প্রধানমন্ত্রীর কার্যালয়-এর রাজস্ব খাতভুক্ত গাড়িচালক পদের বিপরীতে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
পদের নাম: গাড়িচালক
পদ সংখ্যা: ১০
বেতন গ্রেড: ৯৭০০-২৩৪৯০/- (গ্রেড- ১৫)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস এবং ভারী যানবাহন চালানোর লাইসেন্সসহ তিন বছরের অভিজ্ঞতা।
যেসকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, টাংগাইল, ময়মনসিংহ, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, নীলফামারী, পঞ্চগড়, ঝিনাইদহ, মাগুড়া, নড়াইল, বাগেরহাট, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর ও পটুয়াখালী জেলা।
প্রধানমন্ত্রীর কার্যালয়-এ নিয়োগের শর্তাবলী:
১. নির্ধারিত আবেদনপত্রের সফ্টকপি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট www.pmo.gov.bd হতে ডাউনলোড করে তা স্বহস্তে পূরণ করতে হবে।
২. পূরণকৃত আবেদনপত্র পরিচালক (প্রশাসন), প্রধানমন্ত্রীর কার্যালয়, পুরাতন সংসদ ভবন, তেজগাঁও, ঢাকা-১২১৫ ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে। ডাকযোগ ব্যতীত কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
৩. প্রার্থীর বয়সসীমা ১ এপ্রিল, ২০২২ তারিখে ১৮-৩০ বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো ধরণের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পোষ্যদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর।
৪. আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নিম্নোক্ত সনদ/কাগজপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।
ক. সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র;
খ. নাগরিকত্ব সনদপত্র;
গ. জাতীয় পরিচয়পত্র;
ঘ. ভারী ড্রাইভিং লাইসেন্স;
ঙ. অভিজ্ঞতার সনদপত্র;
চ. সদ্যতোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি;
৫. বিভাগীয়/সরকারি/আধা সরকারি এবং স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানসমূহে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাপত্তিপত্র প্রদর্শন করতে হবে।
৬. বিভিন্ন কোটায় আবেদনকারী প্রার্থীদের যথাযথ সনদপত্র/প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।
৭. আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পোষ্য হলে তার বক্তব্যের স্বপক্ষে নিম্নোক্ত সনদপত্র/কাগজপত্র সংযুক্ত করতে হবে।
ক. মুক্তিযোদ্ধা সনদপত্রের সত্যায়িত ফটোকপি;
খ. মুক্তিযোদ্ধার গেজেট/ভারতীয় তালিকা/লাল মুক্তিবার্তা নম্বর/সাময়িক সনদের নম্বর ও তারিখ/বামুস সনদের নম্বর ও তারিখ উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র।
৮. প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভূয়া প্রমাণিত হলে বা নিয়োগ প্রক্রিয়ায় যেকোন অসুদপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৯. আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ৩০ এপ্রিল, ২০২২। উক্ত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
১০. পদ খালি হওয়া সাপেক্ষে পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি হতে পারে।
১১. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১২. অসমাপ্ত ও ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।
১৩. এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১৪. এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যেকোন পরিবর্তন/সংশোধন (যদি থাকে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটে (www.pmo.gov.bd) পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিটি নিচে ইমেজ আকারে উল্লেখ করা হলো। আপনি চাইলে জুম করে পড়তে পারেন কিংবা ডাউনলোড করে নিতে পারেন।
উৎস: প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট
হাতে লিখতে হবে আবেদনপত্র। সেই আবেদনপত্রের ফরম্যাট নিচে ইমেজ আকারে দেয়া হলো। ফরম্যাটটির নিচে ডাউনলোড লিংক দেয়া থাকবে। সেখান থেকে পিডিএফ আবেদনপত্রটি ডাউনলোড করে নিবেন এবং নিকটস্থ কম্পিউটার এর দোকান থেকে প্রিন্ট করে নিবেন।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে ২০২২।
আবেদনপত্র ডাউনলোড করতে এখানে ক্লিক করুন |