বায়োক্যামিক ওষুধের ব্যবহার:
বায়োক্যামিক ওষুধ সাধারণত চূর্ণ পদ্ধতিতে তৈরী করা হয়। হোমিওপ্যাথির সাথে এর অনেকাংশেই মিল রয়েছে। বায়োক্যামিক ওষুধের মধ্যে যেসব খুব গুরুত্বপূর্ণ সেগুলোর ব্যবহার নিম্নে বর্ণিত হলো।
- ক্যালক্যারিয়া ফ্লোরিকাঃ রক্তপাত ও চুলকানীযুক্ত অর্শ্বে, দাঁতের ক্ষয়রোধে ও দাঁতের অ্যানামেল গঠনে খুবই কার্যকর।
- ক্যালক্যারিয়া ফসফরিকামঃ পরিপাক শক্তির অভাব, বাত ও বদহজমজনিত দুর্বলতা, অর্শ্ব, সাধারণতঃ শারীরিক ও মানসিক দুর্বলতায় কার্যকর।
- কেলি ফসফরিকামঃ স্নায়ুবিক দুর্বলতা, বদহজম, অর্শ্ব, নিঃশ্বাসে দুর্গন্ধ এবং অতিমাত্রায় পরিশ্রম ও শারীরিক দুর্বলতাজনিত মাথা ব্যথায় কার্যকর।
- নেট্রাম ফসফরিকামঃ রক্তে অম্লত্ব বেড়ে যাওয়া, পাকস্থলীর সমস্যা, অর্শ্ব, হৃৎপিন্ডের জ্বালাপোড়া ও বাত ব্যথায় কার্যকর।
- ম্যাগ্নেসিয়া ফসফরিকামঃ এটা এক প্রকার জৈব রাসায়নিক উপাদান যা মাংসপেশীর খিল ধরা, স্নায়ু শূল, পেট ফাঁপা, অর্শ্ব ও আন্ত্রিক সংকোচনজনিত স্নায়ুবিক মাথা ব্যথা নিরসণে খুবই কার্যকর।
- সাইলিশিয়াঃ আমবাত, ত্বকের ফুস্কুড়ি, অর্শ্ব, চুল ও নখের ভঙ্গুরতা রোধে কার্যকর।
- ক্যালক্যারিয়া ফসফরিকামঃ উদরাময়, অজীর্ণ, মল সবুজ, বাত ও বদহজমজনিত দুর্বলতা, সাধারণতঃ শারীরিক ও মানসিক দুর্বলতায় কার্যকর।
- কেলি মিউরিটিকামঃ অজীর্ণ পীড়া সাদা, গুরুপাক সহ্য হয়না, উদরাময়, গলার খুশখুশি, সর্দি, শিশুদের বিভিন্ন সমস্যা ও পোড়া ক্ষত নিরাময়ে কার্যকর।
- কেলি ফসফরিকামঃ পেট ফাঁপা, অজীর্ণ, বমি, স্নায়ুবিক দুর্বলতার জন্য বদহজম, সবুজ মল, নিঃশ্বাসে দুর্গন্ধ এবং অতিমাত্রায় পরিশ্রম ও শারীরিক দুর্বলতাজনিত কারণে মাথা ঝিম ঝিম করে।
- নেট্রাম ফসফরিকামঃ অজীর্ণ, অম্ল, উদ্গার, বুক জ্বালা, সব কিছুতেই অম্লত্ব, রক্তে অম্লত্ব বেড়ে যাওয়া, পাকস্থলীর সমস্যা, অম্ল উদগার, সবুজ মল, হৃৎপিন্ডের জ্বালাপোড়া ও বাত ব্যথায় কার্যকর।
- ম্যাগ্নেসিয়া ফসফরিকামঃ অজীর্ণ, পেট ব্যথা, পিত্তবমন, বমিতে অজীর্ণ পদার্থ উঠে। এটা এক প্রকার জৈব রাসায়নিক উপাদান যা মাংসপেশীর খিল ধরা, স্নায়ু শূল, উদরাময়, পিত্তবমি, পেট ফাঁপা ও আন্ত্রিক সংকোচনজনিত স্নায়ুবিক মাথা ব্যথা নিরসনে খুবই কার্যকর।
- নেট্রাম সালফিউরিকামঃ কোষ্ঠকাঠিন্য, শরীরে পানি জমা, ইনফ্লুয়েঞ্জা এবং যকৃত প্রদাহ লক্ষণে কার্যকর।
- ফেরাম ফসফরিকামঃ কম্পন, দূর্বল, রক্তক্ষীন ও ক্ষীণকায়ে রোগী, সর্দি, শ্বাসনালীর প্রদাহ এবং ইনফ্লুয়েঞ্জাজনিত দূর্বলতায় টনিক হিসেবে কার্যকর।
- সাইলিশিয়াঃ কানে কম শোনা, কান পাকা, ভোঁ ভোঁ শব্দ, বধিরতা ও পূর্ণিমায় বৃদ্ধি, আমবাত, ত্বকের ফুস্কুড়ি, চুল ও নখের ভঙ্গুরতা রোধে কার্যকর।
- নেট্রাম মিউরিটিকামঃ কান পাঁকা, কানের মধ্যে ভোঁ ভোঁ শব্দ ও ফোলা, কানে পুঁজ ও বধিরতা, সাইনাসজনিত সমস্যা, ঠাণ্ডাজনিত হাঁচি ও সর্দি, ব্যথা, মাইগ্রেন এবং অত্যাধিক লবণ গ্রহণের প্রবণতা কমাতে কার্যকর।
- ম্যাগ্নেসিয়া ফসফরিকামঃ কৃত্রিম প্রসব বেদনা, পোয়াতীর পেটের পীড়া জনিত কারণে পেটের সন্তান পুষ্টিহীন, এটা এক প্রকার জৈব রাসায়নিক উপাদান যা মাংসপেশীর খিল ধরা, স্নায়ু শূল, পেট ফাঁপা ও আন্ত্রিক সংকোচনজনিত স্নায়ুবিক মাথা ব্যথা নিরসণে খুবই কার্যকর।
আরও পড়ুন: যৌন মিলন বিষয়ক খুব গুরুত্বপূর্ণ কথা – জেনে নিন।
- ক্যালক্যারিয়া ফসফরিকামঃ জরায়ুর শিথিলতা ও স্থানচ্যুতির জন্য গর্ভপাত, বাত ও বদহজমজনিত দুর্বলতা, সাধারণতঃ শারীরিক ও মানসিক দুর্বলতায় কার্যকর।
- সাইলিশিয়াঃ দুর্গন্ধ, দুষিত পুঁজ বের হয়, আমবাত, গামীগোটা, ত্বকের ফুস্কুড়ি, চুল ও নখের ভঙ্গুরতা রোধে কার্যকর।
- ক্যালক্যারিয়া ফসফরিকামঃ প্রস্রাবে জ্বালা, ঘন ঘন বেগ, বাত ও বদহজমজনিত দুর্বলতা, সাধারণতঃ শারীরিক ও মানসিক পীড়ায় অত্যন্ত কার্যকর।
- কেলি সালফিউরিকামঃ গলগণ্ড, গলাধঃকরণ কষ্টকর, ত্বক ও মাথার চর্মকে রক্ষা করে, চর্ম উঠা, ত্বক ও মিউকাস আবরণী থেকে নিঃসৃত আঠালো ও হলদে পুঁজ পড়া বন্ধ করে।
বায়োক্যামিক ওষুধ ও চিকিৎসা ব্যয়বহুল নয়। যৎসামান্য টাকা-পয়সা খরচ করেই এই পদ্ধতিতে চিকিৎসা নেয়া সম্ভব। যারা হোমিওপ্যাথি চিকিৎসক তারাই সাধারণত বায়োক্যামিক চিকিৎসা দিয়ে থাকেন।