বিদ্যুৎ আমাদের প্রাত্যহিক জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা বিদ্যুৎ ছাড়া একদিনও চলতে পারি না। কিন্তু অসাবধানতাবশতঃ এই বিদ্যুৎ কারও কারও জীবনের মৃত্যুর কারণ হতে পারে। আজকে আমরা জানবো হঠাৎ কেউ বৈদ্যুতিক শক খেলে তাৎক্ষনিকভাবে করণীয় সম্পর্কে।
অসাবধানতায় কিংবা কোনো কারণে কেউ বৈদ্যুতিক শক খেলে বা আহত হলে উক্ত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় তিনটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে। সেগুলো হলো:
- ব্যক্তি কি কারনে আহত হয়েছে
- কতটুকু প্রাথমিক চিকিৎসা দেয়া প্রয়োজন
- ব্যক্তিকে তাৎক্ষনিক অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে কিনা
বিদুৎ প্রবাহ আছে এমন কোনো খোলা তারের সংস্পর্শে এলে যেকোন ব্যক্তির দেহে বিদ্যুতায়ন হয়ে অনেক বড় আঘাত সৃষ্টি করে। ফলে সেই ব্যক্তি খুব অল্প সময়ের মধ্যে আহত হয় কিংবা মারা যায়। আর অসাবধানতার কারণে এরকম ঘটনা আগের চেয়ে অনেক বেড়ে গেছে।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, এই ঘটনাগুলো সংঘটিত হওয়ার প্রধান কারন হলো অবহেলা বা অসাবধানতা। এই ধরনের বৈদ্যুতিক শকে কোনো ব্যক্তি আহত হলে আপনার অবশ্যই কিছু করণীয় আছে। আপনার করণীয়গুলো জেনে নিন।
- এই সময় ঘাবড়ে না গিয়ে কিংবা তাড়াহুড়ো না করে মাথা ঠান্ডা রেখে উপস্থিত বুদ্ধি দিয়ে সেই দুর্ঘটনাকবলিত ব্যক্তিকে আপনি রক্ষা করতে পারেন।
- বিদ্যুতায়িত ব্যক্তিকে রক্ষা করার জন্য প্রথমেই আপনাকে মেইন সুইচ খুঁজে বের করতে হবে এবং তা যতোদ্রুত সম্ভব বন্ধ (অফ) করতে হবে।
- মেইন সুইচ পাওয়া না গেলে শুকনো লাঠি দিয়ে বা অন্য কোনো শুকনো কাঠি দিয়ে বৈদ্যুতিক শকে আক্রান্ত ব্যক্তিকে ধাক্কা দিন। প্রয়োজনে হালকা আঘাত করেন কিন্তু খুব জোরে নয়। এতে করে লাঠির আঘাতেও উক্ত ব্যক্তি আরও গুরুতর অসুস্থ্য হতে পারে।
- এছাড়াও, আপনার আশেপাশে কোন রাবারের গ্লাস বা জুতা থাকলে তা পরে নিন এবং তারপর ধাক্কা দিয়ে বৈদ্যুতিক শকে আক্রান্ত ব্যক্তিকে তার থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করুন।
একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখবেন, কখনও খালি হাতে বৈদ্যুতিক শকে আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করবেন না। এরকমটা যদি করেন তাহলে ঐ ব্যক্তির সাথে আপনিও বিদ্যুতায়িত হয়ে যাবেন।
বৈদ্যুতিক শকে আক্রান্ত ব্যক্তির জন্য অবশ্যই কিছু করণীয় আছে। প্রথম করণীয় হলো – বৈদ্যুতিক তার থেকে ব্যক্তিকে রক্ষা করা বা সরিয়ে আনা। এরপর নিচের কাজগুলো করতে পারেন:
- বিদ্যুতায়িত ব্যক্তির গলা, বুক ও কোমরের কাপড় আলগা করে দিতে হবে।
- শরীরের কোথাও যদি পুড়ে যায় তবে সে জন্য চিকিৎসা দিতে হবে।
- বিদ্যুতায়িত ব্যক্তি অনেক সময় ছিটকে পড়ে যায়। এতে শরীরের বিভিন্ন স্থান আঘাতপ্রাপ্ত হতে পারে। সে দিকেও নজর দিতে হবে।
- বিদ্যুতায়িত ব্যক্তিকে খোলা জায়গায় শোয়ানোর ব্যবস্থা করতে হবে এবং প্রয়োজনে বাতাস দিতে হবে।
- বৈদ্যুতিক শকে আক্রান্ত ব্যক্তির শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। হাত-পা অসাড় হয়ে যেতে পারে। এক্ষেত্রে বুকের উপর জোরে চাপ দিয়ে হৃদযন্ত্র চালু করার চেষ্টা করুন।
- উক্ত ব্যক্তির হাতে এবং পায়ে তেল মালিশ করে শরীরের অসাড় ভাব কাটিয়ে তোলার চেষ্টা করুন।
- পরিশেষে বলবো, অবশ্যই যতো দ্রুত সম্ভব অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করুন এবং উক্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।
শুরুতেই বলেছি, বিদ্যুত আমাদের জীবনের জন্য যেমন অনেক গুরুত্বপূর্ণ তেমনি সামান্য ভুলে এক মুহূর্তে জীবন শেষ হয়ে যেতে পারে। তাই বিদ্যুৎ সাবধানে ব্যবহার করুন। বাড়িতে, কল-কারখানায় কিংবা অফিসে অর্থাৎ যেকোন জায়গায় বিদ্যুৎ ব্যবহারের সময় ভালো মানের তার এবং অন্যান্য যন্ত্রাদি ব্যবহার করুন।