বাংলাদেশ রেলওয়ে এর নিম্নবর্ণিত রাজস্বখাতভুক্ত স্থায়ী শূন্যপদ পূরণের নিমিত্ত শর্তসাপেক্ষে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে।
১. পদের নাম: গেইটম্যান (ট্রাফিক)
বেতন-ভাতা: ৮২৫০-২০২১০ টাকা
পদ সংখ্যা: ৬৮৪ টি
বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত শিক্ষাবোর্ড হতে অন্যূন এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: পাবনা ও লালমনিরহাট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারিরীক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
বাংলাদেশ রেলওয়ে – নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে:
১. প্রার্থীর বয়স ০১/০৬/২০২২ খ্রি. তারিখে অবশ্যই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারিরীক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। উল্লেখ্য যে, বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র/কণ্যার পুত্র/কন্যাদের ক্ষেত্রে বয়স ৩০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
২. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহৃ দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে, সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে।
৩. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান ও কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণযোগ্য হবে।
আরো কিছু শর্তাবলী রয়েছে। অনুগ্রহ করে সেগুলো নিচে দেয়া বিজ্ঞপ্তিতে দেখুন।
আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী:
১. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://br.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপ:
ক. অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় – ০৬ জুন, ২০২২ সকাল ১০.০০ টা পর্যন্ত।
খ. অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় – ১৮ জুলাই, ২০২২ বিকাল ৫.০০ টা পর্যন্ত।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন। পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত আবেদনপত্র কোনভাবেই গৃহিত হবে না।
২. অনলাইন আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবি দিতে হবে। ছবির সাইজ হবে দৈর্ঘ্য ৩০০ ও প্রস্থ ৩০০ পিক্সেল আকৃতির। আর স্বাক্ষর হবে দৈর্ঘ্য ৩০০ ও প্রস্থ ৮০ পিক্সেল আকৃতির। ছবির সর্বোচ্চ সাইজ ১০০কেবি এবং স্বাক্ষরের সর্বোচ্চ সাইজ ৬০কেবি হতে হবে।
৩. অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সময়ে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে তাই অনলাইনে আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
৪. প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
নিচে বিজ্ঞপ্তিটি ইমেজ আকারে দেয়া হলো। আপনি চাইলে জুম করে পড়তে পারেন কিংবা ডাউনলোড করে নিতে পারেন।



বিজ্ঞপ্তিটি পিডিএফ আকারে ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন |
আবেদনপত্র পূরণ করতে এখানে ক্লিক করুন |
অনলাইনে আবেদন করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখ্যীন হলে যোগাযোগ করার জন্য ১২১ নম্বরটিতে কল করুন। অবশ্যই টেলিটক নম্বর থেকে কল করতে হবে। আপনি চাইলে ইমেইলও করতে পারেন। ইমেইল ঠিকানা: [email protected] আর মেইলে অবশ্যই Organization Name: Br, Post Name: xxxxxxxxx, Applicants User ID, Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।
অনলাইনে আবেদন এবং টাকা জমার বিষয়টি প্রার্থী নিজেই করবেন। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। শেষ তারিখ ও সময়ের (১৮ জুলাই, ২০২২ বিকাল ৫.০০ ঘটিকা) জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় রেখে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদনটি জমাদান করতে পরামর্শ প্রদান করা হলো।
একনজরে নিয়োগ সংক্রান্ত তথ্য:
প্রতিষ্ঠান: বাংলাদেশ রেলওয়ে
পদের নাম: গেইটম্যান (ট্রাফিক)
পদের সংখ্যা: ৬৮৪ টি
আবেদন ফি: ৫৬ টাকা
আবেদন শুরু: ৬ জুন, ২০২২ খ্রি.
আবেদনের লিঙ্ক: http://br.teletalk.com.bd
আবেদনের শেষ তারিখ: ১৮ জুলাই, ২০২২ খ্রি.
আরও পড়ুন: টিএমএসএস (TMSS) এনজিওতে ৩১০০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি।