বলিউড অভিনেতা জাভেদ খান দীর্ঘদিন ধরে অসুস্থ্য ছিলেন। তিনি আজ মারা গেছেন। আজ মঙ্গলবার (১৪ই ফেব্রুয়ারী, ২০২৩) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই অভিনেতা।
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুর সংবাদটি জানান অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু অখিলেশ মিত্র। মঙ্গলবার সন্ধ্যায় তার লাশ দাফন করা হয় মুম্বাইয়ের ওশিওয়ারা কবরস্থানে। বলিউড অঙ্গনে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
বিভিন্ন বলিউড ছবির পরিচালক রমেশ তলওয়ার জানান, প্রায় এক বছর ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন জাভেদ খান। হসপিটালের বিছানায় শয্যাশায়ী ছিলেন।
কয়েকদিন পূর্বে বলিউড অভিনেতা জাভেদ খানের অবস্থার অবনতি হলে তাকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু জাভেদ খানের দুটো ফুসফুসই কাজ করা বন্ধ করে দেয় একসময়। আর তার কয়েক ঘন্টা পরেই জাভেদ খান মারা যান।
জাভেদ খান তার অভিনয় জীবনে অনেক ছবিতে অভিনয় করেছেন। তার ক্যারিয়ার প্রায় ৫০ বছরের দীর্ঘ। এই দীর্ঘ ৫০ বছরে তিনি প্রায় ১৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন।
বলিউড মহলে তিনি বেশ সাড়া ফেলেছিলেন। মানুষজন তার অভিনয়কে খুব ভালোবাসতো। আর সেই সুবাদে তিনি অল্প সময়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
জানা যায়, বলিউডের তিন খানের সাথেই কাজ করেছেন তিনি। আমির খানের ‘লাগান’, শাহরুখ খানের ‘চাক দে ইন্ডিয়া’ এবং সালমান খানের ‘আন্দাজ আপনা আপনা’-র মতো ছবিগুলোতে অভিনয় করেছেন।
অস্কার পুরস্কারের জন্য তিনি মনোনীত হয়েছিলেন। তার এ কৃতিত্ব এসেছিলো ২০০১ সালের ‘লাগান’ সিনেমার মাধ্যমে। কোন এক ছবিতে তিনি সুখলালজি চরিত্রে অভিনয় করে ভূয়সী প্রশংসা কুড়িয়েছিলেন জাভেদ খান। শিল্পাঙ্গনে এবং মানুষের মনে তিনি তার কাজের জন্য অমর হয়ে থাকবেন।
আরও পড়ুন: পরিমনি কি শেষ পর্যন্ত বিচ্ছেদের খাতায় নাম লেখাচ্ছে