গতকাল নেপালের পোখারায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে যেখানে মোট ৭২ জন আরোহী ছিল। বিমানটি নেপালের বেসরকারি বিমান সংস্থা ইয়েতি এয়ারলাইন্সের এটিআর-৭২ মডেলের। বিমানটি রাজধানী কাঠমান্ডু থেকে পোখারায় যাচ্ছিল।
রবিবার (১৫ই জানুয়ারী, ২০২৩ ইং) সকালে বিমানটি পোখারার কাসকি জেলায় বিধ্বস্ত হয়। নেপালে এর আগেও বিমান দূর্ঘটনা হয়েছে। ইতিপূর্বের দূর্ঘটনাগুলোর চেয়ে এটি বেশ ভয়াবহ ছিল।
নেপালি এক সংবাদপত্রের মাধ্যমে জানা গেছে, ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতাউল বলেছেন, ৬৮ জন যাত্রী এবং ৪ জন ক্রু নিয়ে পোখারার পুরাতন বিমানবন্দর এবং নতুন পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যবর্তী স্থানে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
কি কারণে দূর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিক জানা যায়নি। সে বিষয়ে এখনও তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। ইয়েতি এয়ারলাইন্স বা নেপাল সরকারও তেমন কোনো তথ্য এখন পর্যন্ত জানাতে পারেনি। দূর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো থেকে দেখা যায় যে, দূর্ঘটনাস্থল থেকে ব্যাপক ধোঁয়া উড়ছে এবং সেখানে আগুন জ্বলছে। ইতিমধ্যে ইউটিউবে কয়েকটি ভিডিও ছড়িয়েছে এবং ফেসবুকেও কিছু ভিডিও ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: ঢাকার ধামরাইয়ে একই পরিবারের ৫ জন আগুনে দগ্ধ