ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারী উন্নয়ন সংস্থা যা ১৯৭২ সাল থেকে আর্থ-সামাজিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র বিমোচনে কাজ করে যাচ্ছে।
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে সহায়তা প্রদানের লক্ষ্যে প্রায় ৩০,০০০ কর্মীর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ২,৬০০ শাখায় ৬৫ লক্ষের বেশি পরিবারকে সঞ্চয় ও ক্ষুদ্র ঋণ সেবা প্রদান করছে।
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে কাজ করতে আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহবান করা যাচ্ছে।
১. পদের নাম: ঋণ কর্মকর্তা, প্রগতি
বিস্তারিত বিবরণ: ঋণ কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা জরিপের মাধ্যমে সঠিক ঋণ গ্রহীতা নির্বাচন ও ঋণ বিতরণ এবং নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় করবেন এবং দ্রুততম সময়ের মধ্যে গ্রাহক সেবা নিশ্চিত করবেন।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর পাশ এবং শিক্ষাজীবনের যে কোন একটি পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণী অথবা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য তবে অন্যান্য পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণী অথবা সমমানের জিপিএ/সিজিপিএ ২.০০ থাকতে হবে।
কর্মস্থল: ব্র্যাক মাঠ কার্যালয়
সুবিধাসমূহ: উৎসব ভাতা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, আনুতোষিক, প্রদায়ক, ভবিষ্যনিধি, স্বাস্থ্য এবং জীবনবীমা, পারফরমেন্স বোনাস, ইনসেনটিভ, যাতায়াত ভাতা ও অন্যান্য।
ব্র্যাক এ আবেদন করবেন যেভাবে:
আগ্রহী প্রার্থীদের আগামী ২০শে জুন, ২০২২ তারিখের মধ্যে careers.brac.net অথবা www.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে হবে। উল্লেখ্য যে, চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে জামানত হিসাবে ৫,০০০ টাকা জমা দিতে হবে যা যোগদানের ৬ মাস পর ফেরতযোগ্য।
সংস্থা হিসেবে ব্র্যাক বিশ্বাস করে যে, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট আমাদের প্রতিটি কর্মী, সহযোগী সংস্থাসমূহ, কর্মসূচীতে অংশগ্রহণকারী এবং জনগোষ্ঠীর যে কোন ধরণের ক্ষয়ক্ষতি, নিপীড়ন, অবহেলা, হয়রানী ও শোষন থেকে সুরক্ষা পাবার অধিকার রয়েছে।
ব্যাক বয়স, জাতি, ধর্ম, লিঙ্গ, প্রতিবন্ধিতা, গোষ্ঠীগত ও আর্থসামাজিক পরিচয় নির্বিশেষে সকলের জন্য মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্তির অধিকারকে সমর্থন করে।
সমসুযোগভিত্তিক নিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা নারী এবং লিঙ্গ বৈচিত্রপূর্ণ ব্যক্তিদের চাকুরীতে আবেদনের উৎসাহ প্রদান করি।
আমরা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আবেদনের জন্য স্বাগত জানাই। ব্র্যাক এমন একটি সংস্কৃতির চর্চা করে যেখানে প্রত্যেকেই তার সম্ভাবনা বিকাশের সুযোগ পায়।
তবে মনে রাখবেন, চাকুরি পাওয়ার ক্ষেত্রে যে কোন ধরণের ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বিজ্ঞপ্তিটি নিচে ইমেজ আকারে দেয়া হলো। আপনি চাইলে জুম করে পড়তে পারেন কিংবা ডাউনলোড করে নিতে পারেন।
[button color=”green” size=”medium” link=”https://careers.brac.net/” icon=”” target=”true”]অনলাইনে আবেদন করতে ক্লিক করুন[/button]
আপনি চাইলে বিডি জবসের মাধ্যমেও আবেদন করতে পারেন। সেক্ষেত্রে বিডি জবস এ আপনার একটি অ্যাকাউন্ট থাকতে হবে। একাউন্ট না থাকলে তৈরী করে নিন।
[button color=”green” size=”medium” link=”https://bdjobs.com/” icon=”” target=”true”]বিডিজবস.কম এ প্রবেশ করুন[/button]
আরও পড়ুন: বিজ (BEES) এনজিওতে জরুরী ভিত্তিতে ৭০০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি।
করতোয়া.কম সবসময় আপডেট সব তথ্য প্রকাশ করার চেষ্টা করে। আপনি করতোয়ার নোটিফিকেশন অন করে রাখতে পারেন। তাহলে আমরা পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে। সাথে থাকার জন্য ধন্যবাদ।