দেবীগঞ্জের বেলতলী পাড়ায় একই বাড়িতে ৭টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার রাতে এই ঘটনা ঘটেছে। গরু চুরির এই ঘটনায় এলাকায় অন্যান্য খামারীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জানা যায়, বেলতলী পাড়ার স্থানীয় বাসিন্দা মো. আবুল হোসেন এর বাড়িতে এই ঘটনা ঘটে। তিনি বাড়িতেই একটি খামার করেছিলেন। সেখানে প্রায় ১০টি গরু ছিল। তন্মধ্যে চোর দল ৭টি গরু নিয়ে যায়।
এলাকার বিভিন্ন মানুষের (অনুমানস্বরুপ) বরাত দিয়ে জানা যায়, আবুল হোসেন এর বাড়ির সাথেই বেলতলী পাড়ার প্রধান সড়ক। চোর দল একটি পিকআপ ভ্যান নিয়ে এসেছিল এবং তারা পিকআপ ভ্যানটি গভীর রাতে আবুল হোসেন এর বাড়ির সামান্য দূরেই থামিয়ে রাখে।
পরবর্তীতে খামার থেকে ৭টি গরু নিয়ে তারা পিকআপ ভ্যানে উঠায় এবং দ্রুত স্থান ত্যাগ করে। এখন পর্যন্ত গরুগুলোর কোন সন্ধান পাওয়া যায়নি।
গরুর মালিক মো. আবুল হোসেন দেবীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। বেলতলী পাড়ায় এমন ঘটনা বহুদিন পরে ঘটলো। সাধারণত একই সাথে এতোগুলো গরু চুরির ঘটনা ঐ এলাকায় বিরল।
দেবীগঞ্জের স্থানীয় সংবাদ মাধ্যম দেবীগঞ্জ ব্রেকিং নিউজ এই ব্যাপারে সংবাদ প্রকাশ করেছেন (ভিডিও সহ)। আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন।
আমি মো. আজগর আলী যেহেতু ঐ গ্রামেরই সন্তান সুতরাং বিষয়টিতে আমি খুবই কষ্ট পেয়েছি। এরকম ঘটনা কখনোই মেনে নেয়া যায় না।
আমি আশা করবো, বেলতলী পাড়া সহ পুরো দেবীডুবা ইউনিয়নে তথা দেবীগঞ্জ থানায় নজরদারি আরও বাড়ানো হবে। আর যাদের নিজস্ব খামার আছে তারা অনুগ্রহ করে খুবই সজাগ থাকুন। আশা করছি, এতবড় চুরিকান্ডে যারা জড়িত তাদের মুখোশ অবশ্যই উন্মোচন হবে।
আরও পড়ুন: পঞ্চগড়ের দেবীগঞ্জে চারটি মানব কঙ্কাল উদ্ধার – গ্রেফতার ২ নারী।