বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)-তে ৯৯তম ব্যাচে সিপাহী (জিডি) পদে ডিজিটাল পদ্ধতিতে পুরুষ ও মহিলা প্রার্থীর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এক নজরে বিজিবি ভর্তি বিজ্ঞপ্তি:
প্রতিষ্ঠান | বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) |
পদের নাম | সিপাহী |
আবেদন ফি | ১৫০ টাকা |
আবেদন শুরু | ২৬ মে, ২০২২ খ্রি. |
আবেদন পদ্ধতি | এসএমএস (SMS) এর মাধ্যমে |
আবেদনের শেষ তারিখ | ৪ জুন, ২০২২ খ্রি. |
১. শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও বয়স:
ক. এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে (পুরুষ এবং মহিলা উভয়ের জন্য প্রযোজ্য)।
খ. জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯০০০-২১,৮০০ টাকা। তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধা।
গ. ১১/১১/২০২২ তারিখে বয়স ১৮ হতে ২৩ বছর (জন্ম তারিখ ১২/১১/১৯৯৯ হতে ১১/১১/২০০৪) এর মধ্যে হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় (পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য)।
২. বৈবাহিক অবস্থা: অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নহে)।
৩. জেলা কোটার তারতম্য: অত্র বাহিনীর জনবল হ্রাস-বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক মহোদয় (নিয়োগকারী কর্তৃপক্ষ) জেলা কোটা কমবেশি করার ক্ষমতা সংরক্ষন করেন।
৪. ভর্তির তারিখ ও স্থান: এসব তথ্য এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
৫. রেজিস্ট্রেশন: বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ১ ও ২ অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ আগামী ২৬ মে ২০২২ তারিখ ১০.০০ ঘটিকা হতে ০৪ জুন ২০২২ তারিখ ২৪.০০ ঘটিকা পর্যন্ত টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে ইংরেজীতে এসএমএস (SMS) প্রেরণের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
রেজিস্ট্রেশন করার নিয়মাবলী:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ সিপাহী পদে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ভর্তি ইচ্ছুক পুরুষ ও মহিলা প্রার্থীগণ টেলিটকের প্রিপেইড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
BGB – HSC Pass Year – HSC Board Keyword – HSC Roll – SSC Pass Year – SSC Board Key Word – SSC Roll – Home District Code – Upazilla Name – Send to 16222.
উপরে যেভাবে আছে সেভাবেই টেলিটক সিম লাগানো আছে এমন মোবাইল থেকে মেসেজটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। কোনো ভুল করা যাবে না। অবশ্যই সব বানান যেন ঠিক থাকে। আর (-) চিহৃ এর জায়গায় স্পেস (Space) দিবেন অর্থাৎ ফাকা বা গ্যাপ দিতে হবে। সব বড় হাতের অক্ষরে লিখতে হবে।
মেসেজ পাঠানোর উদাহরণ:
যেভাবে মেসেজ লিখতে হবে | যে নাম্বারে পাঠাবেন |
BGB 2020 DHA 236098 2018 DHA 405698 40 MIRPUR | 16222 |
প্রার্থীদের এসএমএস (SMS) প্রাপ্তির পর তাৎক্ষণিক তথ্য যাচাই করে যোগ্য প্রার্থীদেরকে একটি পিন (PIN) নম্বর সম্বলিত ফিরতি এসএমএস (SMS) টেলিটক নম্বরে প্রেরণ করা হবে। অযোগ্য প্রার্থীদের অযোগ্যতার কারণ এসএমএস (SMS) এ উল্লেখ থাকবে।
যোগ্য প্রার্থীদে পিন নম্বর (PIN) প্রাপ্তির পর ১৫০ টাকা আবেদন ফি প্রদান করতে ইচ্ছুক হলে পুনরায় টেলিটক মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিম্নবর্ণিত তথ্যগুলো টাইপ করে আবার ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
BGB – Yes – Pin Number – Contact Mobile Number & Send to 16222. অর্থাৎ মেসেজটি এখানে যেভাবে উল্লেখ করেছি ঠিক সেভাবেই দিতে হবে। Contact Mobile Number হিসাবে যেকোন মোবাইল নম্বর ব্যবহার করা যাবে।
মেসেজ পাঠানোর উদাহরণ:
যেভাবে মেসেজ লিখতে হবে | যে নাম্বারে পাঠাবেন |
BGB Yes 98409812 017xxxxxxxx | 16222 |
ভর্তি কার্যক্রমের ফি বাবদ ১৫০ টাকা কর্তন করা হবে বিধায় দ্বিতীয়বার যখন মেসেজ দিবেন তখন অবশ্যই মোবাইলের মধ্যে থাকা টেলিটক সিমে যেন ১৫০ টাকার কিছু বেশি টাকা থাকে। কারণ, মেসেজ পাঠাতে অল্প কয়েক টাকা খরচ হয়।
দ্বিতীয়বার এসএমএস প্রাপ্তির পর প্রার্থীকে রেজিস্ট্রেশন নম্বরসহ একটি কনফার্মেশন এসএমএস (SMS) টেলিটক ও প্রার্থীর নিজস্ব মোবাইল নম্বরে প্রেরণ করা হবে।
ভর্তির সময় সংগে যা আনতে হবে:
১. এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় পাসের মূল/প্রভিশনাল সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।
২. সংশ্লিষ্ট স্কুল/কলেজের প্রধান শিক্ষক/অধ্যক্ষ কর্তৃক এইচএসসি/সমমান এবং এসএসসি/সমমান পাসের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে।
৩. অভিভাবকের অনুমতি পত্র যা চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক সত্যায়িত।
৪. চেয়ারম্যানের নিকট হতে নেয়া বাংলাদেশী স্থায়ী নাগরিকত্বের সনদপত্র।
৫. চারিত্রিক সনদপত্র।
৬. সদ্য তোলা পাসপোর্ট সাইজের ১১ কপি ছবি যা ল্যাব থেকে প্রিন্ট করে নিতে হবে। মাত্র ১ কপি ছবি চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার দ্বারা সত্যায়িত করে নিতে হবে।
৭. চেয়ারম্যান কাছে থেকে নেয়া অবিবাহিত সনদপত্র।
৮. জাতীয় পরিচয়পত্রের মূল কপিসহ সত্যায়িত ছায়াকপি।
আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী রয়েছে যা জানা আবশ্যক। সেই তথ্যগুলো এখানে তুলে ধরা হলো না। আপনার অনুগ্রহ করে নিচে দেয়া বিজ্ঞপ্তিতে সেই তথ্যগুলো ভালো মতো পড়ুন।
নিচে বিজ্ঞপ্তিটি উল্লেখ করা হলো। আপনি চাইলে জুম করে পড়তে পারেন কিংবা ডাউনলোড করে নিতে পারেন।
উৎস: বিজিবি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে
উপরে দেয়া বিজ্ঞপ্তিটি ইমেজ আকারে দেয়া হয়েছে। জুম করে পড়তে গেলে ফেটে যেতে পারে। তখন আপনার বুঝতে অসুবিধা হতে পারে। তাই অরিজিনাল পিডিএফ ফাইলটি থেকেও আপনি পড়তে পারেন। সেটা আপনি জুম করলেও ফেটে যাবে না। কারণ, পিডিএফ ফাইলের রেজুলেশন খুব ভালো থাকে।
পিডিএফ ফাইলটি পেতে এখানে ক্লিক করুন |
মনে রাখবেন, http://www.bgb.gov.bd লিংকে প্রবেশ করে ডাউনলোড অপশনে গিয়ে বিজিবিতে ভর্তিচ্ছুক প্রার্থীদের তথ্যাদির ফরমে ক্লিক করতে হবে এবং ফরমটি ডাউনলোড ও প্রিন্ট পূর্বক উক্ত ফরমে উল্লিখিত তথ্যাদি যথাযথভাবে পূরণকরতঃ ভর্তির সময় সঙ্গে আনতে হবে।
আরও পড়ুন: | বাংলাদেশ রেলওয়ে-তে ৬৮৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ |
এই বিজ্ঞপ্তিটির বিষয়ে আরও কোনো তথ্য জানার থাকলে ও বুঝতে অসুবিধা হলে আমাদের ফেইসবুক পেজে মেসেজ দিতে পারেন। আমরা অতি দ্রুত আপনার প্রশ্নের উত্তর দেব।