আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এলাম বিশেষ একটি পোস্ট। আশা করি, অনেকেরই কাজে লাগবে।
আমরা অনেকেই ইন্টারনেটে কাজ করি। ইন্টারনেটে বিভিন্ন ধরণের কাজ রয়েছে। তন্মধ্যে ওয়েবসাইট ডিজাইন করা, ওয়েবসাইট পরিচালনা করা অন্যতম। আর আপনি যদি ওয়েবসাইট নির্ভর কোন কাজ করেন তাহলে আপনার অবশ্যই থিম বা একটি সুন্দর অবকাঠামোর জন্য ডিজাইন দরকার।
যদি আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন তাহলে ওয়ার্ডপ্রেস উপযোগী থিম প্রয়োজন। এ ধরণের প্রিমিয়াম থিমগুলো আপনি ৩০ ডলার থেকে শুরু করে ১০০ ডলার পর্যন্ত দাম দিয়ে কিনতে পারেন। অন্যদিকে, যদি ব্লগারে করেন তাহলে অবশ্য এতো টাকা লাগে না।
ব্লগারে আপনাকে হোস্টিং কিনতে হবে না। আপনি আপনার ওয়েবসাইটে যতো কন্টেন্ট-ই রাখেন না কেন তার সবই গুগল এর নিজস্ব সার্ভারে সংরক্ষণ হবে এবং পুরোটাই ফ্রিতে।
যাই হোক, যারা ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট এর কাজ করেন তারা এসবের সব কিছুই জানেন। তাই আর ঐসব ব্যাপারে অতিরিক্ত কিছু বলছি না।
মূল কথা হলো, ব্লগারে ব্যবহার করার মতো আমার কাছে দুটো প্রিমিয়াম থিম রয়েছে। একটার নাম হলো Gnews এবং অন্যটির নাম হলো Micromag.
Gnews থিমটি কিনেছি আমি 12.95 ডলার দিয়ে আর Micromag থিমটি কিনেছি 12.95 ডলার দিয়ে। অর্থাৎ দুটো থিমের দাম একই।
এখন আমি থিমগুলো নিজের জন্য কিনেছি। কিন্তু আমি নিজে ব্যবহার করার পাশাপাশি অন্যদেরও ব্যবহার করতে দিতে পারবো। কারণ, এটা আনলিমিটেড ডোমেইনে ব্যবহার করা যাবে।
অনেকেরই মাস্টারকার্ড বা ভিসাকার্ড নাই। চাইলেও অনেকেই প্রিমিয়াম থিম কিনতে পারে না। তাদের জন্য আমি স্বল্পমূল্যে এ দুটো থিম বিক্রয় করবো। যারা ব্লগারে সুন্দর একটি ওয়েবসাইট তৈরী করতে চান তাদের জন্য এটা একটা দারুন সুযোগ।
আমার কম্পিউটারে থিম দুটো ডাউনলোড করা আছে। আমি কিছু স্ক্রীন শট শেয়ার করছি আপনাদের সাথে। নিচের ছবিগুলো দেখুন।
আশা করছি, ছবিগুলো দেখে বুঝতে পারছেন যে, আমার কাছে সত্যিই থিমগুলো রয়েছে। আমি যে কিনেছি সেগুলোর স্ক্রীনশটও শেয়ার করছি। নিচের ছবিগুলো লক্ষ্য করুন:
আমি চাইলেই নিজের মধ্যে সবকিছু সীমাবদ্ধ রাখতে পারতাম। কিন্তু মানুষ এখন এতো সহজে কাউকে বিশ্বাস করে না। তাই আমি যে কিনেছি সেটার প্রমাণস্বরূপ আমার মেইলটাও শেয়ার করলাম। আশা করছি, আপনারা এখন পূর্ণতার সাথে বিশ্বাস করছেন যে, আমি কিনেছি।
এখন এই ব্লগার থিম দুটো সম্পর্কে মেইন ওয়েবসাইট থেকে জানতে চাইলে ভিজিট করুন মাইক্রোম্যাগ এর জন্য এখানে এবং জিনিউজ এর জন্য এখানে ক্লিক করুন। দামসহ যাবতীয় ফিচার সম্পর্কে জানতে পারবেন।
এখন আসল কথায় আসি। আপনাদের মধ্যে কেউ যদি এই ব্লগার থিম দুটির মধ্যে কোনটি কিনতে চান তাহলে ৫০% দামে কিনতে পারবেন অর্থাৎ অর্ধেক দামে কিনতে পারবেন। দাম নিয়ে আর কোন কথা বলা যাবে না। আপনি কেনার পরে আরো যদি ১০০ জনের কাছে বিক্রি করেন তাতে আমার সমস্যা নেই।
বলে রাখা ভালো, ব্লগারে একটি ভালো মানের এবং সুন্দর ডিজাইনের ওয়েবসাইট তৈরীর জন্য এই থিম দুটো কিন্তু অল দ্যা বেস্ট। আপনি গোয়াবিটেমপ্লেট নামক ওয়েবসাইটে রিভিউ দেখতে পারেন।
বিশ্বে এখন পর্যন্ত ব্লগার অনেক ভালো পর্যায়ে রয়েছে। যদিও ওয়ার্ডপ্রেস বর্তমানে বহুল ব্যবহুত হচ্ছে কিন্তু সেদিন পরিসংখ্যান দেখলাম এখনও ৫০% ক্রস করতে পারেনি। অর্থাৎ বিশ্বে যতোগুলো ওয়েবসাইট রয়েছে তন্মধ্যে ৫০% এর কম ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরী। সুতরাং গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে ভালো মানের ইনকাম করার জন্য অবশ্যই ব্লগার ব্যবহার করতে পারেন এবং আপনার ব্লগার দিয়ে তৈরী করা ওয়েবসাইটে এই প্রিমিয়াম থিম দুটোর যেকোন একটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।
আমার কাছে থেকে থিমগুলো কিনতে হলে আমার সাথে যোগাযোগ করতে হবে। আমার সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন। আমার ইমেইল হলো: azgar.su[email protected]. এছাড়াও আমাকে ফেইসবুকের মাধ্যমে নক করতে পারেন।
এই ওয়েবসাইটে আমার Korotoya নামক ফেইসবুক পেজ এর লিঙ্ক দেয়া আছে। সেখানটায় ইনবক্স করতে পারেন। সরাসরি আমাকে ইনবক্স করতে চাইলে এখানে ক্লিক করুন।
আমার নিজের ফোন নাম্বার শেয়ার করলাম না। কারণ, ফোন নাম্বার শেয়ার করলে খানিকটা ঝামেলাও হয়। যদিও ফেইসবুক পেজে আমার নাম্বার দেয়া আছে। প্রয়োজন ছাড়া দয়া করে কেউ কল করে বিরক্ত করবেন না। আমি একটি কর্পোরেট জবের সাথে যুক্ত। তাই সব সময় ফ্রি থাকি না।
আর পরের কথা আগেই বলি, আগে পেমেন্ট করতে হবে এবং তারপর থিম নিতে হবে। পেমেন্ট আপনি বিকাশ, রকেট, নগদ এর মাধ্যমে দিতে পারবেন কিংবা সরাসরি এসেও দিতে পারবেন।
আমি থিম আপনার ইমেইলে পাঠিয়ে দেব। আপনি চাইলে অন্যভাবেও নিতে পারেন। আমি ঢাকা উত্তরায় থাকি। কেউ চাইলে সরাসরি এসেও নিতে পারবেন আমার কাছ থেকে।
আশা করি, সব কথা বোঝাতে পেরেছি। তারপরেও কিছু জানার থাকলে আমার এই পোস্টের নিচে মন্তব্য করুন। আমি খুব দ্রুত রিপ্লাই দেব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সবার সুস্থ্যতা কামনা করছি।
1 Comment
Nice post. I want to buy.