ফার্মাসিউটিক্যাল কোম্পানীগুলোতে চাকরি অনেকটা সহজেই পাওয়া যায়। সাধারন কিছু পরীক্ষা হয় এবং তারপর ট্রেনিং হয়। আর এরপরেই আপনার নিয়োগ দেবে।
বর্তমানে একইসাথে ৫টি ফার্মাসিউটিক্যাল কোম্পানীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি আপনার যোগ্যতা ও পছন্দ অনুসারে যেকোন কোম্পানীতে চাকরি নিতে পারেন।
নিচে ক্রমানুসারে বিজ্ঞপ্তিগুলো তুলে ধরা হবে। আশা করি, বেকার যুবক ভাইদের অনেকটা উপকার হবে। তো আর কথা নয় – সরাসরি যাচ্ছি মূল আলোচনায়।
১. এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড
পদের নাম: ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ;
শিক্ষাগত যোগ্যতা: গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট (যে কোন বিভাগ থেকে);
বয়স: সর্বোচ্চ ৩২ বছর;
আবেদনের জন্য যা যা লাগবে: জীবন-বৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র (ফটোকপি ও অরিজিনাল), সব ধরণের সার্টিফিকেট মার্কশীটসহ (অরিজিনাল এবং ফটোকপি)।
ইন্টারভিউ এর তারিখ: ১৫, ১৬ জুলাই, ২০২২ খ্রি. সকাল ১০.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত।
যেসব শহরে ইন্টারভিউ দিতে পারবেন: ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, বগুড়া, বরিশাল এবং যশোর।
বিশেষ দ্রষ্টব্য: যারা অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী এবং বাড়ি যাদের চট্টগ্রাম ও সিলেটে তারা তাদের নিজ জেলাতেই পোস্টিং পাবেন।
২. বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড
পদের নাম: কো-অর্ডিনেটর (অনকোলজি বা বায়োটেক);
শিক্ষাগত যোগ্যতা: এম ফার্ম/বি ফার্ম/মাস্টার্স ইন বায়োকেমিস্ট্রি/মাইক্রোবায়োলজি/অ্যাপ্লাইড কেমিস্ট্রি/জেনেটিক ইঞ্জিনিয়ারিং/বায়োমোলকুলার ইঞ্জিনিয়ারিং যেকোন প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি থেকে।
অভিজ্ঞতা: প্রয়োজন নাই;
জব লোকেশন: বাংলাদেশের যেকোন স্থান;
অনলাইনে আবেদন করার তারিখ: ১৬ জুলাই, ২০২২ খ্রি.
অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন |
৩. হেলথকেয়ার ফর্মুলেশন লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ;
শিক্ষাগত যোগ্যতা: বি ফার্ম/এম ফার্ম যেকোন রিপিউটেড ইউনিভার্সিটি থেকে;
অভিজ্ঞতা: প্রথম পদের জন্য ৭ থেকে ১০ বছর এবং দ্বিতীয় পদের জন্য ৪ থেকে ৭ বছর পর্যন্ত;
আবেদন করবেন যেভাবে: আপনার জীবন-বৃত্তান্ত এবং এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ইমেইলে পাঠাতে হবে। যে ইমেইলে পাঠাতে হবে সেটা হলো: [email protected] অথবা আপনি যেকোন ভাবে HR Department এ পৌছে দিতে পারলেও হবে। অবশ্যই নির্ধারিত সময়ের আগেই জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৮ জুলাই, ২০২২ খ্রি.
৪. নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড
পদের নাম: মেডিকেল ইনফরমেশন অফিসার;
শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্স বা ব্যাচেলর ডিগ্রি (এইচএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকলে অগ্রাধিকার দেয়া হবে);
বয়স: সর্বোচ্চ ৩২ বছর;
জব লোকেশন: বাংলাদেশের যেকোন স্থান;
আবেদন করবেন যেভাবে: জীবন-বৃত্তান্তের সাথে নিজ হাতে লিখা আবেদনপত্র, ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সব সার্টিফিকেট এর ফটোকপি ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং ভ্যারিফিকেশন এর জন্য অরিজিনাল সব সার্টিফিকেট এবং জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
ইন্টারভিউ এর তারিখ: ১৭, ১৭ জুলাই, ২০২২ খ্রি. সকাল ১০.০০ টা হতে দুপুর ২.০০ টা পর্যন্ত।
কর্পোরেট অফিস: ইউনিক হাইটস, লেভেল ৬, ১১৭ কাজী নজরুল ইসলাম এভিনিউ, রমনা, ঢাকা-১২১৭।
৫. ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড
পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার;
শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্স বা গ্রাজুয়েট (যেকোন বিভাগ থেকে);
বয়স: সর্বোচ্চ ৩২ বছর;
অভিজ্ঞতা: থাকলে ভালো তবে না থাকলে কোনো সমস্যা নেই;
জব লোকেশন: বাংলাদেশের যেকোন স্থান;
আবেদন যেভাবে: হাতে লিখা আবেদনপত্র এই ঠিকানায় (ম্যানেজার, হিউম্যান রিসোর্সেস) পাঠাতে হবে। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আরও যা যা লাগবে: জীবন-বৃত্তান্ত, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল সার্টিফিকেটের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
আবেদনের শেষ তারিখ: ২৯ জুলাই, ২০২২ খ্রি.
পরিশেষে বলা যায়, উপরে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানীগুলোর নিয়োগ বিজ্ঞপ্তির কথা বলা হলো তার মধ্যে মানের দিক থেকে সবগুলোই মোটামুটি ভালো।
আপনি যদি এসব কোম্পানীর যেকোন একটিতে চাকরি করতে চান তবে ন্যূনতম যেটুকু পড়াশোনা না করলেই নয় অন্তত সেটুকু করুন।
এসব চাকরিতে কখনো ঘুষ লাগে না। স্যালারীও কমপক্ষে ২৫ হাজার টাকার উপরে। আপনি যদি সঠিকভাবে পরিশ্রম করেন তবে ভালো থাকতে পারবেন।
আর করতোয়া সবসময়ই আপডেট সব তথ্য প্রকাশ করার চেষ্টা করে। আপনি করতোয়ার নোটিফিকেশন অন করে রাখুন। এতে করে আমরা কোন তথ্য প্রকাশ করা মাত্র তা আপনার কাছে চলে যাবে। বিজ্ঞপ্তিুগুলো শেয়ার করার অনুরোধ রইলো।
আরও পড়ুন: ব্র্যাক এনজিও-তে একসাথে ৩টি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ।