বিদেশে গমন বা বিদেশে চাকুরির ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হয়। দেশের বাইরে যেতে হলে, ইমিগ্রেশন কিংবা বিদেশে অবস্থানকালীন সময়ে ওয়ার্ক পারমিটের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনার আছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাইতে পারে।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর অর্থ হচ্ছে, যাকে পুলিশ ক্লিয়ারেন্স দেয়া হচ্ছে তিনি কোন অপরাধী নন, তার নাম ঠিকানা সঠিক আছে এবং তার বিরুদ্ধে ফৌজদারী কোন অভিযোগ নেই।
পুলিশ সবসময় আন্তরিকভাবে চেষ্টা করে থাকে সুন্দর সেবা দেওয়ার। সহজেই কোন প্রকার ঝামেলা ছাড়াই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়া হয়।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে যাবতীয় করণীয় সম্পর্কে নিচে বিস্তারিত তুলে ধরা হলো:
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্তাবলী:
১. আবেদনকারীর পাসপোর্টে উল্লেখিত স্থায়ী কিংবা বর্তমান ঠিকানার যে কোন একটি অবশ্যই সংশ্লিষ্ট মেট্রোপলিটন বা জেলা পুলিশের আওতাধীন এলাকায় অবস্থিত হতে হবে।
এছাড়াও আবেদনকারীকে অথবা যার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাওয়া হয়েছে তাকে অবশ্যই ঐ ঠিকানার বাসিন্দা হতে হবে।
২. মেশিন রিডেবল পাসপোর্টের (এম.আর.পি) ক্ষেত্রে যদি পাসপোর্টে ঠিকানা উল্লেখ না থাকে তবে ঠিকানার প্রমাণ স্বরূপ জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন সনদপত্র বা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এর কাছে থেকে নেয়া সনদপত্রের ফটোকপি ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে দাখিল করতে হবে।
৩. বিদেশে অবস্থানকারী বাংলাদেশী পাসপোর্টধারী কোন ব্যক্তির পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি পাওয়ার জন্য তিনি যে দেশে অবস্থান করছেন সে দেশে বাংলাদেশ দূতাবাস বা হাই-কমিশন কর্তৃক পাসপোর্টের তথ্য পাতার সত্যায়িত কপি তার পক্ষে করা আবেদনের সাথে দাখিল করতে হবে।
৪. বিদেশগামী কিংবা প্রবাসী বাংলাদেশী নাগরিক এবং বাংলাদেশে বসবাস করে স্বদেশে বা বিদেশে প্রত্যাবর্তনকারী বিদেশী নাগরিকদের জন্য প্রয়োজনীয় পুলিশ ক্লিয়ারেন্স বর্তমানে অনলাইন সিস্টেমের মাধ্যমে ইস্যু করা হয়।
৫. বাংলাদেশের অভ্যন্তরে চাকরি কিংবা অন্য কোন কাজে পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলা কিংবা সিটি এসবি শাখায় যোগাযোগ করতে হবে।
পুলিশ ক্লিয়ারেন্স পেতে প্রয়োজনীয় ডকুমেন্টস:
১. অনলাইনে যথাযথভাবে পূরণকৃত আবেদন পত্র।
২. ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যানকপি অথবা বিদেশে অবস্থানকারী বাংলাদেশী নাগরিকগনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাস কর্তৃক সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যানকপি অথবা বিদেশী নাগরিকদের ক্ষেত্রে নিজ দেশের জাস্টিস অব পিস (Justice of Peace) কর্তৃক সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যানকপি।
৩. বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকের যে কোন শাখা থেকে (১-৭৩০১-০০০১-২৬৮১) কোডে করা ৫০০/- (পাঁচশত) টাকা মূল্য মানের ট্রেজারী চালান অথবা অনলাইনে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে প্রযোজ্য ক্ষেত্রে নির্ধারিত সার্ভিস চার্জসহ ফি প্রদান করতে হবে।
আবেদনের নিয়মাবলী:
ধাপ- ১: অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে ওয়েবসাইটে নিবন্ধন করে যে কেউ নিজের জন্য অথবা অন্যের পক্ষে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য আবেদন করতে পারবে। অনলাইনে নিবন্ধন করার জন্য এখানে ক্লিক করুন।
ধাপ- ২: নিবন্ধিত ব্যবহারকারী অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য নির্ধারিত সাইটে লগ ইন করার পর Apply মেনুতে ক্লিক করে আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করুন।
ধাপ- ৩: আবেদন ফরমের প্রথম ধাপে ব্যক্তিগত বিস্তারিত তথ্য, দ্বিতীয় ধাপে বর্তমান এবং স্থায়ী ঠিকানা পূরণ করুন।
আপনার বর্তমান ঠিকানা যে জেলা বা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত সেই ঠিকানায় পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হবে।
ধাপ- ৪: আবেদন ফরমের তৃতীয় ধাপে প্রয়োজনীয় ডকুমেন্ট সমুহের স্ক্যান কপি আপলোড করুন।
ধাপ- ৫: আবেদন ফরমের চতুর্থ ধাপে আপনার এন্ট্রিকৃত সকল তথ্য দেখানো হবে। আবেদনে কোন ভুল থাকলে তা পূর্ববর্তী ধাপসমূহে ফেরত গিয়ে পরিবর্তন করা যাবে।
তবে চতুর্থ ধাপে আবেদনটি সাবমিট করার পর আর কোন পরিবর্তন করার সুযোগ থাকবে না।
ধাপ- ৬: চালানের মাধ্যমে ফি পরিশোধের উপায় এবং পরবর্তী করণীয় সম্পর্কে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করতে হবে।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে তুলবেন:
অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার পর থানা পুলিশের পক্ষ থেকে একটি তদন্তর্কায সম্পন্ন করা হয়। এই তদন্ত কার্য সমাপ্তির পর সার্টিফিকেট পৌছে যাবে আপনার কাছে।
পরিশেষে বলা যায়, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাধারণত কোন কারন ছাড়া প্রয়োজন হয় না। কোন সরকারি চাকরি কিংবা বিদেশ গমনের ক্ষেত্রে এটা লাগে।
অনলাইনে নিয়ম মেনে আবেদন করা হলে দ্রুত সময়ের মধ্যেই এই সার্টিফিকেট পাওয়া যায়। প্রয়োজনের স্বার্থে আপনি নিজে কাজটি করতে না পারলে কোন কম্পিউটারের দোকানে গিয়ে করিয়ে নিন।
আরও পড়ুন: থানায় কোনো বিষয়ে মামলা নিতে না চাইলে যা করবেন।