বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা রেডিমিক্স এন্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ লিঃ এবং অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠানের জন্য ভারী এবং হালকা যানবাহন (ড্রাম-ট্রাক, রেডিমিক্স, কাভার্ড ভ্যান, ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোবাস ইত্যাদি) চালনায় দক্ষ ও যোগ্যতা সম্পন্ন ড্রাইভারসহ অন্যান্য পদে ৩০১ জন লোক নিয়োগ করা হবে।
১. পদের নাম: সুপারভাইজার (পরিবহন), পদ সংখ্যা- ০৫ জন, বয়স- সকল পদের জন্য সর্বোচ্চ ৪৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম এইচএসসি পাশ। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩-৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
কম্পিউটার চালনায় অবশ্যই পারদর্শী হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
২. পদের নাম: ড্রাইভার (রেডিমিক্স), পদ সংখ্যা- ৬০ জন, বয়স- সকল পদের জন্য সর্বোচ্চ ৪৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ। রেডিমিক্স গাড়ি চালনায় কমপক্ষে ৮-১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৩. পদের নাম: ড্রাইভার (ড্রাম ট্রাক), পদ সংখ্যা: ১০ জন, বয়স- সকল পদের জন্য সর্বোচ্চ ৪৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ। ড্রাম ট্রাক গাড়ি চালনায় কমপক্ষে ৮-১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৪. পদের নাম: ড্রাইভার (সিমেন্ট বাল্ক ক্যারিয়ার), পদ সংখ্যা- ১০ জন, বয়স- সকল পদের জন্য বয়স সর্বোচ্চ ৪৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ। সিমেন্ট বাল্ক ক্যারিয়ার চালনায় কমপক্ষে ৮-১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৫. পদের নাম: হেলপার (পরিবহন), পদ সংখ্যা- ২০০ জন, বয়স- সকল পদের জন্য বয়স সর্বোচ্চ ৪৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩-৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৬. পদের নাম: অপারেটর বা জুনিয়র অপারেটর (পে লোডার), পদ সংখ্যা- ০৫ জন, বয়স- সকল পদের জন্য বয়স সর্বোচ্চ ৪৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩-৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৭. পদের নাম: অপারেটর বা জুনিয়র অপারেটর (লং বোম্ব এস্কেভেটর), পদ সংখ্যা- ০২ জন, বয়স- সকল পদের জন্য বয়স সর্বোচ্চ ৪৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৮-১০ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৮. পদের নাম: ডেন্টিং মেকানিক বা জুনিয়র মেকানিক, পদ সংখ্যা- ০২ জন, বয়স- সকল পদের জন্য বয়স সর্বোচ্চ ৪৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২-৩ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৯. পদের নাম: মেকানিক বা জুনিয়র মেকানিক (ইঞ্জিন), পদ সংখ্যা- ০২ জন, বয়স- সকল পদের জন্য বয়স সর্বোচ্চ ৪৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ। হেভি গাড়ি মেরামত কাজে ন্যূনতম ৮ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
১০. পদের নাম: অপারেটর বা জুনিয়র অপারেটর (কনক্রিট ব্রেকার ম্যান), পদের সংখ্যা- ০৫ জন, বয়স- সকল পদের জন্য বয়স সর্বোচ্চ ৪৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২-৩ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন-বৃত্তান্ত, ছবি, নাগরিকত্ব সনদ, কোভিড টিকা সনদ ও জাতীয় পরিচয়পত্র এবং প্রযোজ্যক্ষেত্রে হেভি/লাইট ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপিসহ নিচে উল্লেখিত স্থান, তারিখ ও সময় অনুযায়ী সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে অনুরোধ করা যাচ্ছে।
উল্লেখ্য যে, ড্রাইভিং লাইসেন্স বা ডেলিভারী স্লিপ এর মূল কপি অবশ্যই সঙ্গে আনতে হবে। তবে অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
১ থেকে ৫নং পদের জন্য সাক্ষাৎকারের সময় ও তারিখ:
বসুন্ধরা ইন্ড্রাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্স-২, প্লট #৫৬/এ, ব্লক #সি, উম্মে কুলসুম রোড, বসুন্ধরা আ/এ, ঢাকা-১২২৯।
তারিখ: ২৭/০৬/২০২২ খ্রি. রোজ- সোমবার, সকাল ১০.০০ -৩.০০ ঘটিকা।
৬ থেকে ১০ নং পদের জন্য সাক্ষাৎকারের সময় ও তারিখ:
বসুন্ধরা রেডিমিক্স এন্ড কন্সট্রাকশন ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড, হাসনাবাদ, কেরানিগঞ্জ, ঢাকা।
রোজ- বুধবার এবং সময়- সকাল ১০.০০-৩.০০ ঘটিকা।
এখানে নিম্নে ২টি নিয়োগ বিজ্ঞপ্তি ইমেজ আকারে দেয়া হলো। ১ম ছবিটির বিস্তারিত বিবরণ উপরে উল্লেখ করেছি। কিন্তু ২য় নিয়োগ বিজ্ঞপ্তিটির কোনো তথ্য উপরে উল্লেখ করা হয় নাই। অনুগ্রহ করে ২য় নিয়োগ বিজ্ঞপ্তিটির সমস্ত তথ্য কেবল ২য় বিজ্ঞপ্তিটিতেই দেখুন।


উৎস: অনলাইন
আবেদন করার শেষ তারিখ: ২৯ জুন, ২০২২ খ্রি.
আরও পড়ুন: মালয়েশিয়া যেতে চাইলে অনলাইনে আবেদন করবেন যেভাবে।