বলিউড তারকা’রা অবশ্যই উপরের মহলের মানুষ। তাদের আয়ের উৎস অনেক। তবে প্রধানত ভালো ভালো মুভিতে অভিনয়ের মাধ্যমেই তাদের আয়টা বেশি হয়।
আজ আমরা ঠিক এই বিষয়টিই আপনাদের সামনে তুলে ধরবো। বলিউড তারকাদের পারিশ্রমিক কিভাবে নির্ধারণ করা হয় জানতে পুরো নিউজটি পড়ুন।
বলিউড তারকাদের পারিশ্রমিকের ব্যাপারে মুখ খুলেছেন আরেক বলিউড তারকা। আর তিনি হলেন আলিয়া ভাট। নাম-জসে এবং অভিনয়ের খ্যাতিতে তিনি বর্তমানে সবার সেরা।
কিছুদিন আগে আলিয়া ভাট ভারতীয় এক সংবাদ মাধ্যমের গোল টেবিল আলোচনায় বসেছিলেন। সেখানেই তাকে প্রশ্ন করা হয়েছিল এ ব্যাপারে। সেখানেই তিনি বি-টাউনের তারকাদের পারিশ্রমিক নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন।
আলিয়া ভাটের মতে, সিনেমার বাজেট অনুযায়ী তারকাদের পারিশ্রমিক নির্ধারিত হওয়া উচিত। বর্তমানে তিনি প্রশংসায় ভাসছেন তার “গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি” সিনেমার জন্য।
এই হলিউড সিনেমার অভিনয় যখন তিনি করেছেন তখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। আবার আসন্ন “ডার্লিংস” সিনেমার মাধ্যমে তিনি প্রযোজনা জগতেও পা রেখেছেন।
কথার ফাঁকে এই অভিনেত্রীকে আবারও প্রশ্ন করা হয় যে, তারকাদের পারিশ্রমিক নিয়ে কি নতুন করে ভাবার সময় এসেছে? আলিয়া ভাট উত্তরে বলেন, অবশ্যই ভাবা উচিত বলে বিশ্বাস করি আমি।
আমি একজন সৃজনশীল প্রযোজক। বক্স অফিসের নম্বরের দিকে আমি কখনো তাকাই না। তবে আমিও জানি, বিষয়বস্তুই সিনেমা হলে দর্শকদের আসার জন্য উৎসাহ দেয়।
তিনি আরও যোগ করেন, তারকারা কেবল বাড়তি পাওনা মাত্র। তাই সেদিক থেকে বলতে গেলে তারকাদের পারিশ্রমিক সিনোমার বাজেট অনুযায়ী ঠিক হওয়া উচিত।
তবে এ বিষয়ে বিভিন্ন জনের বিভিন্ন রকম মতামত থাকতে পারে বলেও মন্তব্য করেছেন আলিয়া ভাট। তবে প্রযোজক এবং অভিনেতারা এ বিষয়গুলো অবশ্যই হয়তো ভাববেন।
আলিয়া আরও বলেন, “অনেক সময় তারকারা প্রয়োজনীয় অর্থটুকুই কেবল পারিশ্রমিক হিসেবে নেন। আবার, সিনেমা সাফল্য না পেলে তারা অতিরিক্ত অর্থ আর দাবি করেন না। টাকা ফেরৎ দেওয়ার মতো ঘটনাও ঘটে তবে সেটা পাবলিক জানতে পারে না, তবে এখানে কেউ কাউকে ঠকাচ্ছে না।”
বলা বাহুল্য যে, অন্তঃসত্ত্বা অবস্থাতেই ডার্লিংস ছবির প্রচারণা চালাচ্ছেন আলিয়া। সেই ছবিতে তিনি নিজে অভিনয়ও করছেন। আলিয়া ছাড়াও অভিনয় করেছেন শেফালি শাহ, বিজয় শর্মা, রোশন ম্যাথিউ। আগামী শুক্রবার থেকে নেটফ্লিক্সে দেখা যাবে ছবিটি।
আরও পড়ুন: বাংলাদেশী যুবক লটারীতে যেভাবে জিতলেন ৪৮ কোটি টাকা।