জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) কোর্সে ভর্তির ১ম তালিকার ফলাফল আসছে আগামী ১১ এপ্রিল, ২০২২ তারিখে প্রকাশ করা হবে।
১১ এপ্রিল, ২০২২ তারিখের দিন বিকাল ৪.০০ টার পর থেকে প্রথমে এসএমএস এর মাধ্যমে এবং রাত ৯.০০ টার পর থেকে অনলাইনে ফলাফল প্রকাশ করা হবে।
জেনে রাখা ভালো, ১ম মেধা তালিকায় সুযোগ প্রাপ্তদের ১১ই এপ্রিল, ২০২২ থেকে ২০শে এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে।
এরপর ১২ই এপ্রিল, ২০২২ থেকে ২১শে এপ্রিল ২০২২ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন ফি এবং প্রয়োজনীয় কাগজ-পত্র সহ চূড়ান্ত ভর্তি ফরম সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে অবশ্যই।
বিজ্ঞপ্তিটি নিচে দেওয়া হলো:
মোবাইলের মাধ্যমে যেভাবে ফলাফল দেখবেন:
উপরে উল্লিখিত তারিখ অনুযায়ী ঐ দিন বিকাল ৪.০০ টার পর থেকে প্রথমে মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে ফলাফল জানা যাবে। এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখার পদ্ধতি নিচে দেয়া হলো:
NU<space>ATMP<space>Roll No
লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলে ফিরতি এসএমএস এ আপনাকে ফলাফল জানিয়ে দেয়া হবে।
জেনে নিন, NU = National University
ATMP = Admission Test Masters Preliminary
Admission Roll No = অনলাইনে ভর্তির আবেদন ফরমে প্রাপ্ত রোল নম্বর বোঝানো হয়েছে।
অনলাইনে যেভাবে আপনার ফলাফল দেখবেন:
ঐ দিন রাত ৯.০০ টার পরে অনলাইনে ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল দেখতে আপনার ভর্তির রোল নম্বর ও পিন নম্বর দিয়ে লগিন করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে ও ভর্তি ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।।
যারা ১ম মেধা তালিকায় স্থান পাবেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
১. ১ম মেধা তালিকায় যারা স্থান পাবেন তাদের চূড়ান্ত ভর্তি ফরম পূরণের সময়সীমা ১১.০৪.২২ থেকে ২০.০৪.২২ পর্যন্ত।
২. ১ম মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের অবশ্যই অনলাইনে চূড়ান্ত ভর্তির ফরম প্রিণ্ট করে রেজিস্ট্রেশন ফি সহ সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে ১২.০৪.২২ থেকে ২১.০৪.২২ পর্যন্ত।
৩. সংশ্লিষ্ট কলেজ কর্তৃক ১ম মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির নিশ্চয়নের সময় হলো ১২.০৪.২২ থেকে ২৩.০৪.২২ পর্যন্ত।
৪. এরপর যথারীতি ক্লাস শুরু হবে। কলেজ থেকে নোটিসের মাধ্যমে ক্লাস শুরুর তারিখ জানানো হবে।
মাস্টার্স ভর্তি হতে যেসব কাগজ-পত্র লাগবে:
১. অনলাইন থেকে মূল আবেদনটি ফরমটির ২টি সেট লাগবে (অবশ্যই A4 অফসেট সাদা কাগজে রঙিন প্রিন্ট করে নিবেন)।
২. প্রাথমিক আবেদনের প্রবেশ পত্র লাগবে ২টি।
৩. সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৪ কপি রঙিন ছবি এবং স্ট্যাম্প সাইজের ৪ কপি রঙিন ছবি লাগবে। ছবির পেছনে আপনার নাম অবশ্যই লিখে দেবেন। কলেজ ভেদে ছবি কম বেশি হতে পারে।
৪. স্নাতক (পাস) এর সনদপত্র বা প্রশংসা পত্রের সত্যায়িত ফটোকপি ২ সেট।
৫. স্নাতক (পাস) পরীক্ষার নম্বরপত্র।
৬. স্নাতক (পাস) পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি ২ সেট।
৭. কলেজে যে পরিমাণ টাকা জমা দিয়েছেন সেটার রশিদ।
৮. চারিত্রিক সনদ পত্র। সব কলেজে লাগে না। আপনি আপনার প্রয়োজনের স্বার্থে ২ কপি অবশ্যই সাথে রাখবেন।
বিশেষভাবে মনে রাখবেন, সকল কাগজ-পত্র ২ সেট তৈরী করবেন। একটি সেট জমা দিতে হবে বিভাগীয় সেমিনারে এবং আরেকটি সেট জমা দিতে হবে অফিসে।
১ম মেধাতালিকায় মাস্টার্স ভর্তিতে যারা তাদের পছন্দের বিষয় পাননি?
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার ১ম মেধাতালিকায় সুযোগ হওয়া স্বত্ত্বেও যাদের কেবল সেলেক্টেড বিষয়টি পছন্দ হয়নি তারা চাইলে বিষয় পরিবর্তনের জন্য আবেদন করতে পারেন। এই প্রক্রিয়াকে বিষয় পরিবর্তন বা মাইগ্রেশন বলা হয়ে হয়। মাইগ্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ডে চোখ রাখুন।
আরও পড়ুন: প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় সহজে পাশ করার উপায়।
মাস্টার্স ভর্তিতে ১ম মেধা তালিকায় সুযোগ না হলে?
জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে কয়েকটি ধাপে ফলাফল প্রকাশ করে। যেমন-
১. ১ম মেধা তালিকা
২. ২য় মেধা তালিকা ও মাইগ্রেশন (আসন খালি থাকার শর্তে)
৩. কোটা ভিত্তিক ভর্তি ও মাইগ্রেশন এবং
৪. সবশেষ রিলিজ স্লিপ।
সুতরাং পরবর্তীতে ২য় মেধাতালিকা প্রকাশ হবে এবং তখন অনেকেই সুযোগ পাবেন। আর ২য় মেধাতালিকায় সুযোগ না পেলেও রিলিজ স্লিপের মাধ্যমে কোন না কোন কলেজে ভর্তি হতে পারবেন।
আজ এ পর্যন্ত রইলো। আপনাদের আরও কিছু জানার থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন। চাইলে আমাদের ফেইসবুক পেইজে ম্যাসেজ দিতে পারেন। তথ্যটি অন্যদের সাথে শেয়ার করার অনুরোধ রইলো।