আমি আজ আবার বাবা হলাম। প্রথমবার হয়েছিলাম ২০১৭ সালে আর আবার হলাম ২০২৩ সালে। দুটো সালই বেজোড়া। যাই হোক, আমার দুটো কন্যা সন্তান। আমি খুবই খুশি। অনেকেই হয়তো বলবে, এই খুশির মধ্যে অন্য কিছু নেই তো!
আমি আল্লাহর কসম করে বলতেছি, অন্য কিছু নেই। এই খুশিটা আমার মন থেকে এসেছে। কারন, যাকে ভালোবেসেছিলাম সেই ছোট্ট বেলায়, তাকেই একসময় জীবন-সঙ্গী করে নিয়েছি মানে পেয়েছি।
তো তার আর আমার একটা সন্তান। তাহলে ভাবুন, এটা কতোটা আনন্দের হতে পারে। এই সন্তান পেটে থাকতেই আমি নাম রেখেছিলাম আফরিন সুলতানা। কারন, প্রথম সন্তানের নাম আইরিন সুলতানা।
১ম সন্তানের বেলায় আমার এক ভাইস্তা (হামিদুর রহমান) নামের শেষে আরশি অংশটুকু যোগ করে। যার ফলে নামটা হয়ে যায় আইরিন সুলতানা আরশি।
আবার, আজ যখন আফরিন হলো তখন আমার ভাস্তি (জেসমিন সুলতানা) অনুরোধ করলো যে, সে একটা নাম রাখছে এবং ঐ নামেই তাকে ডাকবে।
আমি পরে শুনলাম যে , নামটা হলো সিদরাতুল আয়াত। তো আমি শেষমেষ নামটা রাখলাম আফরিন সুলতানা আয়াত। তাহলে সবার কথাই থাকলো। আপনারা যারা এই লিখা পড়ছেন তারা কমেন্ট করে জানাবেন এই নাম কেমন হয়েছে।
দুঃখজনক হলেও সত্য যে, সিজারিয়ান অপারেশনের মাধ্যমে আমার এই মেয়ের জন্ম হয়েছে। অবশ্য আগের মেয়েটাও সিজারিয়ান অপারেশনের মাধ্যমেই হয়েছে।
তবে দুটো মেয়ের ক্ষেত্রে আলাদা আলাদা ঘটনার বিশেষত্ব রয়েছে। সেগুলোও আমি শেয়ার করবো। যেহেতু এই ওয়েবসাইটের মূল মালিক আমি সুতরাং আমার এবং আমার পরিবার সম্পর্কে আপনাদের অনেক তথ্যই জানাবো।
তো আজকে যখন সুমিকে (আমার স্ত্রী) সকাল বেলা রেডি করে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছিলাম তখন হঠাৎ করে…
আপডেট হতে থাকবে…