বিআরটিসি (বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন) সম্প্রতি বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশের স্থায়ী এবং প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা হয়েছে।
বিআরটিসি নিয়োগ বিজ্ঞপ্তি সার-সংক্ষেপ:
প্রতিষ্ঠান | বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন |
পদের নাম | বিভিন্ন পদ |
পদ সংখ্যা | ৯৩টি |
আবেদন ফি | ৫০০ টাকা ও ৩০০ টাকা |
আবেদন শুরু | ১ জুন, ২০২২ খ্রি. |
আবেদন শেষ | ১৯ জুন, ২০২২ খ্রি. |
আবেদন করার লিঙ্ক | http://brtc.teletalk.com.bd/ |
পদের নাম ও পদ সংখ্যা:
ক্র: নং | পদের নাম | পদ সংখ্যা |
১ | ক্রয় কর্মকর্তা | ০১ জন |
২ | জনসংযোগ কর্মকর্তা | ০১ জন |
৩ | সহকারী প্রশাসনিক কর্মকর্তা | ০৪ জন |
৪ | উপ-সহকারী প্রকৌশলী (সিভিল/বৈদ্যুতিক) | ০২ জন |
৫ | সাঁট লিপিকার | ০১ জন |
৬ | ইলেকট্রিশিয়ান (নির্মাণ) | ০২ জন |
৭ | প্রাককলনিক /এষ্টিমেটর (সিভিল) | ০১ জন |
৮ | সহকারী নকশাকারী/ড্রাফ্টস ম্যান | ০১ জন |
৯ | আমিন | ০১ জন |
১০ | বিল সহকারী | ০২ জন |
১১ | টেলিফোন অপারেটর | ০২ জন |
১২ | ষ্টোরম্যান | ৩৭ জন |
১৩ | পিওএল (পেট্রোলিয়াম অয়েল এন্ড লুব্রিকেন্ট) এটেনডেন্ট | ২৮ জন |
১৪ | পরিচ্ছন্নতা কর্মী | ১০ জন |
বেতন-ভাতা: সরকার প্রবর্তিত ২০১৫ এর গ্রেড অনুযায়ী সকলে বেতন-ভাতা পাবেন।
শিক্ষাগত যোগ্যতা: একেকটি পদের জন্য একেক রকম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখার বা জানার জন্য অনুগ্রহ করে বিজ্ঞপ্তিটি দেখুন। বিজ্ঞপ্তিতে খুব সুন্দরভাবে শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী বর্ণিত রয়েছে।
বিআরটিসি নিয়োগ – শর্তাবলী:
১. ১৯/০৬/২০২২ খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কণ্যা এবং শারিরীক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত প্রযোজ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নহে।
২. ক্রমিক নং ১২-তে পিরোজপুর জেলা ও ক্রমিক নং ১৪-তে মাদারীপুর, ঢাকা, নোয়াখালী ও চট্টগ্রাম জেলা ব্যতিত অন্যান্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং অন্যান্য ক্রমিক নং এ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারিরীক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলা প্রযোজ্য।
৩. সরকারী, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় জমা প্রদান করতে হবে।
৪. প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজ-পত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনের স্বপক্ষে সকল সনদ মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।
৫. পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিআরটিসির ওয়েবসাইটে (www.brtc.gov.bd) পাওয়া যাবে।
৬. লিখিত বা মৌখিক পরীক্ষার সময় কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৭. নিয়োগে সরকারের সর্বশেষ বিধি-বিধান ও কোটা নীতি অনুসরণ করা হবে।
৮. কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
৯. নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যেকোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
অনলাইনে আবেদন করার নিয়মাবলী:
১. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://brtc.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু হবে ০১/০৬/২০২২ খ্রি. সকাল ১০.০০ টা থেকে। আর শেষ হবে ১৯/০৬/২০২২ খ্রি. বিকাল ৫.০০ টায়।
২. উপরে উল্লিখিত নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদন করার পর মাত্র ৭২ ঘন্টার মধ্যে আবেদন ফি পরিশোধ করতে হবে। যারা আবেদন করার পর User ID পাবেন কেবল তারাই এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন অবশ্যই ৭২ ঘন্টা সময়ের মধ্যে। আপনি নিজে না পারলে কম্পিউটার দোকানদার সব কাজ করে দিতে বলবেন।
৩. আবেদন করার সময় আপনার রঙিন ছবি লাগবে যার সাইজ হবে 300×300 পিক্সেল আকৃতির। আর আপনার স্বাক্ষর লাগবে যার সাইজ হবে 300×80 পিক্সেল প্রকৃতির। স্বাক্ষর এবং আপনার রঙিন ছবি স্ক্যান করে আবেদনপত্রের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
৪. অনলাইনে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল ক্ষেত্রে সহায়ক হিসেবে কাজে লাগবে সুতরাং আবেদনপত্রের এক কপি রঙিন প্রিন্টকপি নিজের কাছে রেখে দেবেন। পরবর্তী সময়ে কাজে লাগবে।
৫. অনলাইনে তথ্য পূরণ করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। কোন ভুল হলে পরবর্তীতে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে। আপনার দেয়া তথ্যগুলো আপনি নিজে শতভাগ নিশ্চিত হয়ে তারপরেই সাবমিট করবেন। কম্পিউটার দোকানে আবেদন করতে গিয়ে শুধু তাদের উপর নির্ভর করবেন না।
৬. বিজ্ঞপ্তিতে উল্লেখিত ক্রমিক নং ১ থেকে ৩ এর জন্য ৫০০ টাকা এবং ক্রমিক নং ৪ থেকে ১০ পর্যন্ত ৩০০ টাকা এসএমএস এর মাধ্যমে আবেদন করার পর ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে।
নিচে বিজ্ঞপ্তিটি ইমেজ আকারে দেয়া হলো। আপনি চাইলে জুম করে পড়তে পারেন কিংবা ডাউনলোড করে নিতে পারেন।


উৎস: অনলাইন
আবেদন করতে এখানে ক্লিক করুন |
আরও পড়ুন: বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)-তে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২।
করতোয়া.কম সবসময় আপডেট সব চাকরির সার্কুলার প্রকাশ করার চেষ্টা করে। আপনি করতোয়ার নোটিফিকেশন চালু করে রাখতে পারেন। এতে করে আমরা পোস্ট পাবলিশ করা মাত্রই আপনার কাছে চলে যাবে। সবার সুবিধার্থে পোস্টটি শেয়ার করুন। কোন জানার থাকলে মন্তব্য করতে ভুলবেন না যেন।