শরীরের বিভিন্ন স্থানে ব্যথা খুব কমন একটি ব্যাপার হয়ে দাড়িয়েছে। কোথাও একটু আধটু ব্যথা হলে কেউ কিছু মনেই করে না। কিন্তু সব ব্যথাকেই সাধারন ব্যথা মনে করা উচিত নয়।
কিছু ব্যথা আছে যা আপনার চরম ক্ষতি করতে পারে। তাই সব ধরণের ব্যথাকে অবজ্ঞা করবেন না। ব্যথা হলেই ব্যথার ওষুধ খাওয়া বন্ধ করুন। পেটের ডান পাশে ব্যথা হতে পারে কোন মারাত্মক রোগের লক্ষণ মাত্র।
পেটের ডান পাশে ব্যথা হওয়াকে অবহেলা করা মোটেই উচিত নয়। আজ আমরা এ ব্যাপারে বিষদ জানবো। খুব মনোযোগ সহকারে পুরো লেখাটি পড়ুন। অনেক কিছুই জানতে পারবেন যা ব্যক্তিজীবনেও কাজে লাগতে পারে। তো আর কথা নয় – সরাসরি যাচ্ছি মূল আলোচনায়।
পেটের ডান পাশে ব্যথা হওয়ার কারণ হিসেবে আপনার শরীরে অন্তত ৫টি রোগের মধ্যে যেকোন একটি হওয়ার সম্ভাবনা রয়েছে। সে রোগগুলো সম্পর্কে নিচে বিস্তারিত দেয়া হলো।
১. অ্যাসিড রিফ্লাক্স অথবা গ্যাস্ট্রিক
পেটের ডান পাশে ব্যথার অন্যতম কারণ হিসেবে এই সমস্যা দেখা দিতে পারে। মায়ো ক্লিনিকের দেয়া তথ্যমতে, অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রো-ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ (জিইআরডি) তখনই ঘটে যখন পাকস্থলীর অ্যাসিডগুলো গলা ও পেটের সঙ্গে সংযুক্ত নালীতে ফিরে আসে। আর তখনই বুকে ও গলায় জ্বালাপোড়া শুরু হয়।
২. ফ্যাটি লিভার
ক্লিভল্যান্ড ক্লিনিকের দেয়া তথ্যমতে, লিভারে যদি অতিরিক্ত চর্বি জমা হয় তাহলে ফ্যাটি লিভার রোগ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বেশিরভাগ ক্ষেত্রে রোগটি হয়েই যায়। তবে ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীরা শুরুর দিকে তেমন কোন লক্ষণ বুঝতে পারেন না। কিন্তু যখন সমস্যাটি প্রকট হয়ে যায়, দীর্ঘদিন হয়ে যায় এবং লিভার সিরোসিস এর পর্যায়ে চলে যায় তখন পেটের উপরের ডানদিকে পূর্ণতার অনুভূতি হয়।
৩. অ্যাপেনডিসাইটিস
অ্যাপেন্ডিক্স হলো একটি ছোট থলি যা পেটের নীচের ডানদিকের কোলন থেকে ঝুলে থাকে। আর অ্যাপেন্ডিসাইটিক্স হলেও পেটের ডানদিকে নিচে ব্যথা করে। গ্রামের মানুষ তো পেটের ডানদিকে ব্যথা হলে প্রায় এমনটাই মনে করে। কিন্তু সব ক্ষেত্রে এমনটি নাও হতে পারে।
৪. ক্যানসার
জনস হপকিন্স মেডিসিনের দেয়া তথ্য মতে, অগ্ন্যাশয় ক্যানসারের একটি সাধারন লক্ষণ বা উপসর্গও হতে পারে উপরের পেটে অথবা মাঝখানে কিংবা উপরের পিঠে যা একটি নিস্তেজ ব্যথা অনুভব করায়। ব্যথাটি আসে ও যায়। তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত।
৫. অন্যান্য কারণ
পেটের উপরের ডানদিকে ব্যথার অন্যান্য কারণ হিসেবে বলা যায়- পিত্তথলির সমস্যা, কিডনির সমস্যা কিংবা কিডনিতে পাথর। আর যদি গুরুতর নয় এমন ব্যথা হয় তবে কোষ্ঠকাঠিন্য, খাদ্যে এলার্জি, ল্যাকটোজ অসহিষ্ণুতা, খাদ্যে বিষক্রিয়া এবং পেটের ভাইরাস হিসেবে অভিহিত হতে পারে।
পরিশেষে বলা যায়, পেটে ব্যথা হলেই উপরের যে কোন একটি রোগ আপনার হয়েছে এমনটা ধরে নেয়া আসলে বোকামী। আপনি যদি ব্যথাটি নিয়মিত অনুভব করেন তবে অবশ্যই একজন ভালো ডাক্তার এর শরণাপন্ন হবেন। নিজে নিজে ব্যথার ওষুধ খাবেন না। এতে করে আপনার কিডনী ড্যামেজ হয়ে যেতে পারে।
আরও পড়ুন: মাথায় ফোঁড়া হলে কিভাবে চিকিৎসা করা যায় – বিস্তারিত জানুন