বোয়া M1 মাইক্রোফোন এর নাম অনেকেই শুনেছেন। কম দামে যতগুলো মাইক্রোফোন পাওয়া যায় তন্মধ্যে আমি মনে করি এটিই সেরা। মাত্র ১০০০ টাকা থেকে ১১০০ টাকায় পেয়ে যেতে পারেন এটি।
বিডিশপ.কম নামক ওয়েবসাইটে গিয়ে অর্ডার করে ফেলুন এবং কিছু টাকা পেমেন্ট করে দিন। তাহলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে এবং আপনার কাছে ৭ থেকে ১০ দিনের মধ্যে পৌছে যাবে মাইক্রোফোনটি, আপনি দেশের যে প্রান্তেই থাকুন না কেন।
যাই হোক, আজ আমরা কথা বলবো এই মাইক্রোফোনটি কোথায় কাজ করে না। সাধারনভাবে বলতে গেলে, কিছু অ্যান্ড্রয়েড ফোনে কাজ করে না। যে ফোনগুলো খুব আগের সেগুলোতে কাজ কম করে।
আর বর্তমানে যেসব অ্যান্ড্রয়েড ফোন বাজারে পাওয়া যায় (৮ হাজার থেকে উপরে দাম) সেগুলোর সবকটিতেই কাজ করবে এই মাইক্রোফোনটি।
আর উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স সবগুলোতেই চলে। তবে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের কয়েকটি ভার্সনে এটি কাজ করে না। তাই আপনি যদি উইন্ডোজ ১০ ব্যবহারকারী হয়ে থাকেন তবে স্মুথলি এই বোয়া M1 মাইক্রোফোনটি ব্যবহার করতে চাইলে উইন্ডোজের আপডেট অপশন ডিসাবল করে দিন।
কারণ, আমি নিজেই এটা দেখেছি। আমার কম্পিউটারে আসুস মাদারবোর্ড 81-MK লাগানো আছে। শুরুর দিকে ভালোই চলছিল। কিন্তু যখনই উইন্ডোজ আপডেট করলাম তখনই সমস্যা শুরু হলো। আবার, আপডেট যখন আনইন্সটল করলাম তখন আবার ঠিক হয়ে গেছে।
বোয়া M1 মাইক্রোফোন দিয়ে খুব সহজেই বিভিন্ন ভয়েস রিলেটেড কাজ করতে পারবেন। তেমন নয়েজ আসে না এটাতে। অনেক বড় ইউজারও এই মাইক্রোফোন ব্যবহার করে। আপনি সাধারন কাজের জন্য (টিউটোরিয়াল, ভয়েস ইডিটিং, গান ইত্যাদি) এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।
বোয়া M1 মাইক্রোফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন: সিম ক্লোন কিভাবে করা হয় এবং এর ভয়াবহতা সম্পর্কে জেনে নিন