে যে তিনটি মোবাইল ফোন এর কথা বলা হয়েছে সেগুলো দামে খুবই সাশ্রয়ী। ফোনগুলোর দীর্ঘদিন ব্যবহারেও তেমন কোনো সমস্যা দেখা যায়নি।
তাই আপনি যদি কম দামে কোনো অ্যান্ড্র্রয়েড মোবাইল ফোন কিনতে চান তবে উপরের ফোনগুলোর মধ্যে যেকোন একটি কিনতে পারেন। সবাই ভালো থাকবেন। আর কোনো জানার থাকলে মন্তব্য করতে ভুলবেন না যেন।
আরও পড়ুন: মোবাইল কেনার আগে যে বিষয়গুলোতে নজর দেয়া উচিত।