আমাদের পাশের দেশ পাকিস্তানের এক মসজিদে (পেশোয়ারে মসজিদ) বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৯০ জনকে।
বিদেশী সংবাদ মাধ্যম জিও নিউজের মাধ্যমে জানা গিয়েছে যে, আজ সোমবার জোহরের নামাজের সময় স্থানীয় পুলিশ লাইন্স এলাকার একটি মসজিদে এই বিস্ফোরণটি ঘটে।
নিরাপত্তা কর্মীরা বলেছেন, জোহরের নামাজের সময় এক আত্মঘাতী হামলাকারী এ বিস্ফোরণ ঘটিয়েছেন। যারা আহত হয়েছেন তাদের সবাইকে পেশোয়ারের একটি হাসপাতালে নেয়া হয়েছে। পাকিস্তানের সরকার প্রধান এ ঘটনার নিন্দা জানিয়েছেন।
পাকিস্তানে এমন ঘটনা নতুন নয়। ইতিপূর্বেও একাধিক আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে দেশটিতে। এসব হামলার কারণে দেশটির নিরাপত্তা বলয় নিয়ে প্রশ্ন উঠতে পারে।
আরও পড়ুন: নেপালে একটি বিমান বিধ্বস্ত হয়েছে যেভাবে