মাঝরাতে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরিমনি একটি ফেসবুক স্ট্যাটাস দেন। যেখানে লেখা ছিল “রাজকে আমার জীবন থেকে ছুটি দিলাম”। মূহুর্তেই পোস্টটি ভাইরাল হয়ে যায়। মাত্র ৫৫ মিনিটের মধ্যে আটশোর বেশি শেয়ার হয় এবং প্রায় ছয় হাজারের মতো রিয়াক্ট পড়ে।
প্রায়সময়ই বিভিন্ন অনলাইন পত্রিকায় দেখা যায় যে, বেশ কিছুদিন ধরে রাজের সাথে পরিমনির বিভিন্ন ঝামেলা চলছে। সম্পর্কে ফাটল ধরার মতো অবস্থা। আর বিষয়গুলো পরিমনি নিজেই সবার সামনে এনেছিলেন রাজের সঙ্গে মিমের সম্পর্ক নিয়ে। পরিমনি সেসময় “এসব বন্ধ করো” আর্তি জানিয়ে রাজ ও মিমের উদ্দেশ্যে ফেসবুকে পোস্ট করেছিলেন।
আর সেই পোস্ট দেয়ার পর থেকেই রাজ ও পরির সংসারে অশান্তির ছায়া নেমে আসে। সেটা গড়িয়ে গড়িয়ে বিচ্ছেদ অবধি হয়তো পৌছতে চাচ্ছে যেটা বিনোদন অঙ্গনে তথা পরিমনি ও রাজের শুভাকাঙ্গীদের কারোর-ই চাওয়ার নয়।
উল্লেখ্য যে, পরাণ ও দামাল সিনেমায় রাজের নায়িকা ছিলেন মিম। যখন দামাল সিনেমা মুক্তি পায় তখন মিম ও রাজকে উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট দেন পরি। এই বিষয়টি নিয়ে তখনও অনেক সমালোচনার জন্ম হয়।
পরিমনির ফেসবুক স্ট্যাটাসের পর অনেকেই জানতে চান আসলে কি হয়েছে? অনেকেই আবার রাজ্য’র (পরিমনি ও রাজের সন্তান) কথা চিন্তা করে সংসার জীবনটা চালিয়ে যেতে বলেন।
অনেকেই আবার “জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই” লাইনটির অনেক প্রশংসা করেন। অন্যদিকে অভিনেত্রী এলিনা শাম্মী মিনতি কমেন্টে লিখেছেন “মাথা ঠান্ডা রাখো বোন… আরেকটু ভেবে দেখার সুযোগ থাকলে একটু ভাবো…তোমার রাজ্য’র জন্য হলেও”।
আরও পড়ুন: বিয়ের পরে স্বামী জোর পূর্বক শারীরিক সম্পর্ক করতেন : বাঁধন