দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন, বিপণন ও জাতীয় রপ্তানীতে স্বর্ণপদক অর্জনকারী প্রতিষ্ঠান প্রমি এগ্রো ফুডস লিমিটেড এর পণ্য সামগ্রী দ্রুত বাজারজাতকরণ ও সরবরাহ করার লক্ষ্যে ঢাকাসহ দেশব্যাপী সেলস এন্ড মার্কেটিং বিভাগে জরুরী ভিত্তিতে নিম্নে উল্লেখিত পদসমূহে লোকবল নিয়োগ এর পাশাপাশি পণ্য বাজারজাতকরণের লক্ষ্যে ডিলার/কমিশন ডিলার নিয়োগ কার্যক্রম চলছে।
১. পদের নাম: এরিয়া সেলস ম্যানেজার (এ.এস.এম)
পদের সংখ্যা: ১০ জন (কেবল পুরুষ)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
অভিজ্ঞতা: খাদ্য পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানে সমমানের পদে ন্যূনতম ৩-৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২৭-৪০ বছর।
২. পদের নাম: সেলস অফিসার (এস.ও)
পদের সংখ্যা: ১৫০ জন (কেবল পুরুষ)
শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি/এইচ.এস.সি
অভিজ্ঞতা: খাদ্য পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানে সমমানের পদে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী, পরিশ্রমী, উদ্যমী ও নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ১৮-৩০ বছর।
আগ্রহী চাকুরী প্রত্যাশীগণকে জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র এবং অভিজ্ঞতা সনদের ফটোকপিসহ ঢাকা আব্দুল্লাপুর, উত্তরা কার্যালয়ে শুধুমাত্র শুক্রবার সমূহে এবং আগামী ০৩/০৬/২০২২ ইং থেকে ০৫/০৭/২০২২ ইং পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে ঢাকার প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।
বিশেষ দ্রষ্টব্য: ঢাকা আব্দুল্লাপুর কার্যালয়, ময়মনসিংহ, রংপুুর, যশোর, চট্টগ্রাম ও সিলেট এলাকায় নিম্নে উল্লেখিত ঠিকানায় আগামী ০৩/০৬/২০২২, ১০/০৬/২০২২, ১৭/০৬/২০২২ ও ০১/০৭/২০২২ ইং তারিখে শুধুমাত্র প্রতি শুক্রবার সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
উত্তরা অফিস: আব্দুল্লাপুর, উত্তরা কার্যালয় – ৪৬, আব্দুল্লাপুর, উত্তরা, ঢাকা-১২৩০, খন্দকার সিএনজি পাম্পের পিছনে।
যোগাযোগের জন্য মোবাইল নম্বর: ০১৭৬২-৬৮৩১৫৭, ০১৭৬২-৬৮৩০১২, ০১৭১৩-২৪৭০১৬।
ঢাকা অফিস: প্রধান কার্যালয় – ৪৮৭ গোবিন্দপুর, মৈনারটেক, উত্তরখান, ঢাকা-১২৩০ (উত্তরা আব্দুল্লাপুর এর পূর্ব পাশের বেড়িবাঁধ রাস্তা হতে অটোবাইক যোগে মৈনারটেক (প্রমি) হেড অফিস আসতে হবে।
যোগাযোগের জন্য মোবাইল নম্বর: ০১৭৬২-৬৮৩১৫৭, ০১৭৬২-৬৮৩০১২, ০১৭১৩-২৪৭০১৬।
ময়মনসিংহ অফিস: মেসার্স পি এন্ড ব্রাদার্স, ১৬ নং বড় বাজার, ময়মনসিংহ।
যোগাযোগের জন্য মোবাইল নম্বর: ০১৭৬২-৬৮৩২৩৮, ০১৭৬২-৬৮৩০১৮, ০১৭৬২-৬৮৩১৫৭।
রংপুর অফিস: মেসার্স আল ফাদিল ট্রেডিং ইন্টারন্যাশনাল, ১৫২/১, গ্রীন হাউস, জি.এল রায় রোড, সাত মাথা, মাহিগঞ্জ, রংপুর।
যোগাযোগের জন্য মোবাইল নম্বর: ০১৭৬২-৬৮২৮৮১, ০১৭৬২-৬৮৩০১৮, ০১৭৬২-৬৮৩০১২।
যশোর অফিস: মেসার্স এ.এস ডিস্ট্রিবিউশন কোম্পানী, ছোটনের মোড়, জমাদ্দার পাড়া, শংকরপুর, যশোর (কেন্দ্রীয় বাস টার্মিনালের উত্তর পাশে)।
যোগাযোগের জন্য মোবাইল নম্বর: ০১৭৬২-৬৮৩১৭১, ০১৭৬২-৬৮২৮৮২, ০১৭৬২-৬৮৩১৫৭।
চট্টগ্রাম অফিস: হাজী আলী নূর বিল্ডিং, নীচতলা, সৌদিয়া হোটেলের পাশে, রাজাখালী, চট্টগ্রাম।
যোগাযোগের জন্য মোবাইল নম্বর: ০১৭৬২-৬৮৩০১৩, ০১৭৬২-৬৮৩০১২, ০১৭৬২-৬৮২৮০১।
সিলেট অফিস: কে.ডব্লিউ.এ ট্রেডিং, সাউথ সুরমা (সিএনজি পাম্পের সামনে), সিলেট।
যোগাযোগের জন্য মোবাইল নম্বর: ০১৭৬২-৬৮৩১৪১, ০১৭৬২-৬৮২৮০১, ০১৭৬২-৬৮২৮৫৭।
কোম্পানীর ইমেইল ঠিকানা: [email protected]
নিচে বিজ্ঞপ্তিটি ইমেজ আকারে দেয়া হলো। আপনি চাইলে জুম করে পড়তে পারেন কিংবা ডাউনলোড করে নিতে পারেন।

উৎস: বাংলাদেশ প্রতিদিন পত্রিকা
আবেদন করার শেষ তারিখ: ১ জুলাই, ২০২২ খ্রি.
পরিশেষে বলা যায়, কোম্পানীর এই চাকরিগুলো মোটামুটি মান সম্মত। যারা সদ্য এসএসসি কিংবা এইচএসসি পাশ করেছেন তারা ইচ্ছে করলেই চাকরিটি পেতে পারেন।
বর্তমানে এসব চাকরিতেও অভিজ্ঞতা চাওয়া শুরু হয়েছে। তাহলে নিজেরাই বুঝুন, চাকরির বাজার কতোটা আগুন। প্রমি এগ্রো ফুডস লিমিটেডে মোট ১৬০ জনকে নিয়োগ দেয়া হবে। বেকার যুবক যারা আছেন এবং যাদের চাকরির খুব প্রয়োজন তারা আগে যোগাযোগ করে চাকরিটি লুফে নিতে পারেন।
বেতন ভালো, বোনাস আছে বছরে দুটি এবং ছুটিও আছে। এলাকার কাছাকাছি পোস্টিং নেয়া যায়। আরও হরেক রকমের সুযোগ-সুবিধা আছে। আরেকজন বেকার ব্যক্তির সুবিধার্থে বিজ্ঞপ্তিটি শেয়ার করুন।
আরও পড়ুন: ব্র্যাক এনজিও (BRAC) তে ঋণ কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি।