বিএড পরীক্ষা ২০২১ এর সংশোধিত বিজ্ঞপ্তি
এতদ্বারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত বিএড পরীক্ষা পাঠদানকারী কলেজ/প্রতিষ্ঠানসমূহের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২১ সালের বিএড ১ম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইন-এ সম্পন্ন হবে।
পরীক্ষার বিস্তারিত সময়সূচী পরবর্তীতে প্রকাশ করা হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের আবেদন ফরম, বিবরণী ফরম ও ফি জমাদানের তারিখ, নিয়মাবলী ও শর্তাবলী বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
১। আবেদন ফরম, বিবরণী ফরম, ফরম পূরণ ও জমাদান এবং ব্যাংক ড্রাফট করার তারিখ:
ক. পরীক্ষার্থীদের অনলাইন থেকে আবেদন ফরম সংগ্রহ করার সময়সীমা ও শেষ তারিখ: ১৮/০৪/২০২২ থেকে ১৬/০৫/২০২২
খ. কলেজ কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রি বা ফরম পূরণ নিশ্চয়ন করার শেষ তারিখ: ১৭/০৫/২০২২
গ. কলেজ কর্তৃক ফরম পূরণের ফি এর টাকা “সোনালী সেবা” এর মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোন শাখায় জমা দেয়ার তারিখ: ১৭/০৫/২০২২ হতে ১৯/০৫/২০২২
ঘ. ফরমপূরণকৃত পরীক্ষার্থীদের আবেদন ফরম, অনলাইন বিবরণী, সোনালী সেবায় জমাকৃত ফি জমাদানের রশিদের কপি ও অন্যান্য কাগজপত্র বিশ্ববিদ্যালয়ে জমা দেয়ার তারিখ: ২২/০৫/২০২২
বিবরণী ফরমের তথ্য সঠিকভাবে অনলাইনে ডাটা এন্ট্রি করার পর প্রিন্ট আউট কপি যাচাই করে অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষরিত হবার পরে মূল কপিটি বাঁধাই করে মোঃ মীর কাশেম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, (প্রফেশনাল) শাখা জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরে হাতে হাতে জমা দিতে হবে। বিবরণী ফরমের ফটোকপি কলেজ সংরক্ষণ করবে। ডাকযোগে প্রেরিত বিবরণী ফরম ও ব্যাংক ড্রাফট গ্রহণ করা হবে না।
২. ২০২১ সালের বিএড ১ম সেমিস্টার পরীক্ষার নির্ধারিত ফি (প্রতি পরীক্ষার্থী):
ক. পরীক্ষার ফি (প্রতি পরীক্ষার্থী) – ২০০০ টাকা
খ. মানোন্নয়ন/গ্রেড উন্নয়ন (প্রতি পত্র) – ৪০০ টাকা
গ. বিশেষ অন্তর্ভুক্তি ফি (মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য) – ৫০০ টাকা
ঘ. কেন্দ্র ফি (বিশ্ববিদ্যালয়ে জমা হবে না) – ৫০০ টাকা
৩. পরীক্ষা পদ্ধতি ও পাঠ্যসূচী:
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত বিএড সেমিস্টার কোর্সের নতুন রেগুলেশন ২০১৭ এবং পাঠ্যসূচী অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৪. ইনকোর্স নম্বর জমা দেয়ার নিয়মাবলী:
জনাব মোঃ মীর কাশেম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, প্রফেশনাল এর দপ্তরে বিবরণী ফরম জমা দেয়ার সময় ইনকোর্স নম্বরের প্রিন্ট কপি হাতে হাতে অবশ্যই জমা দিতে হবে। অন্যথায় বিবরণী ফরম গ্রহণ করা হবে না।
৫. পরীক্ষা সংক্রান্ত বিষয়ে যোগাযোগ:
বিএড পরীক্ষা (১ম সেমিস্টার) ২০২১ সংক্রান্ত যেকোন বিষয়ে যোগাযোগের জন্য দুটো নম্বর ব্যবহার করা যাবে। সেগুলো হলো- ০২-৯২৯১০৪২, ০১৩১৩-০৫২৩৬৬।
বিএড পরীক্ষা (১ম সেমিস্টার) ২০২১ বিজ্ঞপ্তিটি নিচে উল্লেখ করা হলো। আপনি চাইলে জুম করে পড়তে পারেন কিংবা বিজ্ঞপ্তিটির নিচে দেওয়া ডাউনলোড করার অপশন থেকে ডাউনলোড করে নিতে পারেন।
সূত্র: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট
[button color=”green” size=”big” link=”https://drive.google.com/file/d/1jGfVWC6IJSrWdvWO4auF1KMyShQrexPE/view?usp=sharing” icon=”” target=”true”]বিজ্ঞপ্তি ডাউনলোড করুন[/button]
এবং
[button color=”blue” size=”big” link=”http://nubd.info/prof/student/” icon=”” target=”true”]ফরম পূরণ করুন[/button]
পরীক্ষা পরিচালনা:
সংশ্লিষ্ট কলেজ কেন্দ্র ফি বাবদ আদায়কৃত অর্থের ২৫% দ্বারা পরীক্ষা সংক্রান্ত ব্যয় নির্বাহ করবে। অবশিষ্ট ৭৫% অর্থ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার (যে কেন্দ্রে সংশ্লিষ্ট কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে সে কেন্দ্রের) নিকট পরীক্ষার পূর্বেই জমা দিতে হবে।
যা দ্বারা কেন্দ্রের যাবতীয় (বিশ্ববিদ্যালয় হতে পরীক্ষার উত্তরপত্র ও আনুষঙ্গিক দ্রব্যাদি গ্রহণ, পরীক্ষানুষ্ঠান ও উত্তরপত্র প্রেরণ ইত্যাদি) ব্যয় নির্বাহ করতে হবে। পরীক্ষার সময়সূচি ও অন্যান্য যাবতীয় তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরবর্তীতে জানানো হবে।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে ২০২২।