পুরো পৃথিবীতে বর্তমানে বিশ্বকাপ ফুটবলের জমজমাট আয়োজন যেন চলছে। এ আয়োজনকে ঘিরে একেকজন একেকদল নিয়েছে। নিজের আনন্দকে ছড়িয়ে দিচ্ছে ইন্টারনেট দুনিয়ায়।
বাংলাদেশে সবচেয়ে বেশি মাতামাতি হচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনাকে নিয়ে। এখন পর্যন্ত দুটো দলই টিকে আছে। শোনা যাচ্ছে, সেমিফাইনালে দল দুটো মুখোমুখি হতে পারে।
শুরুরদিকে, কাতার বিশ্বকাপ ফুটবলে যখন ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছিল তখনই বিভিন্ন বিশ্লেষক’রা বলেছিলেন যে, এ দলটি সবার থেকে সেরা দল হবে।
আর ব্রাজিল দলটিই যখন সেরা তখন তো ব্রাজিলিয়ান কোচ মাঠে যেকোন সদস্যকে নামাতে পারেন যেকোন সময়।
জানা যায়, গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চে থাকা স্কোয়াড পরীক্ষার কথা বলেছিলেন তিতে এবং শেষ পর্যন্ত সেটি করেও দেখালেন। এটি সবাইকেই একটু চমকে দিয়েছে।
সেসময় কেবল একজন প্লেয়ারকে মাঠে নামানো হয়নি। তিনি হলেন ওয়েভারতন। কিন্তু শেষ পর্যন্ত সেটিও করে দেখালেন সেলেসাও কোচ। শেষ ষোলতম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ঠিক খেলার ৮১তম মিনিটে আলিসনকে উঠিয়ে পালমেইরাস গোলরক্ষককে মাঠে নামান তিনি।
স্কোয়াডে মোট ২৬ জন ছিলেন। খেলা চলাকালীন এই ২৬ জনকেই কোন না কোন সময় মাঠে নামানো হয়েছে। তিতে মূলত এটি করে একটি রেকর্ড-ই করেছেন। জানা যায়, বিশ্বে ১ম দল হিসেবে স্কোয়াডে থাকা সব সদস্যকে মাঠে নামিয়েছেন এই কোচ।
আমরা যদি আগের ইতিহাসে ফিরে যাই তাহলে জানা যায়, ২০১৪ সালে ৯১ শতাংশ স্কোয়াড খেলিয়েছেন ঐ সময়ের কোচ সেলেসাও কোচ স্কলারি। ২৩ জন সদস্যের মধ্যে মাত্র ২ জন মাঠে নামেননি। বাকি সবাইকেই মাঠে নামানো হয়েছিল। সেসময় যে দুইজন মাঠে নামেননি তারা হলেন জেফারসন ও ভিকতর।
এছাড়াও ২০০২ বিশ্বকাপেও ব্রাজিল থেকে ৯১ শতাংশ স্কোয়াড খেলেছিলেন। তখনও ২৩ জন সদস্য ছিল এবং মাঠে নামানো হয়নি মাত্র দুইজনকে, তারা হলেন দিদা ও রোসারিও চেনির।
অন্যদিকে, ব্রাজিল বাদে ৯১ শতাংশ স্কোয়াড খেলানোর তালিকায় নাম আছে ফ্রান্স ও ইংল্যান্ডের। ১৯৩৮ সালের বিশ্বকাপে ফরাসি কোচ আদেমার পিমেনতা খেলতে দেননি অর্থাৎ মাঠে নামাননি নারিজ ও নিগিনিয়োকে। অন্যদিকে, ইংলিশ কোচ ভিসেন্তে ফিওলা ১৯৬৬ সালের বিশ্বকাপে খেলতে দেননি এডু এবং জিটোকে।
পরিশেষে বলা যায়, স্কোয়াডে অনেক সদস্যই থাকতে পারে। তবে পরিসংখ্যান বলছে, ব্রাজিলের স্কোয়াডেই সর্বোচ্চ সংখ্যক সদস্য ছিল। মাঠে কে নামবে কিংবা নামবে না সেটা নির্ভর করে কোচের উপর। কারণ, একজন কোচ তার স্কোয়াডে থাকা সদস্যদের সম্পর্কে সবচেয়ে বেশি খেয়াল ও অভিজ্ঞতা রাখেন।
আরও পড়ুন: বিরাট কোহলির বিরুদ্ধে ভুয়া ফিল্ডিং এর অভিযোগ বাংলাদেশের।