মাস্টার্স ১ম পর্ব – প্রিলিমিনারী টু মাস্টার্স ফরম ফিলআপ- ২০২২ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের মাস্টার্স প্রথম পর্ব তথা প্রিলিমিনারী টু মাস্টার্স ১ম পর্বের নতুন সিলেবাস ও পুরাতন সিলেবাস সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের পরীক্ষার ফরম ফিলআপ অর্থাৎ ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে আবেদন ফরম পূরণ প্রক্রিয়া আগামী ১৬ই এপ্রিল, ২০২২ তারিখ থেকে শুরু হয়ে ১০ই মে, ২০২২ তারিখ পর্যন্ত চলবে।
অনলাইনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে উক্ত আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো।
পরীক্ষার্থীর ডাটা এন্ট্রি, নিশ্চায়ন, বিবরণী ফরম, প্রশ্নপত্রের চাহিদা ফরম পূরণ ও জমা করার সময়সূচী নিচে উল্লেখ করা হলো।
১. অনলাইনে আবেদন ফরম ডাউনলোড করার সময়সীমা হলো- ১৬/০৪/২০২২ থেকে ১০/০৫/২০২২ পর্যন্ত।
২. আবেদন ফরম কলেজ কর্তৃক নিশ্চায়নের শেষ তারিখ হলো- ১১/০৫/২০২২।
৩. সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেয়ার তারিখ হলো- ১৬/০৫/২০২২ থেকে ১৭/০৫/২০২২ পর্যন্ত।
৪. অনলাইনে এন্ট্রিকৃত বিবরণী ফরম, হিসাব বিবরণী ফরম এবং ইনকোর্স ও মাঠকর্ম নম্বরের মূল ম্যানুয়াল কপি ও প্রিণ্ট কপির ১ কপি বিষয়ওয়ারী আলাদাভাবে সিলগালা করে বিশ্ববিদ্যালয়ে/স্ব-স্ব আঞ্চলিক কেন্দ্রে জমাদানের শেষ তারিখ- ১৯/০৫/২০২২।
অনলাইনের আবেদন ফরম পূরণের লিঙ্ক: www.nubd.info/mp
আবেদন ফরম পূরণ সংক্রান্ত আরো বিস্তারিত জানতে নিচে দেয়া বিজ্ঞপ্তিটি দেখুন। বিজ্ঞপ্তিটি আপনি চাইলে জুম করে পড়তে পারবেন এবং প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারবেন।
[button color=”red” size=”medium” link=”www.nubd.info/mp” icon=”” target=”false”]অনলাইনে আবেদন ফরম পূরণ করুন এখানে[/button]
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমস্ত তথ্য তাদের নির্ধারিত ওয়েবসাইটের নোটিশ বোর্ডে দেখানো হয়। আমরা যারা অনলাইনে এসব তথ্য প্রকাশ করি তারা সবাই তাদের নোটিশ বোর্ড থেকেই তথ্যগুলো নেই।
আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এ গিয়ে ঘুরে আসতে চান তবে এখানে ক্লিক করুন। আর যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের নোটিস বোর্ড দেখতে চান তবে এখানে ক্লিক করুন।
করতোয়া.কম সবসময় আপডেট ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করে। করতোয়ায় এখন মাত্র হাতে গোনা দুজন ব্যক্তি কাজ করেন। যার জন্য সমস্ত আপডেট দিতে আমরা পারছি না। তবে বরাবরই চেষ্টা করছি।
প্রিয় পাঠক, আপনিও আমাদের কাছে লিখা পাঠাতে পারেন অথবা নিয়মিত লিখতে পারেন। আপনার দেয়া তথ্য বা লেখা কতোটা গুরুত্বপূর্ণ সে হিসেবে আপনাকে সামান্য সম্মানী আমরা দিতে পারবো।
উপরে মিনুবারে শুরুতেই “লিখতে চান” নামক একটি ক্যাটেগরী আছে। সেখানে লগিন বা রেজিষ্টার করার অপশন আছে। আপনি সেখান থেকে লগিন বা রেজিষ্টার করে নিতে পারেন।
আরও পড়ুন: প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় সহজে পাশ করার উপায়।
তো সবাই ভালো থাকবেন। আর এই তথ্যটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন।