বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিঃ যোগ্য বাংলাদেশি নাগরিকদের (নারী) নিকট হতে চুক্তিভিত্তিক ফ্লাইট স্টুয়ার্ডেস পদে নিয়োগের জন্য নিম্নলিখিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
১. পদের নাম: ফ্লাইট স্টুয়ার্ডেস
আবেদনের যোগ্যতা:
ক) ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা সমমান। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা সমমান গ্রহণযোগ্য নয়।
খ) ফলাফল: ন্যূনতম জিপিএ ৩.০ (৫.০ এর মধ্যে) (এসএসসি এবং এইচএসসি অথবা সমমান)। ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ন্যূনতম সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে।
গ) ‘ও’ লেভেলে গড়ে যে কোন ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যে কোন ২টি বিষয়ে ন্যূনতম “ডি” থাকতে হবে।
ঘ) উচ্চতা: সর্বনিম্ন ১৬১ সেমি; ওজন উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ (বিএমআই: ১৮.৫-২৫.০)।
ঙ) প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী, ইংরেজীতে পারদর্শী এবং অবিবাহিত হতে হবে।
চ) দৃষ্টি শক্তি ৬/৬ হতে হবে, চশমা গ্রহণযোগ্য নয়।
ছ) বয়স: ১৯-২৫ বছর (১৯.০৯.২০২২ খ্রি. তারিখে), এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
জ) GED ডিগ্রি গ্রহণযোগ্য নয়।
ঝ) সাঁতার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে; চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে প্রশিক্ষণকালে অবশ্যই সাঁতার শিখতে হবে।
বেতন ও ভাতা:
ক) বেতন স্কেল: টাকা ১৫,৯০০ থেকে ৩৮,৪০০ টাকা।
খ) উৎসব ভাতা।
গ) দেশে ও বিদেশে প্রশিক্ষণ।
ঘ) বিদেশে উন্নতমানের আবাসন ও যাতায়াত সুবিধা।
ঙ) উন্নত চিকিৎসা সুবিধা।
চ) ইউনিফর্ম ভাতা।
পদ সংখ্যা: ১০০টি
আবেদনের শর্তাবলী ও অনলাইনে আবেদনপত্র পূরণ করার নিয়মাবলী:
১. ১৯.০৯.২০২২ খ্রি. তারিখে প্রার্থীর বয়স অনুর্ধ্ব ২৫ বছর হতে হবে। এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
২. সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
৩. বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ডিগ্রি অথবা অন্য কোন ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেইসব ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক ইস্যূকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।
৪. উপর্যুক্ত পদে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন। সন্তোষজনকভাবে ৩ বছর চুক্তিভিত্তিক চাকুরি সম্পন্নকরণ সাপেক্ষে ৩ বছর মেয়াদে সর্বোচ্চ ৪ বার চাকুরি নবায়ন করা যেতে পারে।
৫. আবেদনকারীগণ অনলাইন পদ্ধতিতে টেলিটকের মাধ্যমে আবেদন করবেন।
৬. নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না।
আবেদন সংক্রান্ত আরও বেশ কিছু তথ্য রয়েছে। সেই তথ্যসমূহ অনুগ্রহ করে বিজ্ঞপ্তিতে দেখুন। অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটাও বিজ্ঞপ্তিতে দেখুন। সেখানে খুব সুন্দরভাবে সব তথ্য দেয়া আছে।
বিজ্ঞপ্তিগুলো নিচে ইমেজ আকারে উল্লেখ করা হলো। আপনি চাইলে তা জুম করে পড়তে পারেন কিংবা ডাউনলোড করে নিতে পারেন।
উৎস: অনলাইন পত্রিকা
আবেদন শুরুর তারিখ: ১৯ সেপ্টেম্বর, ২০২২ খ্রি.
আবেদন শেষ হওয়ার তারিখ: ১৮ অক্টোবর, ২০২২ খ্রি.
অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন
আরও পড়ুন: বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এনজিও-তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।