ব্র্যাক এনজিও বিশ্বের অন্যতম উন্নয়ন সংস্থা, যা দারিদ্র দূরীকরণ এবং দরিদ্রদের ক্ষমতায়নে নিবেদিত। ব্র্যাকের সিকিউরিটি রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে কাজ করতে আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহবান করা যাচ্ছে।
১. পদের নাম: সিকিউরিটি গার্ড
কার্যবিবরণী:
১. ব্র্যাক কর্মী ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণ।
২. ব্র্যাক কর্তৃক আয়োজিত অনুষ্ঠানসমূহের নিরাপত্তা নিশ্চিতকরণ।
৪. নিজ দায়িত্ব পালনের পাশাপাশি আউটসোর্সকৃত নিরাপত্তারক্ষীদের দায়িত্ব তদারকি করা।
৫. নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত জরুরী অবস্থায় স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ।
৬. প্রতিটি সিকিউরিটি চেকপোস্টে সর্বদা প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা প্রহরীর দায়িত্বপালন নিশ্চিতকরণ।
৭. নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত যেকোন দূর্ঘটনার সকল রেকর্ড ও অন্যান্য দাফতরিক নথিসমূহ নথিভূক্তকরণ ও সংরক্ষণ।
৮. নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত যেকোন ঘটনা কালবিলম্ব না করে জরুরী ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজার ও নিরাপত্তা কর্মকর্তাকে অবহিতকরণ।
৯. উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্বসমূহ যথাযথভাবে সম্পাদন করা।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে এসএসসি বা সমমান পাশ।
বয়স: ২০-৩৫ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
কর্মস্থল: ব্র্যাক প্রধান এবং মাঠ কার্যালয়সমূহে
আবেদনের শেষ তারিখ: ১৮ জুলাই, ২০২২ খ্রি.
সংস্থা হিসেবে ব্র্যাক বিশ্বাস করে যে, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট আমাদের প্রতিটি কর্মী, সহযোগী সংস্থাসমূহ, কর্মসূচীতে অংশগ্রহণকারী এবং জনগোষ্ঠীর যে কোন ধরণের ক্ষয়ক্ষতি, নিপীড়ন, অবহেলা, হয়রানী ও শোষন থেকে সুরক্ষা পাবার অধিকার রয়েছে।
ব্র্যাক বয়স, জাতি, ধর্ম, লিঙ্গ, প্রতিবন্ধিতা, গোষ্ঠীগত ও আর্থসামাজিক পরিচয় নির্বিশেষে সকলের জন্য মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্তির অধিকারকে সমর্থন করে।
সমসুযোগভিত্তিক নিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা নারী এবং লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ ব্যক্তিদের চাকুরীতে আবেদনের উৎসাহ প্রদান করি। আমরা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আবেদনের জন্য স্বাগত জানাই।
ব্র্যাক এমন একটি সংস্কৃতির চর্চা যেখানে প্রত্যেকেই তার সম্ভাবনা বিকাশের সুযোগ পায়। চাকুরি পাওয়ার ক্ষেত্রে যে কোন ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
ব্র্যাক এনজিও – চাকরির বিজ্ঞপ্তি ০১:

অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন |
ব্র্যাক এনজিও-তে আরো দুটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে সেগুলো সম্পর্কে ততোটা বিস্তারিত উল্লেখে করা হবে না। কেবল সার-সংক্ষেপ উল্লেখ করা হবে।
যেহেতু সার-সংক্ষেপের পরে বিজ্ঞপ্তিটি ইমেজ আকারে দেয়া হবে সুতরাং বিস্তারিত তথ্য আপনারা অনুগ্রহ করে বিজ্ঞপ্তি থেকে দেখে নিবেন আশা করছি।
ব্র্যাক এনজিও – ২য় বিজ্ঞপ্তির সার-সংক্ষেপ:
পদের নাম: অফিসার, সিকিউরিটি, সিকিউরিটি সার্ভিসেস
লোকেশন: হেড অফিস
বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে: ৪ জুলাই, ২০২২ খ্রি.
শিক্ষাগত যোগ্যতা: অনার্স/মাস্টার্স, তবে এসএসসি পাশ গ্রহণযোগ্য যদি সেই ব্যক্তি আর্মি বা পুলিশ এর সার্জেন্ট থেকে রিটায়ার্ডপ্রাপ্ত হয়।
আবেদনের শেষ তারিখ: ১৬ জুলাই, ২০২২ খ্রি.
চাকরির বিজ্ঞপ্তি ০২:
উপরের দুটি চাকরির বিজ্ঞপ্তি ছাড়াও ব্র্যাকে আরো একটি চাকরির খবর আছে। সেটার বিজ্ঞপ্তিটিও নিচে উল্লেখ করে দিলাম। আশা করি, আপনারা সবাই উপকৃত হবেন।
অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন |
চাকরির বিজ্ঞপ্তি ০৩:
অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন |
উৎস: ব্র্যাকের অফিসিয়াল ওয়েবসাইট
আরও পড়ুন: আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।