ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশের পিছিয়ে পড়া জনগণের উন্নয়নে, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে ভূমিকা রাখতে হলে বিজ টিম এ যোগদান করুন। বিজ ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের একটি বেসরকারি, অরাজনৈতিক ও অলাভজনক সংস্থা।
সংস্থাটি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন Microcredit Regulatory Authority (MRA) কর্তৃক সনদ প্রাপ্ত; সনদ নং ০০৫৭২-০২৫১৭-০০২৬৩।
দেশের উন্নয়নে অবদান রাখতে প্রায় ৫০ বছর যাবত বিভিন্ন দাতা সংস্থার আর্থিক সহযোগিতায় ক্ষুদ্র অর্থায়ন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সফলতার সঙ্গে বাস্তবায়ন করে আসছে।
সংস্থাটি দেশের সকল বিভাগ যেমন- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ সমূহে সফলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে। বিজ এর ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে বেশ কিছু পদে জরুরীভাবে জনবল নিয়োগ করা হবে।
১. পদের নাম: মাঠ কর্মকর্তা, গ্রেড- ০১
পদ সংখ্যা: ৫০০ জন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম স্নাতক পাশ। ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকলে ভালো। ৩০/০৯/২০২২ তারিখে বয়স ২২ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
বেতন ভাতা ও প্রারম্ভিক সুবিধাসমূহ: বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতাসহ এ পদের জন্য মাসিক বেতন ভাতা স্থায়ী করণের পর স্থান ভেদে প্রায় ২৫,০০০ টাকা ৩০,০০০ টাকা।
২. পদের নাম: মাঠ কর্মকর্তা, গ্রেড- ০২
পদ সংখ্যা: ৩০০ জন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম এইচএসসি পাশ। ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা ভালো। ৩০/০৬/২০২২ তারিখে বয়স ২২ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
বেতন ভাতা ও প্রারম্ভিক সুবিধাসমূহ: বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতাসহ এ পদের জন্য মাসিক বেতন স্থায়ী করণের পর হতে স্থান ভেদে প্রায় ২৪,০০০ টাকা থেকে ২৯,০০০ টাকা প্রায়।
উভয় পদের জন্য সংক্ষিপ্ত দায়িত্বাবলী:
বিজ এর শহর ও গ্রাম কর্ম এলাকায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সমিতি অফিস গঠন, সমিতি অফিস পরিচালনা, সঞ্চয় সংগ্রহ, ঋণ লেনদেনসহ সমিতি অফিসের সদস্যদের উন্নয়নমূলক কার্যক্রম যেমন কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় আগ্রহী হতে হবে।
জামানত হিসাবে:
মাঠ কর্মকর্তা, গ্রেড- ০১: যোগদানের সময় জামানত হিসাবে ২৩,৩০০ টাকা জমা দিতে হবে।
মাঠ কর্মকর্তা, গ্রেড- ০২: যোগদানের সময় জামানত হিসাবে ২২,০০০ টাকা জমা দিতে হবে।
আবেদন যেভাবে করতে হবে: আগ্রহী প্রার্থীদের উল্লেখিত পদে নিয়োগের জন্য স্বহস্তে লিখিত আবেদন পত্র আহবান করা যাচ্ছে। আবেদন করতে হবে- বরাবর, পরিচালক (প্রশিক্ষণ ও মানব সম্পদ), বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ), প্রধান কার্যালয়, বাড়ী নং- ৮/বি, রোড নং- ২৯, গুলশান-১, ঢাকা- ১২১২ এই ঠিকানায়।
আবেদনে নিজ নাম, পিতা/স্বামীর নাম, স্থায়ী ও পত্র যোগাযোগের ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, এনআইডি/স্মার্ট কার্ড/জন্ম নিবন্ধন নং, রক্তের গ্রুপ ইত্যাদি উল্লেখ করতে হবে।
আবেদনে সংযুক্ত করতে হবে: আবেদনকারীর সাম্প্রতিক তোলা রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ এর ফটোকপি, প্রশিক্ষণ থাকলে তার সনদ, এনআইডি/স্মার্ট কার্ড/জন্ম নিবন্ধন সনদ, অভিজ্ঞতার সনদ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করতে হবে।
আবেদনে খামের উপর আবেদনকৃত পদের নাম এবং যে বিভাগে নিয়োজিত হতে চান তা উল্লেখ করতে হবে। আবেদন জমাদানের শেষ তারিখ ২৬/০৯/২০২২ খ্রি.
বিজ্ঞপ্তিটি নিচে উল্লেখ করা হলো। আপনি চাইলে জুম করে পড়তে পারেন কিংবা ডাউনলোড করে নিতে পারেন।
উৎস: প্রথম আলো
আবেদন করার শেষ তারিখ: ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ খ্রি.
আরও পড়ুন: আরডিআরএস বাংলাদেশ এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।