২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড, প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি হুবহু নিচে তুলে ধরা হলো:
সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষায় অংশগ্রহণকারীদের প্রবেশপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) তে প্রকাশ করা হয়েছে।
সংশ্লিষ্ট সকল কলেজ বিষয়ওয়ারী পরীক্ষার্থীদের প্রবেশ পত্র ডাউনলোড করে প্রিন্ট নিয়ে অধ্যক্ষ মহোদয়ের স্বাক্ষরের নির্ধারিত স্থানে সীল দিয়ে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করবে।
প্রবেশপত্র বিতরণের সময় পরীক্ষার্থীর ছবি এবং রেজিস্ট্রেশন নম্বর মিলিয়ে দেখতে হবে। শুধুমাত্র নাম এর ভিত্তিতে প্রবেশপত্র বিতরণ করা যাবে না।
এছাড়া এতদসঙ্গে সংশ্লিষ্ট কলেজের বিষয়ওয়ারী রোল বিবরণী এবং হাজিরাপত্র ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। প্রবেশপত্র, রোল বিবরণী এবং হাজিরাপত্র ডাউনলোড ও প্রিন্ট করার লিংক নিচে দেয়া হলো:
[button color=”red” size=”medium” link=”http://www.nubd.info/admit” icon=”” target=”false”]ডাউনলোড/প্রিন্ট করুন এখান থেকে[/button]
এখানে উল্লেখ্য যে, যদি কোন বৈধ পরীক্ষার্থীর প্রবেশপত্র না পাওয়া যায় তাহলে যথাযথ প্রমাণপত্রসহ পরীক্ষা বিভাগের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করা যেতে পারে।
রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী প্রবেশপত্রে নাম, রেজিস্ট্রেশন নম্বর ও পত্রকোড ইত্যাদিতে কোন গড়মিল পরিলক্ষিত হলে পরীক্ষা শুরুর পূর্বেই সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করে সংশোধন করে নিতে হবে।
সংশোধন ব্যতিরেকে প্রবেশপত্রে উল্লেখিত পত্রকোড ছাড়া অন্য কোন পত্রকোডে পরীক্ষায় অংশগ্রহণ করলে তা বাতিল বলে গণ্য হবে।
প্রবেশপত্র পরীক্ষা শুরুর কমপক্ষে ০৩ (তিন) দিন পূর্বে পরীক্ষার্থীদের নিকট সরবরাহ করতে হবে।
বিনীত,
(বদরুজ্জামান)
পরীক্ষা নিয়ন্ত্রক (জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর
ফোন: ০২৯৯৬৬৯১৫১৭
ইমেইল: controller@nu.ac.bd or, mfnu2015@gmail.com
বিজ্ঞপ্তিটি নিচে ইমেজ আকারে দেয়া হলো। আপনি চাইলে জুম করে পড়তে পারেন কিংবা ডাউনলোড করে নিতে পারেন।
উৎস: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট
করতোয়া সবসময় লেখাপড়া সংক্রান্ত সকল তথ্য আপনাদের কাছে পৌছে দেয়ার চেষ্টা করে। শুধু লেখাপড়াই নয়, মাল্টি তথ্য ভান্ডার হিসেবে কাজ করছে করতোয়া।
আপনি যেকোন চাকরির বিজ্ঞপ্তি করতোয়ায় পাবেন। সরকারি, বেসরকারি, এনজিও এবং ফার্মাসিউটিক্যালসহ সকল ধরণের চাকরির বিজ্ঞপ্তি আমরা যথাসময়ে প্রকাশ করে থাকি।
করতোয়া ওয়েবসাইটটির পুশ নোটিফিকেশন চালু করে রাখতে পারেন। এতে করে আমরা কোনো তথ্য প্রকাশ করা মাত্র আপনার কাছে তা চলে যাবে।
আরও পড়ুন: উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এ এমপিএইচ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২।
অন্যদিকে, আপনি ইমেইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ওয়েবসাইটটি। এতে করে আমরা তথ্য প্রকাশ করা মাত্র আপনার ইমেইলে তা চলে যাবে এবং ইমেইল থেকে সরাসরি আপনি তা পড়তে পারবেন।
আপনার যদি কোন প্রশ্ন করার থাকে তবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। পোস্টটি সবার সাথে শেয়ার করার অনুরোধ রইলো।